![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি সাইকেলের দাম যে মোটরসাইকেলের মতোই এবং ক্ষেত্রবিশেষে মোটরসাইকেলের থেকেও বেশি হতে পারে তা সাইকেল নিয়ে খোজ খবর না করলে জানাই হতো না।
বর্তমান সময়ে সাইকেল চালানো যেমন শখ, যেমন ভাব, তেমনি প্রয়োজনও বটে। স্বাস্থ্য নিয়ে ভাবে এমন অনেকেই এখন অল্প দুরুত্বের যাতায়াতে সাইকেল ব্যবহার করছেন। একদিকে যাতায়াত খরচ কমে, সময় বাচে তেমনি টাকার সাশ্রয়ও হয়।
সাইকেল কিনতে গেলে বিভিন্ন ব্রান্ড/মডেলের পাশাপাশি যারা দামের বিষয়টিও বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন তারা নীচের তালিকা থেকে কিছুটা হলেও উপকৃত হবেন-
বাজেট ৫০০০ এর কম
http://www.bicyclebd.com/price-range/0-5000/
বাজেট ৫০০০ থেকে ১০০০০
Click This Link
Hero Ranger Max: Tk 6750.00
Precious Folding GP 2013: Tk 6000.00
Prince Alien: Tk 5300.00
Prince Black Bike: Tk 6500.00
Prince Toronto: Tk 8000.00
Prince Vegas: Tk 5500.00
Raleigh Motomax: Tk 9000.00
বাজেট ১০০০০ থেকে ১৫০০০
Click This Link
Coyote Tra-Fix: Tk 11500.00
Laux Combat: Tk 13000.00
Laux Combat Pro: Tk 14000.00
MBM Adacta: Tk 15000.00
Phoenix Classic: Tk 11000.00
Prince Force: Tk 14000.00
Raleigh Orient 2013: Tk 14000.00
বাজেট ১৫০০০ থেকে ৫০০০০
Click This Link
Core Jumper
Tk 18000.00
Coyote Dakota
Tk 19500.00
Coyote Manitoba
Tk 22500.00
Coyote Minnesota
Tk 16000.00
DP E-BIKE Durbar
Tk 35000.00
Laux Fight
Tk 16000.00
MBM Adacta
Tk 15000.00
Merida Warrior 300
Tk 19000.00
Raleigh Axis
Tk 34000.00
Raleigh Chinook 2013
Tk 22000.00
Raleigh Elite HT
Tk 19500.00
Raleigh Pursuit
Tk 18000.00
Raleigh Ravenna 1.0
Tk 17000.00
Raleigh Ravenna 2.0
Tk 25000.00
Raleigh Storm 1.0
Tk 17000.00
Raleigh Storm 2.0
Tk 18000.00
Raleigh Talus 1.0
Tk 17500.00
Raleigh Talus 2.0
Tk 21000.00
Raleigh Talus 2.0 Ladies
Tk 21000.00
Raleigh Talus 29er
Tk 32000.00
Raleigh Talus 3.0
Tk 25000.00
Raleigh Talus 4.0
Tk 40000.00
Raleigh Talus 4.0 Ladies
Tk 40000.00
Raleigh Trail XC
Tk 24500.00
Raleigh Twist twenty six
Tk 17700.00
Trek 3500D
Tk 45000.00
Upland Count 500
Tk 32000.00
Upland Count 700
Tk 41000.00
Upland Fusion Fully
Tk 47000.00
Upland Leader 300
Tk 28000.00
Upland Leader 500
Tk 33000.00
Upland Spyker 700
Tk 41000.00
Upland Vanguard 100
Tk 18500.00
Upland Vanguard 200
Tk 23000.00
Upland Vanguard 300
Tk 25500.00
Upland X80
Tk 21500.00
বাজেট ৫০০০০ থেকে ১০০০০০
Click This Link
Bianchi Camaleonte 1
Tk 52000.00
Bianchi Camaleonte 2
Tk 58000.00
Bianchi Camaleonte 5
Tk 86500.00
Bianchi Camaleonte Cross
Tk 53500.00
Bianchi KUMA 5300
Tk 51500.00
বাজেট ১০০০০০ থেকে ২০০০০০
Click This Link
দামের সাথে দরকার সাইকেলের দোকানের ঠিকানা-
http://www.bicyclebd.com/page/bicycle-stores/
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৪
মদন বলেছেন: ভাবাভাবির কিছু নাই। কিন্না ফালান
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২০
দি সুফি বলেছেন: কুরবানির পরে চিনুক অথবা টালুস ২ কিনবো ইনশাআল্লাহ।
পোষ্টে যদি সাইকেলের দোকানের ঠিকানা দিয়ে দেন, তাহলে আরো সুবিধা হয়। আমি নওয়াব অথবা মাস্টার থেকে কিনতে পারি!
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪০
মদন বলেছেন: সব শেষের লিংকটিই কিন্তু সাইকেলের দোকানের ঠিকানা।
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪২
দুরন্ত-পথিক বলেছেন: সাইকেল ছিল , আর সাইকেল ভ্রমণ করে অনেক মজা পেয়েছিলাম। তাই এখন আর সাইকেল আর কোন দরকার নাই।
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫
মদন বলেছেন: এখন মোটরসাইকেল চালান??? তাহলে আপনার ঠিকানা এখানে http://www.motorcyclevalley.com/
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৫
গোয়েন্দাপ্রধান বলেছেন: ভাই prince toronto বাজারে কি available জানালে খুব উপকৃত হব
সাইট টা ভালো তবে স্পিড কম
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৩
মদন বলেছেন: লায়ন অথবা নওয়াব এ ফোন দিয়ে দেখতে পারেন-
http://www.bicyclebd.com/page/bicycle-stores/
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫০
দি সুফি বলেছেন: দুঃখিত দোকানের লিঙ্কটা খেয়াল করিনি। অনেক ধন্যবাদ আপনাকে
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩২
মদন বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৮
ব্রাইটসেন্ট্রাল বলেছেন: আপনার সেপ্টেম্বরে জমা দেয়া ফরেন চেক কি ক্লিয়ার হয়েছে ?
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৮
মদন বলেছেন: না।
আমি চেক জমা দেই জেলা শহরের শাখা ব্যাংক এ। আমার ৩০-৩৫দিন লাগে ক্লিয়ার হতে। সেই হিসেবে অক্টোবরের ১০-১২ তারিখের দিকে পাবো ইনশাআল্লাহ।
৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৩
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
কেবল আপনার পোস্টটি কালেকশানে রাখার জন্যই লগ-ইন করলাম। গুড জব।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১২
মদন বলেছেন: জেনে ভালো লাগছে যে পোষ্টটি কারো কাজে লাগছে।
আন্তরিক ধন্যবাদ
৮| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩১
ব্রাইটসেন্ট্রাল বলেছেন: আবারও বিরক্ত করছি ভাই। অক্টোবরে যেটা ক্লীয়ার (২৪ নং কমেন্টের উত্তর) হওয়ার কথা ছিল সেটা কি ক্লীয়ার হয়েছে?
আমি জমা হওয়া ৩টা চেক একসাথে জমা দিয়েছি গত মাসের শেষে।
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৯
মদন বলেছেন: না, ঈদের আগের ব্যাংকিং ডে তে ব্যাংকে গিয়ে খোজ নিলাম তখনও চেক ক্লিয়ার হয়নি। কারন জানতে চাইলে বিভিন্ন জায়গাতে ফোন করে শেষ পর্যন্ত জানালো যে এখন থেকে চেক ক্লিয়ার হতে চেক জমা দেবার ৪৫দিন পরে হবে।
৯| ৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৫
ব্রাইটসেন্ট্রাল বলেছেন: যাক একটা গতি হইলো শেষ পর্যন্ত ....
সেপ্টেম্বরের ২৪ তারিখে দুইটা চেক জমা দিয়েছিলাম ... ২৯ অক্টোবরে ওই সাইড থেকে ক্লিয়ারেন্স পাইছে ...
অক্টোবরের ৬ তারিখে জমা দেওয়া চেকটা ২৮ অক্টোবরে ওই সাইড থেকে ক্লিয়ারেন্স পাইছে ...
ধন্যবাদ আপনাকে তথ্যের জন্যে ... ..
১০| ৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৭
ব্রাইটসেন্ট্রাল বলেছেন: আচ্ছা ওই সাইড থেকে ক্লীয়ারেন্স পাওয়ার পরে (এডসেন্স একাউন্টে যে ক্লিয়ারেন্স ডেট থাকে) কত দিন পরে এখানকার একাউন্টে টাকা ঢুকে বলতে পারবেন ?
৩১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
মদন বলেছেন: এইটা ডিপেন্ড করতেছে লোকাল ব্যাংকের উপর।
যেমন আমার সেপ্টেম্বর+অক্টোবরের চেক ক্লিয়ার হইসে কিন্তু আমার একাউন্টে টাকা ঢুকে নাই। কাহিনী কি? ব্যাংকে গিয়া জানতে চাইলাম। তারা সরাসরি যিনি এই ইস্যু ডীল করেন ঢাকায় তার সাথে ফোনে দিলেন। তিনি যেটি বললেন সেটি হলো তাদের এই ধরনের চেক ডীল করা হতো স্ট্যান্ডার্ড চাটার্ডের সাথে। সেপ্টেম্বর থেকে সোনালী ব্যাংকের সাথে শুরু হয়েছে। সোনালী ব্যাংকের এটিই প্রথম কার্যক্রম, ফলে তারা টোটাল প্রসেস হযবরল করে ফেলেছে। অনেকের চেক ক্লিয়ার হয়েছে কিন্তু একাউন্টে এখনও টাকা আসে নাই, অনেকের চেকই ক্লিয়ার হয় নাই।
কিন্তু এটি কনফার্ম যে ইসলামী ব্যাংকে এখন থেকে চেক ক্লীয়ার হতে অনেক দেরী হবে। ভাবতেছি ডাচে যাবো কিনা।
১১| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০২
ব্রাইটসেন্ট্রাল বলেছেন: ডাচ বাংলায় ফী কেমন কাটবে খোঁজ নিতে হবে। সরাসরি সোনালী ব্যাংকেও তো একাউন্ট করা যেতে পারে। আমি সোনালী ব্যাংকের ফরম এনেও রেখে দিয়েছি ওদের কাস্টমার সার্ভিসের অবস্থা দেখে ..
৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৫
মদন বলেছেন: ডাচের কথা শুনেছি যে তারা নাকি যে এমাউন্টই হোক ২১০০ টাকা ফী কাটে। খোজ নিতে হবে।
১২| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৯
হাসান রেজভী বলেছেন: +++
১৩| ১৪ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
ব্রাইটসেন্ট্রাল বলেছেন: আপনার সেই চেকের খবর কি?
আজ দেখলাম ইসলামী ব্যাংক সব ব্রাঞ্চে একটা নোটিশ পাঠিয়েছে ফরেন ড্রাফট গ্রহন না করার জন্যে। তারা সোনালী ব্যাংকের মাধ্যমে ড্রাফট পাঠাতো। এখন সোনালী ব্যাংক নাকি অযাতিচ ভাবে দেরী করতেছে।
আর আপনার একাউন্টে কি EFT সংযৃক্ত হয়েছে ?
১৪ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
মদন বলেছেন: জ্বী, সোনালীব্যাংকের চক্করে আমিও পড়ে গেছি। আমার চেক সেপ্টেম্বর ৫ এ জমা দিয়েছি ৩০সেপ্টেম্বর সেটি ডেবিট হয়ে গেছে কিন্তু এখনও আমার একাউন্ট এ জমা হয় নাই।
ইএফটির এখনও এড হয নাই, গুগল ১৮ তারিখ পর্যন্ত সময় নিয়েছে।
১৪| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৬
ব্রাইটসেন্ট্রাল বলেছেন: সোনালীব্যাংকের চক্কর থেকে বেরইতে পারছেন ?
আমার ৪টা চেকের ১টা ফেরত দিছে। ১টা বলছে আসছে তবে সার্ভিস চার্জ কাটবে মেলা ... কত ঠিক কইরা এখনো কয় নাই। বাকী ২টার কোন খবর নাই।
তবে ভালো খবর হইলো ইএফটি কাজ শুরু করে দিয়েছে ...
১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৪
মদন বলেছেন: আমি মোট তিনটা জমা দিয়েছিলাম। প্রথমটা ক্যাশ দিয়েছে। দ্বিতীয়টা এখনও ক্যাশ হয় নাই। তৃতীয়টা ফেরত দিয়েছে।
আলহামদুলিল্লাহ, গত মাসের ২৭ এ ইএফটি সেন্ড করছে আর ২৮ তারিখে আমার একাউন্টে জমা হইছে
১৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৮
ব্রাইটসেন্ট্রাল বলেছেন: যেই চেকটা ফেরত দিয়েছে ওইটার ফান্ড ব্যাক করাইছেন? একটা অনলাইন ফর্মে আবেদন করতে হয়। এর ১৫ দিনের মধ্যে একাউন্টের ব্যালান্সে সেইটা আবার যোগ করে দেয়।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩
মদন বলেছেন: ২মাসের আগে রিটার্ন করা যায় না, ২৫শে ডিসেম্বরের পরে চেক রিফান্ড এর জন্য আবেদন করুম ইনশাআল্লাহ।
১৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৮
ব্রাইটসেন্ট্রাল বলেছেন: আর ইএফটিতে কত ফী কাটলো মোট ? আপনার ফেবু থাকলে আমাকে এড দিয়েন। আমার আইডি ব্রাইট সেন্ট্রাল
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৪
মদন বলেছেন: ইএফটি যে কত কাটলো জানিনা, নেক্সট ব্যাংকে গেলে জানার ট্রাই করবো।
১৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫২
ব্রাইটসেন্ট্রাল বলেছেন: আমি তো আবেদন করেছিলাম ২ মাসের আগেই১২ তারিখে। অরা কইছে ১৫ দিন পরে একাউন্টে যোগ করে দিবে।
১৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৪
ব্রাইটসেন্ট্রাল বলেছেন: নীচের লিংকে গিয়ে চেক স্টপ করার রিকুয়েস্ট করতে হয়। সেটা এখনি করা সম্ভব।
Click This Link
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: Raleigh Storm 1.0 লমু ভাবতাছি