নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

হিসাব২৪ ডট কম : ফ্রী একাউন্টস ম্যানেজমেন্ট সিস্টেম

০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

মাস শেষে যখন টাকায় টান পড়ে যায় তখন নিজের উপর রাগই লাগে যে এতো টাকা কোথায় খরচ করলাম? আমি সব সময়েই আয় অনুযায়ী ব্যয় করারই চেষ্টা করি। বাহুল্য খরচ নেই বললেই চলে। দুইটা জায়গায় আমার খরচ বেশি হয়, বাড়ী ভাড়া এবং যাতায়াত। এই দুই জায়গায় আমি একটু বেশি করচ করি আরামের জন্য। বাকি সকল ক্ষেত্রেই কিছুটা কৃপন গোছের। তবুও যখন মাস শেষে টাকার টানাটানি শুরু হয় তখন বুঝতে পারি না খরচ হলো কোথায়? এমন হলে প্রত্যেকবারই মনে হয় এখন থেকে রেগুলার খরচগুলো লিখে রাখবো, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় খরচ বেশি হচ্ছে। কিন্তু পরে আর শুরু করা হয় না :(



কিছুদিন আগে ফেসবুকে উদ্যোক্তা গ্রুপে দেখলাম একজন একাউন্টস ম্যানেজের জন্য সফটওয়্যার খুজছেন। তখন আমার মনে হলো এমন কিছু করা যায় কি যে আমার সাধারন আয়-ব্যয়গুলো যদি আমরা সহজেই রাখতে পারি? ভাবতে গিয়ে মনে হলো যেটাই করি না কেনো সেটি যদি লোকাল পিসি অপেক্ষা অনলাইন ভিত্তিক হয় তাহলে বেশি সুবিধা। মোবাইল বা কম্পিউটার দিয়ে যে কোনো জায়গা থেকে সহজেই হিসাবগুলো জমা রাখা যেতে পারে। যেমন ভাবা তেমন কাজ। ডোমেইন কিনে কাজ শুরু করে দিয়েছি সাথে সাথেই। ;)



এখন পর্যন্ত যে সুবিধাগুলো রাখার পরিকল্পনা করেছি-



১. নিজের পছন্দমতো খাত(ক্যাটেগরী তৈরী করে আয়ের (ক্রেডিট) হিসাব রাখা

২. একইভাবে নিজের পছন্দমতো খাত(ক্যাটেগরী তৈরী করে ব্যয়ের (ডেবিট) হিসাব রাখা

৩. তারিখ/খাত অনুযায়ী আয়/ব্যয়ের রিপোর্ট দেখা/প্রিন্ট করা/পিডিএফ ডাউনলোড করা।

৪. গ্রাফ চার্টের সুবিধা

৫. মোবাইল ভার্সনে একদম সহজেই আয়/ব্যয় এন্ট্রি করার সুবিধা।



যেভাবে সুবিধাটি পেতে পারেন-

১. সাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। ইমেইল এবং পছন্দমতো পাসওয়ার্ড দিলে একটিভেশন ইমেইল যাবে আপনার ইমেইলে। সেখানে একটিভেশন লিংকে ক্লিক করলেই আপনার একাউন্টটি একটিভ হয়ে যাবে।

২. লগিন করে নিজের প্রোফাইল আপডেট করে নিন, প্রয়োজনীয় আয় এবং ব্যয়ের খাত গুলো এড করে নিন।

৩. এবার হিসাব রাখা শুরু করে দিন।



সর্বোচ্চ ইচ্ছে রয়েছে প্রতি নিয়তই নতুন নতুন সুবিধা এড করার। আপাতত সাইটের ডিজাইনের দিকে সময় না দিয়ে টেকনিক্যাল বিষয়গুলো আগে রেডি করছি। সময় সুযোগমতো ডিজাইনও আপডেট করা হবে। কাজ হওয়া দিয়ে কথা, ডিজাইন দিয়ে কি হবে? ;)



সাইটের ঠিকানা http://www.hishab24.com/

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

ততততততততততততততত বলেছেন: আপনার বুদ্ধি অনেক। তবে এই উদ্দোগে তেমন সারা পাবেন বলে মনে হয়না। কারন আমরা খুব বে-হিসাবি। :(

তবে উদ্দোগ ভাল।

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১:২১

মদন বলেছেন: প্রসংশার জন্য ধন্যবাদ।

ব্যক্তি পর্যায়ে বেহিসেবী হলেও ব্যবসয়াকি জীবনে হিসেব ছাড়া হয় না। অনেকে অনলাইনে নিজের ইনকামের হিসেব রাখতে স্বাচ্ছন্দবোধ না করলেও খরচের হিসেব হয়তো রাখতে চাইবেই।

যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন, নিজেদের আয়-ব্যয়ের হিসেবগুলো সহজে রাখতে চান কিন্তু একাউন্টিং সফটওয়্যার কিনতে আগ্রহী নন, তাদের জন্য আমার এ উদ্যোগ কিছুটা হলেও সাহায্য করবে বলে আশা করছি।

মন্তব্যের জন্য আবারো ধন্যবাদ।

২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩০

মদন বলেছেন: আরো কিছু আপডেট দেয়া হলো।

২| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৩:১০

জাভেদ৫০ বলেছেন: আমি একাউন্ট ওপেন করেছি, ভাল লাগল, আরও কাজ দরকার।

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৬

মদন বলেছেন: আসলে আরও কাজ নয় বলুন প্রচুর কাজ করা দরকার। :)

আমার সমস্যা হলো, কোনকিছু মাথায় ঢুকলে আমি কাজ শুরু করে দিয়ে এরপর চিন্তা শুরু করি :P এখানেও তাই হয়েছে। চালু করলাম। চেষ্টা করছি প্রতি মুহুর্তেই নতুন নতুন ফীচার এড করতে। সবার পরামর্শ পেলে অবর্শই একটি ভালো জিনিস তৈরী হবে ইনশাল্লাহ।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:০১

জাভেদ৫০ বলেছেন: কাজ করে যান, সাথে আছি, ধন্যবাদ

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:১৫

মদন বলেছেন: সাথে আছেন জেনে উৎসাহ পাচ্ছি।

খুব তাড়াহুড়ো করে মোবাইল ভার্সনটাও বানিয়ে ফেললাম। এখন যে কেউ মোবাইল থেকেই ঝটপট লগিন করে রেকর্ড এন্ট্রি করতে পারবে।

মোবাইল ভার্সন http://m.hishab24.com/

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৬

ফয়সল নোই বলেছেন: লেখাটা পড়েই একাউন্ট করে আসলাম। দেখি জীবনে আয় উন্নতি যদি একটু হয় ।

সুন্দর উদ্যোগের জন্য অভিনন্দন।

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৮

মদন বলেছেন: যেনে খুশি হবেন মোবাইল ভার্সনটি সহজতম করার চেষ্টা করা হয়েছে যেন সহজেই লগিন করে ঝটপট হিসেব এন্ট্রি করা যায়। পরে প্রয়োজনে পিসিতে বসে বিস্তারিত দেখা/এডিট করা যায়।

একাউন্ট খোলার জন্য ধন্যবাদ। :)

৫| ০৫ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:২৬

জাভেদ৫০ বলেছেন: মোবাইল ভাসন টা আরও বেশী ইফেটিভ হবে। আপনি যেভাবে একটা পর একটা বানাচ্চেন, মনে হচ্ছে আপনার জন্য এগুলো এক আঙ্গুলের খেল। ভাই আপনার প্রফেশন টা কি জানাবেন।

০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩২

মদন বলেছেন: আমার প্রফেশন হইলো নাই কাজ, তো খই ভাজ :)

মোবাইল ভার্সনের পাশাপাশি একটি ছোটখাটো এন্ড্রয়েড এপস তৈরীর কাজও চলছে। যেনো মোবাইল থেকে সহজেই ব্যবহার করা যায়।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.