![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কার
ঢাকা শহরের বুকে চার চাকার এই ছোট্টবাহনটি যেমন যানজটের অন্যতম কারন তেমনি ক্ষেত্র বিশেষে এই বাহন ছাড়া চলাও দায়।
সময়ের প্রয়োজনে এবং সাধারনের ব্যয়যোগ্য আয়ের পরিমান বেড়ে যাওয়ায় অনেকেই এখন এই চার চাকার বাহনটি কিনতে আগ্রহী। এক সময় ছিলো যখন জাপান থেকে রিকন্ডিশনড কার আমদানী করা হতো। প্রথমত দাম কমের জন্য, দ্বিতীয়ত টেকশইয়ের জন্য। বর্তমান সময়ে পরিবেশ দূষন কমাতে রিকন্ডিশন কার অপেক্ষা নতুন কার আমদানীকেই বেশি প্রাধান্য দেয়া হচ্ছে।
পছন্দের ব্রান্ডের পছন্দের মডেলের গাড়ী কিনতে বিভিন্ন শোরুমে ঘুরাঘুরি খুব আরামদায়ক কাজ তো নয়ই, সময়েরও অপচয় বটে। যদি ঘরে বসেই প্রাথমিক সিলেকশনটা সেরে ফেলতে পারেন তাহলে কোন দু:খে এতো ঘুরোঘুরি।
কার এর উপরে একটি ওয়েব সাইট হলো http://www.carbd.biz/
নতুন/রিকন্ডিশন কারের তথ্য যেমন এখানে রয়েছে, তেমনি রয়েছে দেশের বিভিন্ন কার শোরুম/ডিলারের ঠিকানা। আজ গাড়ী না কিনেন কিন্তু গাড়ী দেখতে তো সমস্যা নেই http://www.carbd.biz/
বিদ্র: ওয়েব সাইটটি একেবারেই শুরুর পর্যায়ে রয়েছে। প্রতিদিনই নতুন নতুন গাড়ীর তথ্য সংযোজন করা হচ্ছে। সুচিন্তিত মতামত কাম্য।
http://www.carbd.biz/
২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৬
মদন বলেছেন: কি কন? পাওয়া যাবে না কেনো?
অবশ্যই পুরাতন, কিন্তু পাওয়া যায়। কিছুদিন আগে আমার পরিচিত একজন একটি সুজুকি মারুতি কিনলো ২ লাখে। আগের জন সিংগেল হাতে ইউজ করেছে। গাড়ী অনেক যত্নে ছিলো। আমার পরিচিত যে কিনেছে সেও অনেক যত্নে রাখে। গাড়ীর রং এবং ইন্জিন সবই ফিটফাট।
দেড় লাখে বেচলে আমি কিনুম, বুকিং দিয়া রাখছি
২| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪০
ঢাকাবাসী বলেছেন: ভাইসব সামর্থ থাকলে ওসব গাড়ী কেনা এভয়েড করেন। সিন্দবাদের দৈত্যের মত কাঁধে চেপে বসে জান কয়লা করে দেবে। এর চাইতে না থাকা ভাল। কিনলে ১২- ১৪ লাখ এর মধ্যে ২৩- ২৭ সিরিয়ালের টয়োটাই কিনবেন। পার্টস পাবেন রিসেল ভ্যালু আছে। বাংলাদেশে গাড়ী মানেই টয়োটা আর মোটর সাইকেল মানেই হোন্ডা!
২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
মদন বলেছেন: সাধ আর সাধ্য বলে দুটি আলাদা শব্দ আছে
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৬
ভিটামিন সি বলেছেন: দেখতাছি। ভাই, ২/৩ লাখ টাকায় কোন কার পাওন যায় না? পাইলে একটা কিন্তাম। কথা দিতাছি ওইটা নিয়া জীবনেও ঢাকা যামু না।