নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

Small Office Home Office (SOHO)

২৫ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

এককভাবে বা ছোটআকারে কয়েকজন মিলে অনেকেই কাজ করতে চান। অনলাইন ভিত্তিক এধরনের কাজগুলোকে আমি নীচের বিভাগে সাজানোর চেষ্টা করেছি। বিভাগগুলোর সুবিধা-অসুবিধাগুলো সংক্ষেপে দেবার চেষ্টা করেছি। জিনিসটি আরেকটু সুন্দর করতে পরামর্শ কাম্য।





ফ্রী ল্যান্সিং



রেগুলার কাজ: যেমন কোনো ওয়েবসাইটের আপডেট করা।

সুবিধা: নিশ্চিত মাসিক আয়। কাজের নির্দিষ্ট সময় নেই, তাই নিজের সুবিধামতো সময়ে কাজ করা যায়।

অসুবিধা: কাজের নির্দিষ্ট সময় নেই, তাই ২৪ ঘন্টাই প্রেশারে থাকতে হয়। পেমেন্টের পরিমান কিছুটা কম।



প্রজেক্টের কাজ: যেমন লিংক বিল্ডিং, ফোরাম পোস্টিং, এসইও ইত্যাদি।

সুবিধা: নিজের সুবিধামতো কাজ করা যায়। পেমেন্ট বেশি।

অসুবিধা: সব সময় কাজের নিশ্চয়তা নেই। নির্দিষ্ট টাইমে কাজ ডেলিভারী দিতে হয় তাই কাজ এবং সময়ের প্রেশারে থাকতে হয়।



বিজনেস



সার্ভিস ভিত্তিক: যেমন বিডিজবস, দেশিওয়ার্কার, সামহোয়্যারইন

সুবিধা: সার্ভিস তৈরী হয়ে গেলে পরবর্তিতে আপডেট করা ছাড়া তেমন কাজ নেই। নিজেও করা যায় আবার কর্মী নিয়োগ দিয়েও করা যায়।

অসুবিধা: সার্ভিসটি জনপ্রিয় হওয়ার আগে ইনকামের কোনো সুযোগ নেই। নতুন আপডেট ছাড়া টিকে থাকা সম্ভব না।



প্রোডাক্ট ভিত্তিক: যেমন ওয়েব ডেভেলপমেন্ট, এপস ডেভেলপমেন্ট

সুবিধা: চেষ্টা করলে সহজে কাজ পাওয়া যায় এবং ভালো পেমেন্টের নিশ্চয়তা।

অসুবিধা: কাজের নিশ্চয়তা কম। অফিস সেটাপ এর খরচ রয়েছে যেমন- কম্পিউটার, টেবিল চেয়ার, রুম ভাড়া ইত্যাদি। একটি নির্দিষ্ট মাসিক খরচ রয়েছে। প্রায় প্রতিটি কাজই কাস্টোমাইজ বলে কাজে সময় এবং পরিশ্রম রয়েছে।





মার্কেটিং

ইমেইল মার্কেটিং: যেমন এফিলিয়েট মার্কেটিং

সুবিধা: ইমেইলের মাধ্যমে করা যায় বলে মার্কেটিং সহজ এবং বেশি কাজে বেশি পেমেন্ট পাওয়ার সুযোগ থাকে। কাজের সুযোগ অনেক বেশি।

অসুবিধা: অনেক ইমেইল এড্রেস থাকতে হয়। দেশ ভিত্তিক, প্রয়োজন ভিত্তিক আলাদা আলাদা ইমেইল লাগে বলে বিষয়টি কষ্টকর হয়ে ওঠে। টীম ছাড়া একা কাজ করা অনেক কঠিন।



ওয়েব মার্কেটিং: যেমন গুগল এডসেন্স

সুবিধা: ইনকাম এবং পাওনা টাকা নিয়ে তেমন ঝামেলা নেই। ইনকামের পরিমান তুলনামূলক কম।

অসুবিধা: জনপ্রিয় ওয়েবসাইট ছাড়া আয়ের সুযোগ নেই। একটি ওয়েব সাইট জনপ্রিয় করতে অনেক সময় দিতে হয়।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৫

শাহ আজিজ বলেছেন: ফ্রী ল্যান্সিং এ আরও অপশন আছে ,ওগুলো বিস্তারিত তথ্যাকারে দিলে ভালো হয় ।।

২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৭

মদন বলেছেন: ২/১টি যদি উদাহরন দিয়ে বলতেন তাহলে হয়তো সবারই সুবিধা হতো।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২

ফজলুল করিম বলেছেন: ফ্রী ল্যান্সিং

রেগুলার কাজ: যেমন কোনো ওয়েবসাইটের আপডেট করা।

প্রজেক্টের কাজ: যেমন লিংক বিল্ডিং, ফোরাম পোস্টিং, এসইও ইত্যাদি।

+++

মার্কেটিং
ইমেইল মার্কেটিং: যেমন এফিলিয়েট মার্কেটিং
ওয়েব মার্কেটিং: যেমন গুগল এডসেন্স



@@
উপরোক্ত আন্ডারলাইন কাজগুলো কি আরেকটু বিস্তারিত বলা যায়?
উদাহারণ সহ B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.