নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

মন্ত্রীরা পদত্যাগের ইচ্ছা পোষন করেছেন: প্রধানমন্ত্রী

১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মন্ত্রীরা পদত্যাগের অভিপ্রায় ব্যক্ত করেছেন। তাই রাষ্ট্রপতি পদত্যাগ পত্র গ্রহণ না করা পর্যন্ত মন্ত্রীরা স্বপদে বহাল থাকবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন কে কে মন্ত্রিসভায় থাকবেন। এ নিয়ে যারা মন্তব্য করছেন তারা সংবিধান পড়ে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।



মাননীয় প্রধানমন্ত্রী,

আপনার মতো আমরা অতো উচ্চ শিক্ষিত না হলেও বাংলা পড়তে পারি এবং তা বুঝতে পারি। সংবিধান বুঝার জন্য অনেক ডিগ্রীর প্রয়োজন নেই। দয়া করে আমাদের সংবিধান শিখাতে আইসেন না।




মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৯

এ্যাডভোকেট ইয়াসিন বলেছেন: তিনি বিষয়টির ব্যাখ্যা কি দেন জানা প্রয়োজন।

২| ১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪০

অ্যানোনিমাস বলেছেন: B-))

৩| ১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫২

তিক্তভাষী বলেছেন: দেখলাম পত্রিকাওয়ালারা খবরটি প্রথম পাতায় ছেপেছে। এতোদিনেও ওরা কিছু শিখলোনা! বিনোদন পাতার আইটেম প্রথম পাতায় ছাপলো!!! :P

১৪ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৬

মদন বলেছেন: :)

৪| ১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৭

মাইন রানা বলেছেন: পদত্যাগের অভিপ্রায় ব্যক্ত করেছেন এবং পদত্যাগপত্র জমা দিয়েছেন। সুতরাং তারা পদত্যাগ করেই ফেলেছেন।

৫| ১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৫

মেমননীয় বলেছেন: আবার তারিখ ছাড়া পদত্যাগপত্রের কথা বলেছে কেউ কেউ।
এখানে তারিখের প্রয়োজন আছে বলে আমি মনে করিরা।
কারন, রাষ্ট্রের মালিক ১৬ কোটি জনগন দেখেছে কবে তারা পদত্যাগ করেছে।

৬| ১৪ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৬

ভোরের সূর্য বলেছেন: রাষ্ট্রপতি স্বাক্ষর না করা পর্যন্ত স্বপদে থাকবেন মন্ত্রীরা: প্রধানমন্ত্রী ৫৮। (১) প্রধানমন্ত্রী ব্যতীত অন্য কোন মন্ত্রীর পদ শূন্য হইবে, যদি- (ক) তিনি রাষ্ট্রপতির নিকট পেশ করিবার জন্য প্রধানমন্ত্রীর নিকট পদত্যাগপত্র প্রদান করেন: বাংলাদেশ সংবিধান। খুব স্পষ্ট করে বিধান টা লেখা আছে।এখানে কোন কিছু ব্যাখ্যা করার কিছু নাই।এর চেয়ে স্পষ্ট আর কিছু হয় না। কোথাও লেখা নাই যে রাষ্ট্রপতি স্বাক্ষর না করা পর্যন্ত স্বপদে থাকবেন মন্ত্রীরা।কিন্তু আপনি এটা কিভাবে বল্লেন?নাকি সংবিধান না পড়েই আপনি এসব বলছেন?কিন্তু দেশের প্রধানমন্ত্রী যদি সংবিধান না পড়ে কিছু মন্তব্য করেন তাহলে সেটা অবশ্যই অপরাধ।আপনি জাতি কে বিভ্রান্ত করছেন এবং ভুল ব্যাখ্যা করছেন এটা চরম একটা অনৈতিক একটা কাজ।এটা রাষ্ট্রদ্রোহের শামিল।এবং জাতির সাথে প্রতারণা করা। বাংলাদেশে কি মিনিমান আইন বলে কিছু নাই? ঘোষনা দিয়ে ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সামনে পদত্যাগপত্র জমা দিয়ে এখন সেটা মিথ্যাচার করা হচ্ছে। এর জবাব একদিন আপনাকে এবং আপনার সরকার কে বাংলাদেশের জনগণ অবশ্যই দিবে

৭| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫০

ঈশান মাহমুদ বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী নিজের ইচ্ছা মতো বানিয়ে নেয়া সংবিধান নিজেইতো মানছেন না, অন্যরা মানবে কিভাবে ? ক্ষমতার লিপ্সা আর কাকে বলে !

৮| ১৫ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:৪৩

খালিদ মুহাম্মদ ইফতেখার আবেদীন বলেছেন: অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে সংবিধান থেকে এক চুল না সরার ঘোষনা দিয়ে এখন শেখ হাসিনাই সংবিধানের কবর খুড়ছেন । দেশ চলছে এক ব্যক্তির খেয়াল খুশি মতো । সংবিধান থেকে বিচার বিভাগ, পুলিশ, প্রশাসন সব কিছু শেখ হাসিনার নিয়ন্ত্রণে রেখে কিভাবে্ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য করা সম্ভব ?

৯| ১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪২

ইমরান ভাই ১ বলেছেন: হাসু বুবু বলেছেন,
ইদানিং সংবিধান বিশেষ অজ্ঞ বেরে গেছে। =p~ =p~ =p~

১৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮

মদন বলেছেন: :)

১০| ১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন:
আমরা যু খুশি তাই বলি
আমরা যা খূশি তাই করি

নইলে মোরা হাম্বালীগার হলাম কি কত্তে!!!!!!! =p~ =p~ =p~ =p~

১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২২

মদন বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.