নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

গুগল এডসেন্স এর কিছু টেকনিক

১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৩

নভেম্বর থেকে হঠাত করেই দেখি গুগল থেকে আসা ইনকাম বেশ খানিকটা কম। স্ট্যাটস চেক করে দেখি ভিজিটরও অনেক কম। মন+পকেট দুটোই খারাপ। কেমনে কি হইলো? ঘাটাঘাটি করে কিছু তথ্য পেলাম+নিজের অভিজ্ঞতা থেকে কিছু শেয়ার করলাম। এই লেখাটি যতটা না অন্যের জন্য, তার থেকে আমার নিজের জন্যই বেশি।



টার্গেট এডসেন্স নয়, ভিজিটর

ওয়েব সাইট এডসেন্সকে টার্গেট করে নয়, বানাতে হবে ভিজিটরকে টার্গেট করে। ভিজিটরদের সেবা দিন, গুগল থেকে ইনকাম হবেই।



প্রথম কথাই হলো কোয়ালিটি

যে বিষয়ের সাইটই বানান না কেনো, মান নিয়ে কম্প্রোমাইজ করা যাবে না।



সাইট রেগুলার আপডেট করুন

আপনার সাইট রেগুলার আপডেট করুন। নতুন কন্টেন্ট এড করুন। এতে নতুন ভিজিটর আসবে। সাইটের হিট বাড়বে।



একটি নয় একাধিক সাইট

একটি সাইট অনেক যত্ন নিয়ে করে তাতে ভিজিটর আনা যায়, মেইনটেইন করাও সহজ কিন্তু মাঝে মাঝে গুগুল এসইও এলগরিদম চেন্জ হলে বা যে কারনেও হোক আয় কমে গেলে একটি সাইট হলে তা মেনে নেয়া কষ্টকর, একাধিক সাইট হলে কম কম করে হলেও ইনকাম আসতেই থাকবে। কাজেই সুপার কুয়ালিটির একটি সাইট অপেক্ষা ভালো কুয়ালিটির কয়েকটি সাইট সুবিধাজনক।



এক বিষয়ে একটি ওয়েব সাইট

একটি ওয়েবসাইটে বিভিন্ন বিষয় যুক্ত না করে করে একটি ওয়েবসাইট এক বিষয়ে করাই ভালো। এতে কন্টেন্ট ডেভেলপন্ট, মেইনটেইন করা সহজ।



যে বিষয়ে আপনার আগ্রহ, সেই বিষয়েই ওয়েবসাইট তৈরী করুন

আপনার ভালো লাগে অংক করতে আর আপনি যদি যান ডাক্তারি পড়তে তাহলে আপনার যে অবস্থা হবে, নিজের পছন্দের বাইরে ওয়েবসাইট বানাতে গেলেও সেই অবস্থা হবে। আপনি যে সকল বিষয়ে আগ্রহ পান সে সকল বিষয়ে ওয়েব সাইট তৈরী করুন। তাহলে সাইট আপডেট এ আপনি তৃপ্তি পাবেন। সাইটের পেছনে সময় দিতে আপনার ভালো লাগবে।



নতুন সাইটে বিজ্ঞাপন নয়

এই ভুল আমিও করেছি। সাইট চালুর প্রথম দিন থেকেই গুগল এড লাগিয়ে দিয়েছি। পরে ধরা খেয়েছি। সাইট তৈরী করুন, অন্তত শত খানেক কন্টেন্ট এড করুন, ভিজিটর আসুক এর পরে গুগল এড লাগান। আখেরে ভালো হবে।



ছবির সাথে মিলিয়ে বিজ্ঞাপন নয়

চালাকি যার সাথেই করেন, গুগল বাদ দিয়ে। ছবির সাথে মিলিয়ে ছবির পাশেই এড শো করাবেন না। এতে সাধারন ভিজিটর ভুল করে এড এ ক্লিক দিতে পারে। ভাবছেন ক্লিক দিলেইতো ভালো? জ্বি না জনাব, ক্লিক দিলেই ধরা, গুগল বাইচান্স ক্লিক বড়ই অপছন্দ করে। যতটুকু সম্ভব বিজ্ঞাপনকে আলাদা ভাবে শো করান।



এফিলিয়েট সাইটে বিজ্ঞাপন নয়

এফিলিয়েট মার্কেটিং এর সাথে জড়িত সাইটে গুগল এর এড দিতে যাবেন না।



বিজ্ঞাপনের সাইজ

বড় সাইজের বিজ্ঞাপনে বেশি ক্লিক পড়ে। এটি আমার ক্ষেত্রে হয়। অন্যের কি হয় জানিনা। নিচের সাইজ গুলো আমি প্রেফার করি-

৩৩৬*২৮০

৭২৮*৯০

১৬০*৬০০





নতুন গুগল এলগরিদমের নিয়ে নো চিন্তা

গুগল প্রতি নিয়তই তার এসইও এলগরিদম চেন্জ করে। প্রথমত সার্চ রেজাল্টকে আরো সুন্দর করার জন্য, দ্বিতীয়ত স্পামারদের ঠেকানোর জন্য। কাজেই এলগরিদম চেন্জ হলে সাময়িকভাবে আপনার সাইটের ভিজিটর কমে যেতে পারে এবং ভিজিটর কমে গেলে ইনকাম কমবেই। তাহলে উপায়? উপায় হলো গুগল এলগরিদমের পিছনে আপনার না দৌড়ালেও চলবে। আপনি সাইটের কন্টেন্ট এবং কুয়ালিটি ঠিক রাখুন, গুগল আপনাকে ঠিক রাখবে।



(বি:দ্র: গুগল এর নতুন এসইও এলগরিদম (হামিং বার্ড) এর ঠোক্করে আমি কাইত হয়ে গেছিলাম। এখন আবার একটু একটু করে ঠিক হচ্ছে আলহামদুলিল্লাহ। হামিং বার্ডের মুল লজিক হলো গুগল এখন থেকে বিশেষ কোন একটি ওয়ার্ড বা বাক্যে মনযোগ দিবে না। সে পুরো কন্টেন্ট এর উপরেই মনযোগ দিবে। কাজেই এসইও তে হেড ট্যাগ/টাইটেলে এ কী ওয়ার্ড বসিয়ে কেল্লা ফতে হবার দিন শেষ :) )

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩

নিঝুম দ্বীপ বলেছেন: আমারত এত ওয়টে করতে মন চায়না। সাই বানয়ে আগে এ্যাড লাগাই :)

১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩

মদন বলেছেন:
সবুরে মেওয়া ফলে
(বেশি সবুরে মেওয়া পচে ;) )

২| ১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৪

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: তার মানে কি এসইওর দিনও শেষ?
তাইতো মনে হচ্ছে। এসইওর মানে যদি হয় কন্টেন্ট বিল্ডিং, তাহলে আর এসইও রইল কই?

সুন্দর পোস্ট শোকেসায়িত।

১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪২

মদন বলেছেন: তাই কি আর হয়? তবে কুয়ালিটি কন্টেন্ট এর চাহিদা আগেও ছিলো, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে।

৩| ১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০০

রুপম হাছান বলেছেন: আলহামদুলিল্লাহ্ । আমার খুব দুচিন্তা হচ্ছিল, না জানি আমি কি সব করে রেখেছি আমার সাইটটিতে। তবে এখন আশা করতে পারি যে সকলের হিট পাবো।

আপনাকে ধন্যবাদ, এডসেন্স এর ব্যাপারে আপনার মূল্যবান তথ্য সকলের নিকট উপস্থাপন করার জন্য। এতে করে কেউ উপকৃত হোক আর নাই হোক অন্তত আমি উপকৃত হয়েছি বলে মনে করি।

কারণ এতদিন আমি জানতাম বিভিন্ন বিজ্ঞাপন গুলোতে ক্লিক করলেই কেবল আয় বাড়ানো সম্ভব কিন্তু আজকে জানলাম তার উল্টোটা। যাই হোক এখন থেকে তা কাজে লাগিয়ে দেখি আয় বাড়ানো সম্ভব কিনা!

জনাব আপনাকে আবারো ধন্যবাদ। আরো বেশি কিছু আপনার জানা থাকলে মেহেরবাণী করে আমাকে একটু সাপোর্ট দিবেন বলে আশা করি।

আমার মেইল এড্রেস : [email protected]

১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

মদন বলেছেন: জেনে ভালো লাগলো।

৪| ১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

নীলতিমি বলেছেন: ধন্যবাদ। চমৎকার সব টিপস দিয়েছেন :)

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৮

মদন বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১০

মোশতাক বলেছেন: পড়ে সত্যই উপকৃত হলাম। অনেক কিছুই অজানা ছিল।
লেখককে ধন্যবাদ।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৫

মদন বলেছেন: আপনার কাজে লেগেছে জেনে ভালো লাগছে।
আপনাকেও ধন্যবাদ।

৬| ১৫ ই জুন, ২০১৭ রাত ১১:৩৮

ওপেন বাংলা বলেছেন: খুব সুন্দর লেখা গুগোল সার্চ করে পেলাম ১৩ সালের পোস্ট এখনো কাজে লাগছে ধন্যবাদ
আমি আডসেন্স সেল করি আমার ফেসবুক আইডি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.