![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটবেলায় আমাদের একটি সাইকেল ছিলো। কি ব্রান্ডের মনে নেই, রেলী বা এই টাইপ কিছু। সম্ভবত ৪-৫ বছর বয়সে সাইকেল চালানো শিখি। কিছুদিন পরে আব্বা একটি ইয়ামাহা মোটরসাইকেল কিনেন। এরপর সাইকেলটি পুরোদমে আমার দখলে চলে আসে। সাইকেল প্রেম মনে হয় প্রতিটি ছেলেরই রয়েছে।
যানজট এড়াতে বা সুস্বাস্থ্যের আশায় আজকাল অনেকেই সাইকেল চালাচ্ছেন। বাংলাদেশে বিশেষকরে ঢাকায় সাইকেলের বিপ্লব ঘটে যাচ্ছে। হাজার হাজার লোক সাইকেল কিনছে, সাইকেল নিয়ে গ্রুপ তৈরী হচ্ছে। প্রতিদিন বা প্রায় দিন সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছে ঘুরতে। মেয়েদের মধ্যেও ব্যপক আগ্রহ তৈরী হয়েছে। তরুনদের মাঝে সাইকেলকে জনপ্রিয় করতে একদম শুরু থেকেই সুপারগ্লু আঠার মতো লেগে আছে বিডি সাইক্লিস্ট। এছাড়াও সাইকেলের বিভিন্ন গ্রুপতো রয়েছেই। কিছু গ্রুপের পরিচিতি http://www.bicyclebd.com/page/bdcyclists-club/
ঢাকা বাদে অন্যান্য জেলাশহরগুলোতে সাইকেলের ভালো ব্রান্ডগুলো খুব একটা পাওয়া যায় না। তবে ঢাকার পরেই চিটাগাং এ অনেক সাইকেলের দোকান রয়েছে। সাইকেলের দোকানের তালিকা পেতে http://www.bicyclebd.com/page/bicycle-stores/
বাংলাদেশের গ্রামাঞ্চলে একটা সময় দামী সাইকেল বলতেই ছিলো চায়না ফনিক্স(ফিনিক্স)। কিন্তু বর্তমান সময়ে তরুনদের কাছে রয়েছে অনেকে জনপ্রিয় ব্রান্ড যেমন মেরিন্ডা, কেলিস, প্রিন্স, ট্রেক, কোর, আপল্যান্ড ইত্যাদি। এসকল ব্রান্ডের সাইকেলের দাম ৭ হাজার থেকে শুরু করে ২ লক্ষ পর্যন্ত। http://www.bicyclebd.com/
সাইকেল কেনার পরে সাইকেলের নিরাপত্তার কথা ভাবতে হয় সবার আগে, তাই একটি ভালো লক কেনা উচিত। এছাড়াও সাইকেলের আনুসাংগিক অনেক কিছুই পাওয়া যায় যে গুলো বেশ কাজের যেমন মিটার(কম্পিউটার নামে পরিচিত), সামনে-পেছনের লাইট, স্ট্যান্ড ইত্যাদি।
২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২
মদন বলেছেন:
২| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দেখি সামনে একটা সাইকেল কেনার ইচ্ছে আছে। ১৫-২০ হাজারের মধ্যে আশা করি ভালো সাইকেল পাওয়া যাবে। আপনার মতামত কি?
২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
মদন বলেছেন: ১৫-২০ হাজারের মধ্যে চমতকার সাইকেল পাবেন।
২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
মদন বলেছেন: ১৫-২০ হাজারের মধ্যের সাইকেলগুলো Click This Link
৩| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৩
ঢাকাবাসী বলেছেন: এগুলো একাডেমিক আলোচনায় ভালই তবে বাস্তবে নয়! ঢাকা শহরে সাইকেল চালানো ভয়ানক বিপদ্জনক চিন্তা! কখন আল্লাহ কা পেয়ারা হয়ে যাবেন টেরটিও পাবেননা! গরু ছাগল চেনে এমন লাইসেন্স বিহীন ড্রাইভার আপনার পৈতৃক প্রানটি নিয়ে হাসতে হাসতে কেটে পড়বে!
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫১
মদন বলেছেন: ভাইজান মনে হয় নামেই ঢাকাবাসী, আসলে পরবাসী
ঢাকাতে সাইকেল চালকের সংখ্যা লক্ষাধিক এবং প্রতিদিন এ সংখ্যা বেড়েই চলেছে। তরুনদের কাছে এখন অন্যতম বাহন হিসেবে ইতমধ্যেই এটি সমাদৃত হয়েছে।
৪| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: সাইকেলের জনপ্রিয়তা বিদেশেও বাড়ছে। এখানে আপনে সাইকেল ভাড়া করে চালাতে পারবেন। যেমন ধরেন আপনার ২/৩ ঘন্টার জন্য সাইকেল দরকার। আপনে ২/৩ ঘন্টার জন্য ভাড়া করতে পারবেন।
সাইকেল পরিবেশের জনয় যেমন ভালো তেমনো শরীরের জন্যও ভালো
২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫
মদন বলেছেন: আশা করি একটা সময় ভাড়াতেও সাইকেল পাওয়া যাবে।
৫| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৫
শাহরিয়ার খান রোজেন বলেছেন: কতদিন বাই সাইকেল চালাই না।
৬| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১:১০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ছোট বেলায় আমাদের এলাকায় ভাড়ায় সাইকেল পাওয়া যেত।
আর "ঢাকা সাইক্লিং ক্লাব" নামে ক্লাবটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আমার জানা মতে এটি বাংলাদেশের প্রথম সাইক্লিং ক্লাব।
২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৮
মদন বলেছেন: নতুন একটি তথ্য জানা হলো
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৯
আহলান বলেছেন: ঠিকই বলছেন ... সারাদিন সাইকেলের উপরেই থাকতাম .... ক্লাস সেভেন এ উঠলে একটা লার টুকটুকে হিরো হ্যানসা সাইকেল বাবা কিনে দিয়েছিলো। বড় ভাই বংশাল থেকে সেটা চালিয়ে নিয়ে এসেছিলো বাসা অব্দি । এর পরে আর কেউ সেটাতে চড়ার সুযোগ পায় নাই ....
। স্কুল কলেজ খেলার মাঠ, বাজার ঘাট সর্বত্রই নিজের এবং অন্যের প্রয়োজনে সাইকেল ছুটিয়ে চলে গেছি .... আহহ কি যে সেই দিন গুলো। এখন অবশ্য ফ্যাশান করে সাইকেল চালানো হয়। আগে এমন আদিখ্যেতা দেখানোর প্রচলন ছিলো না। প্রয়োজন অনুসারে সাইকেল চালানো হতো।