নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল বাংলার নতুন উপহার, নির্বাচন ছাড়াই গনতান্ত্রিক সরকার

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

প্রধানমন্ত্রী বলেছেন, ‘সর্বদলীয় সরকারে যাঁরা যোগ দিয়েছেন, তাঁদের সঙ্গে সমঝোতা করে প্রার্থিতা প্রত্যাহার করেছি।’ সমঝোতার সূত্র এবং অন্যান্য আসনের ফলাফলের ইঙ্গিত প্রধানমন্ত্রীর এই কথায়ই রয়েছে, ‘যেখানে যেখানে প্রার্থী আছে, সেখানে একটা পার্সেন্টেজ ধরেছি যে এখানে এত পার্সেন্ট সমঝোতা করে ছেড়ে দেব।’ শুধু তা-ই নয়, প্রধান বিরোধী দলের ব্যাপারেও তাঁর বক্তব্য স্পষ্ট, ‘যদি বিএনপি আমাদের সঙ্গে সর্বদলীয় সরকারে আসত, তাদের সঙ্গেও আমরা একই প্রক্রিয়া করতাম’ (আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রীর বক্তৃতা, ১৪ ডিসেম্বর ২০১৩)।



অনুমান করতে অসুবিধা হয় না যে প্রধানমন্ত্রীর প্রস্তাবিত এই ধরনের ‘প্রক্রিয়া’য় বিএনপিকে নিশ্চয় সংখ্যাগরিষ্ঠ আসন বা দুই-তৃতীয়াংশ আসন দেওয়া হতো না। বিতর্কের খাতিরে যদি আমরা ধরেও নিই যে প্রধানমন্ত্রী এই প্রক্রিয়ায় বিএনপিকে সব কটি আসনই দিয়ে দিতেন, তাহলে নির্বাচনের প্রয়োজন কি অবসিত হয় না? প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ঐকমত্যের মাধ্যমে বিএনপি যদি একটি আসনও লাভ করত, প্রধানমন্ত্রী যদি তাদের একটি আসনও দিয়ে দেন, সেই আসনের ভোটারদের নাগরিক অধিকারের প্রশ্নটি সেখানে কোথায় থাকছে?

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

সাইবার অভিযত্রী বলেছেন: ডিজিটাল বাংলার নতুন উপহার, নির্বাচন ছাড়াই গনতান্ত্রিক সরকার

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

ভোরের সূর্য বলেছেন: প্রতিটি এলাকার নাগরিকরা ভোট দিয়ে সংসদে তাদের প্রতিনিধি করে পাঠায় কিন্তু এখানেতো সেটা হচ্ছে না। জনগনতো ভোট দিয়ে তাদের সাংসদ নির্বাচিত করছে না তাহলে কিভাবে তারা জনগনের ম্যান্ডেট ছাড়া সংসদে যায়? ১৫৪টি আসনেতো জনগনের ইচ্ছের প্রতিফলিত হয়নি। খুবই হাস্যকর।জনগনের সাথে তামাশা আর জনগনের অধিকার নিয়ে প্রতারণা।

যেখানে অধিকাংশ সংসদ সদস্য বিনা ভোটে নির্বাচিত হলেন সেটাকে কি গনতান্ত্রিক নির্বাচন বলা যায়? বা এই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার কে গনতান্ত্রিক সরকার বলা যায়?

আমরা সাধারণ পাবলিক কি তামাশার পাত্র?আমাদের ভোটাধিকার হরণ করার অধিকার কে দিল শেখ হাসিনাকে?কি ধরনের ফাযলামি এটা?আমি ভোটই দিলাম না অথচ ইলেকশন হয়ে গেল,এমপি নির্বাচিত হয়ে গেল!!!! এটা কি মগের মুল্লুক নাকি হাসিনার মুল্লুক? আমরাতো আমজনতা তাদের নির্বাচিত করেনি তাহলে কিভাবে তারা আমার প্রতিনিধিত্ব করবে সংসদে!!!!

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

সালটু বলেছেন: "আমার ভোট আমিই দিব, কিন্তু সুযোগ পেলে তবেই না দিব।"- কালেক্টেড

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

মদন বলেছেন: ডিজিটাল গনতন্ত্রে ভোট দেওন লাগে না। সরকার জানেই আপনে সরকাররে ভোট দিবেন ;)

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৫

সালটু বলেছেন: হু, উনি তো কইসেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করবেন, ওইটা একটু কারেক্ট করতে হইব, জনগন মানে " আওয়ামীলীগ" আর অধিকার সেন্সর হইব।।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৮

মদন বলেছেন: =p~

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৭

মতিউর রহমান মিঠু বলেছেন: জনগনের ম্যান্ডেট মানে কি? ১৫৪ জন এমপি হয়ে গেছে তাতে জনগণের আংশগ্রহন তো ছিলো 0% তাহলে জনগনের ম্যান্ডেট শব্দটা ব্যবহার করা হচ্ছে কেনো?? বলতে পারে BAL এর ম্যান্ডেট, কারন BAL এটা অনুমোদন দিছে জনগন না।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৩

মদন বলেছেন: =p~

৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৬

প্রবাসী পাঠক বলেছেন: আজ পর্যন্ত কোন নির্বাচিত সরকারই কি গণতান্ত্রিক আচরণ করেছে? তাই শুধু শুধু নির্বাচনের আনুষ্ঠানিকতার কিইবা প্রয়োজন আছে। আমরা শুধু নেগেটিভ দিকটা নিয়েই আলোচনা করছি কিন্তু পজিটিভ দিকগুলো এড়িয়ে যাচ্ছি। নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার যেহেতু গণতান্ত্রিক সরকার হচ্ছে না । সেখানে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দেয়ার অর্থ কি?
তাই আমি বর্তমান সরকারকে বরং ধন্যবাদ জানাচ্ছি তারা অন্তত মানুষকে কষ্ট করে ভোট দেয়ায় কষ্ট থেকে পরিত্রাণ দিয়েছে।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫

মদন বলেছেন: ১০০০০০০০০০০% একমত =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.