নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

কৌশল

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:১১

একবার এক বিজ্ঞ ব্যক্তি তাহার শিষ্যদের বলিলেন, এই নাও কাঁচামরিচ। একটা বিড়ালের দিকে আঙ্গুল দেখাইয়া বলিলেন, বিড়ালটিকে কাঁচা মরিচ খাওয়াইতে হইবে।



প্রথম শিষ্য বিড়ালকে ধরিয়া তাহার মুখে কাঁচা মরিচ ঠেসিয়া দিতে লাগিল। সে ব্যর্থ হইলো, বিড়ালের নখের আঘাতে কিছু আহতও হইলো।



পরের শিষ্য এক বাটি দুধ আনিয়া তাহাতে মরিচ মিশাইয়া দিল। বিড়াল আসিয়া গন্ধ শুঁকিয়া চলিয়া গেল।



এইভাবে প্রত্যেকেই চেষ্টা করিয়া ব্যর্থ হইলো।



শেষে বিজ্ঞ ব্যক্তি বলিলেন, আমাকে দাও। তিনি একটি মরিচ নিয়া বিড়ালের পশ্চাৎদেশে ঘষিয়া দিলেন। সকলে অবাক হইয়া দেখিল, বিড়াল নিজের পশ্চাৎদেশের মরিচ স্বেচ্ছায় চাটিয়া খাইতেছে।







..........................................................................

পাকিস্তানীরা আমাদের জোর করিয়া উর্দু খাওয়াইতে চাহিয়াছিল। ব্যর্থ হইয়াছে।

ভারতীয়রা আমাদের পশ্চাৎদেশে হিন্দি ডলিয়া দিয়াছে। জ্বলিতেছে বটে, কিন্তু আনন্দে নাচিতেও হইতেছে।



মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫৮

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: ???

১৪ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

মদন বলেছেন: ???

২| ১৪ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

ঢাকাবাসী বলেছেন: মন্তব্য করতে পারছিনা, ভয়ে! সব নাকি নোট হয়!

১৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪৮

মদন বলেছেন: :(

৩| ৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১২

হতাশ নািবক বলেছেন: @ঢাকাবাসী : মনে সৎ সাহস থাকলে মন্তব্য করতে ভয় কি ? কিন্তু মনে দুরভিসন্ধি থাকলে মন্তব্য করা অবশ্য বেশ ঝুকিপুর্ন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.