![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গরমের পরিমান এবং পরিনাম ব্যাখ্যা করার দরকার নাই। ফ্যানের বাতাসও গায়ে লাগলে তাপে জ্বলে যাচ্ছে। রাস্তায় বের হবার তো উপায় ই নাই।
যাদের সাধ্য আছে তারা এসি ব্যবহার করছেন। যদিও বিদ্যুত বিভ্রাট কিছুটা ভোগাচ্ছে। আর যাদের এসি কেনার সামর্থ্য নেই বা কিনতে চান না তারা এসি এবং ফ্যান এ দুটির মাঝামাঝি জিনিস এয়ার কুলারের কথা ভাবেন বা ভাবতে পারেন।
এয়ার কুলার কি?
সহজ কথায় খুবই উন্নতমানের ফ্যান এবং কোনোমতেই এসির বিকল্প নয়। এয়ারকুলার মুলত তার ট্যাংকে রক্ষিত ঠান্ডা পানি এবং ফ্যানের সমন্বয়ে ঠান্ডা বাতাস তৈরী করে যা একটি ঘরের তাপমাত্রা কিছুটা হলেও কমিয়ে আনে। পানির সাথে কিছু বরফ মিশিয়ে দিলে আরো ঠান্ডা বাতাস পাওয়া যায়।
দাম?
৮ হাজার থেকে শুরু করে বিভিন্ন দামের এবং ব্রান্ডের রয়েছে। মুলত কতটুকু ঘর ঠান্ডা করতে পারবে তার উপরে ভিত্তি করে সাইজ এবং দাম।
এয়ারকুলারের ব্রান্ড, দাম জানতে আগ্রহীরা ভিজিট করুন Click This Link
২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৪
মদন বলেছেন: আমারো। টেবিল ফ্যানের সামনে ২/৩টি বোতলে জমানো বরফ রেখে ঠান্ডা বাতাস খাই। খারাপ না
২| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩০
ঢাকাবাসী বলেছেন: খারাপ না জিনিসটা।
২৮ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫
মদন বলেছেন: ব্যবহারের অভিজ্ঞতা থাকলে একটু শেয়ার কইরেন।
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:০৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: আপাততঃ ফ্যানেরই ফ্যান হয়ে থাকতে হচ্ছে