নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

NOS

১১ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

নস (NOS) কি?

পৃথিবীতে কিছু ব্র্যান্ড রয়েছে যারা এতোটাই জনপ্রিয় যে লোকজন মুল প্রোডাক্টকে সেই ব্রান্ড নামেই চেনে। যেমন মোটরসাইকেলকে অনেকে শুধু হোন্ডা নামেই চেনে। ইন্জিন ওয়েলকে মবিল নামেই চেনে। তেমনি NOS (Nitrous Oxide Systems) নামে আমরা যাকে চিনি তা মুলত একটি ব্রান্ড নেম যাদের প্রোডাক্টির কাজ হলো ইনজিনে নাইট্রাস অক্সাইড সাপ্লাই দেয়া।



নাইট্রাস অক্সা্ইড কি?

২টি নাইট্রোজেন এবং একটি অক্সিজেনের মিলিত যৌগই হলো নাইট্রাস অক্সা্ইড। এটি সামান্য মিষ্টি গন্ধযুক্ত এবং অদাহ্য।



নাইট্রাস অক্সা্ইড কিভাবে কাজ করে?

আমরা জানি আগুন জ্বলতে অক্সিজেনের প্রয়োজন। সে কারনে ইন্জিনে তেলের সাথে বাতাস মেশানো হয়। সেই বাতাস মিশ্রিত তেল ইন্জিনে গিয়ে স্পারক প্লাগের সাহায্যে জ্বলে ওঠে। ইন্জিনে অক্সিজেনের পরিমান যত বেশি হবে তেল ততো সুন্দরভাবে পুড়বে এবং ইনজিন ততো বেশি শক্তি/গতি পাবে।



ইন্জিনে লাগানো নাইট্রাস অক্সা্ইড সিস্টেম জ্বালানি তেলকে দুইভাবে সাহায্য করে। নাইট্রোজেন বাতাসের তাপমাত্রা কমিয়ে দেয় ফলে বাতাসের ঘনত্ব বেড়ে যায়। এতে সুবিধা হলো একই আয়তনে একবারে বেশি পরিমানে বাতাস প্রবেশ করে ফলে বেশি অক্সিজেন পাওয়া যায়।



ইন্জিনের ভেতরে যখন স্পারক প্লাগ তেল এবং বাতাসের অক্সিজেনের মিশ্রনের আগুন জ্বালায় তখন ২৯৬ ডিগ্রী তাপমাত্রায় নাইট্রাস অক্সা্ইড ভেঙ্গে অক্সিজেন আলাদা হয়ে যায় এবং আরো বেশি সুষমভাবে জ্বালানি তেলকে জ্বলতে সাহায্য করে। ফলে ইন্জিন আরো বেশি গতি পায়।



নাইট্রাস অক্সা্ইড কতটুকু নিরাপদ?

সম্পূর্ন নির্ভর করবে আপনার উপরে। নাইট্রাস অক্সা্ইড আপনার ইন্জিনে ফুয়েলকে আরো অধিকতর নিখুতভাবে পুড়িয়ে গাড়ীকে অধিক গতি/শক্তি দিবে। এই সুবিধা যদি আপনি নিয়মের মধ্যে থেকে ব্যবহার করেন তাহলে তা আপনার জন্য তা আনন্দের মধ্যে, গতির মাধুর্য্য আপনি উপভোগ করতে পারবেন। বেপরোয়া গতি কারোর জন্যই মঙ্গলজনক নয়। গাড়ীর উপরে আপনার নিয়ন্ত্রন যে গতিতে তার থেকে অতিরিক্ত গতি গাড়ী এবং চালক উভয়ের জন্যই ক্ষতিকর। সে গাড়ীতে নস লাগানো থাকুক অথবা না থাকুক।



নিরাপদ সড়ক সবার কাম্য।



[ বি:দ্র: নাইট্রাস অক্সা্ইড কিট টি বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বিক্রি করে থাকে। পন্যের নাম যাই হোক, মূল উপাদান হলো নাইট্রাস অক্সা্ইড। ]

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: :-B :-B :-B :-B :-B :-B

১১ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

মদন বলেছেন: :D

২| ১১ ই মে, ২০১৪ রাত ৮:১৬

ঢাকাবাসী বলেছেন: ভাল পোষ্ট।

১১ ই মে, ২০১৪ রাত ৯:১৫

মদন বলেছেন: ধন্যবাদ

৩| ১১ ই মে, ২০১৪ রাত ৮:৫০

লিমন আজাদ বলেছেন: জানলাম... :) :)

১২ ই মে, ২০১৪ সকাল ১১:০৯

মদন বলেছেন: ধন্যবাদ :)

৪| ১২ ই মে, ২০১৪ সকাল ১০:২৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার জিনিস জানলাম।

১৩ ই মে, ২০১৪ সকাল ১১:৫৩

মদন বলেছেন: ধন্যবাদ

৫| ১২ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

তাসজিদ বলেছেন: Fast and furious দেখে nos সমৃদ্ধ গাড়ি চালনোর খায়েশ জেগেছিল। :) :) :)

০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৩

মদন বলেছেন: :)

৬| ১৩ ই মে, ২০১৪ রাত ৩:০০

পংবাড়ী বলেছেন: রিক্সায় লাগানো যায়?

১৩ ই মে, ২০১৪ দুপুর ১২:০১

মদন বলেছেন: রিক্সা যদি জ্বালানি তেলের ইনজিন চালিত হয় তাহলে অবশ্যই লাগানো যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.