নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

ঢাকার বাজারে আম এলো কোথা থেকে?

১৪ ই মে, ২০১৪ বিকাল ৫:৩৬

রাজশাহীর আম বলতে যা বোঝায় তা হলো নাটোর+রাজশাহী+চাপাই নবানগন্জ এই তিন জেলার আমকে। এই এলাকাতে এখন আম এর সাইজ ২০-৫০ গ্রাম। আম বড় হতে আরো ১০-১৫দিন অপেক্ষা করতে হবে।



যদি আম গুলো রাজশাহী বাদে অন্য এলাকার হয়ে থাকে তবুও ভালো কিন্তু যদি ইন্ডিয়ান আম হয়ে থাকে তাহলে সতর্ক থাকুন। ইন্ডিয়ার আম এমনিতেই রপ্তানীর অযোগ্য বলে বিবেচিত। সে আম নিজে খেয়ে অসুস্থ হোন সমস্যা নেই, সন্তান বা বৃদ্ধ বাবা-মাকে দিবেন না।





ছবি: শাহ আজিজ

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৪ বিকাল ৫:৪৬

আতিকুল০৭৮৪ বলেছেন: সিজন ছাড়া কোন ফল খাওয়া ঠিক না।আমের সিজন আস্তে আরো ২০-২৫ দিন লাগবে।তখন খাবো।আপ্নাকে ধন্যবাদ এমন সময়োযোগী পোষ্ট দেয়ার জন্য।

১৪ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

মদন বলেছেন: একজন সতর্ক ব্যাক্তি হিসেবে আপনি অবশ্যই প্রশংসার যোগ্য।

২| ১৪ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: সে আম নিজে খেয়ে অসুস্থ হোন সমস্যা নেই, সন্তান বা বৃদ্ধ বাবা-মাকে দিবেন না। :P =p~ =p~ =p~

কয়েকদিন আগে খবর বেরিয়েছিল ইউরোপের বাজার থেকে ভারতের আম প্রত্যাখ্যাত হয়েছে। তখনই ধারনা হচ্ছিল শ্রীঘ্রই তারা বন্ধুত্বের আবরণে বিষের বানিজ্য করবে!! মনে হচ্ছে দেশীয় শুশীল বন্ধুদের সহযোগীতায় তাই শুরু হয়ে গেছে!!!!!!!!!!!!!!!!!!!!!

আমদানীকারকদের সন্তানদের তা আগে খাওয়ানো হোক।

১৫ ই মে, ২০১৪ দুপুর ১:১৭

মদন বলেছেন: :)

৩| ১৪ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

বিষক্ষয় বলেছেন: ভারতের আম ইউরোপের বাজার প্রত্যাখ্যাত হয়েছে পোকার (fruit fly) কারনে। they should be fine to eat। এখানে এক জেলাতে যদি fruit fly থাকে তবে তার fruit পাশের জেলাতে নেয়া যায় না to prevent spreading of fruit fly।

৪| ১৪ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

একজন ঘূণপোকা বলেছেন:
দাদারা পাঠিয়েছেন

৫| ১৪ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

ভোরের সূর্য বলেছেন: ঢাকার বাজারে যে আমগুলো দেখছেন সেগুলো সব সাতক্ষীরার আম।সাধারণত বছরের অন্যান্য সময় যেসব লাল রঙ্গের আমগুলো দেখা যায় সেগুলো ভারত কিংবা থাইল্যান্ড থেকে আসে তবে সিজনের শুরুতে যেসব গোপালভোগ এবং ল্যাংড়া আমগুলো উঠে সেগুলো সব সাতক্ষীরার আম।আগামী মাসের ২য় সপ্তাহ থেকে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের আম বাজারে পাওয়া যাবে।

৬| ১৫ ই মে, ২০১৪ রাত ১২:২১

বাংলার ঈগল বলেছেন: @ ভোরের সূর্য: সাতক্ষীরা কোনদিন গিয়েছেন? কয়টি আমবাগান দেখেছেন? চিংড়ির ঘেরগুলো ভরাট করে শুধু আমবাগান করেছে তাই না? ??????

ভোমরা বর্ডার পার হলেই ভারত বাংলাদেশ হয়ে যায়?
ভারতের বিষাক্ত আমের দালালী শুরু করে দিলেন! আপনারা পারেন ও !

৭| ১৫ ই মে, ২০১৪ সকাল ১০:০২

ঢাকাবাসী বলেছেন: তাইলে হালায় আমই খামুনা!

১৫ ই মে, ২০১৪ দুপুর ১:১৮

মদন বলেছেন: তরমুজ খেয়ে ২জন বাচ্চা মারা যাবার পরে আমি এবছর আর ১টিও তরমুজ কিনিনি। এবং আমার পরিচিত সবাইকে কিনতে নিষেধ করেছি। ১ বছর তরমুজ না খেলে মরে যাবো না।

৮| ১৯ শে মে, ২০১৪ রাত ৯:৩৩

ভোরের সূর্য বলেছেন: @বাংলার ইগল ভাই
আমার কথা যদি ভাল না লাগে তাহলে আপনি আপনার যুক্তি দিন এবং প্রমাণ দিন কিন্তু দয়া করে গালাগালি দিবেন না। এখানে এমন কিছুই বলা হয় নাই যে এসব ভাষা ব্যবহার করবেন।

এবার আপনাকে আপনার উত্তর গুলো দিই।
১)সাতক্ষীরা কোনদিন গিয়েছেন?
উত্তরঃ যদিও সাতক্ষীরা আমার বাড়ী নয় কিন্তু আমার খুব আপন একজনের বাড়ী তাই মাঝে মাঝেই আমাকে যেতে হয় এবং যাই।

২)কয়টি আমবাগান দেখেছেন?
উত্তরঃ অনেক আম বাগান দেখেছি ভাই। আপনার জানার জন্য আরেকটা তথ্য দিই যেটা আমি আগে দিই নি। ঐ যে বল্লাম আপনাকে বার বার যেতে হয় সাতক্ষীরা সেটার আরো একটা কারন হল আমার নিজের আম বাগান।হ্যা ভাই,আমার ওখানে ৩টি আম বাগান আছে শেয়ার ভিত্তিতে।

৩)চিংড়ির ঘেরগুলো ভরাট করে শুধু আমবাগান করেছে তাই না? ?????
উত্তরঃ না ভাই।চিংড়ী ঘের ভরাট করে আম বাগান হয় নাই।আপনি মনে হয় জানেন না তবে গত ১০ বছরে ওখানে অনেক আম বাগান হয়েছে যদিও স্বীকার করি যে সাতক্ষীরার আম, চাঁপাই বা রাজশাহীর আমের মত অত মিষ্টি না।

ভাই,যখন তর্ক করবেন বা যুক্তি দিবে তখন ভালমতন পড়ে তবেই কথা বলবেন।

৯| ১৯ শে মে, ২০১৪ রাত ৯:৪৭

ভোরের সূর্য বলেছেন: @বাংলার ইগল ভাই

আপনার জানার সুবিধার জন্য কয়েকটা লিঙ্ক দিয়ে দিলাম। সাতক্ষীরায় আম বাগান আছে কিনা বা ওখান থেকে আম ঢাকায় আসে কিনা জানতে পারবেন।

২০১৩ সালে সাতক্ষীরায় আমের বাম্পার ফলন নিয়ে খবর
ফরমালিন এবং সাতক্ষীরার আম নিয়ে আরেকটি খবর ১৪ই মের

নেটে সার্চ দিন।অনেক অনেক তথ্য পাবেন ভিডিও সহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.