নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিলো নাকি ভারত পাকিস্তান যুদ্ধ?

১৭ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৫

বেশ কয়েক মাস আগে, একটি ভারতীয় চলচ্চিত্রের প্রোমো তে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছিল। ওখানে দেখানো হয়েছিল যে, ১৯৭১ সালে 'ভারত-পাকিস্তান' যুদ্ধের ফলে সৃষ্টি হয় বাংলাদেশের। কাল্পনিক এই বিবৃতি নিয়ে অনেক তোলপাড় হয় আমাদের দেশে এবং বিশ্বের নানান দেশে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে। এক পর্যায়ে ছবিটির নির্মাতারা টুইটার বার্তার মাধ্যমে ক্ষমা চায় তাদের 'অনিচ্ছাকৃত' ভুলের কারনে (যদিও তারা ওই অংশটি সংশোধন করতে অস্বীকৃতি জানায়)।



কিন্তু প্রতিবেশী দেশের একটি অন্ত:সারশূন্য সস্তা বানিজ্যিক চলচ্চিত্রের ওই প্রোমাে যদি আমাদের দেশের মানুষের কাছে এত অপমানজনক লাগে, তাহলে আমাদের দেশের বহুল প্রচলিত একটি জাতীয় দৈনিক যখন ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধকে আবারো 'ভারত-পাকিস্তান' যুদ্ধ হিসেবে অভিহিত করে, তখন নিশ্চয়ই আমাদের স্বাধীনতা যুদ্ধের 'স্বপক্ষের' গনজাগরন মঞ্চ কিম্বা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বেলিত সরকারপক্ষ নীরব বসে থাকবেন না। পত্রিকাটির প্রতিবেদককে বরখাস্ত এবং সমাজসেবী সম্পাদককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবী করা যেতেই পারে!!









Click This Link





চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী

৪ নং প‌্যারাটি দেখুন

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৪ দুপুর ১২:৫৫

অতঃপর জাহিদ বলেছেন: ভাইয়া কোন পত্রিকা?

২| ১৭ ই মে, ২০১৪ দুপুর ১২:৫৫

অতঃপর জাহিদ বলেছেন: ভাইয়া কোন পত্রিকা?

৩| ১৭ ই মে, ২০১৪ দুপুর ১২:৫৬

অতঃপর জাহিদ বলেছেন: ভাইয়া কোন পত্রিকা?

৪| ১৭ ই মে, ২০১৪ দুপুর ১২:৫৯

মদন বলেছেন: ছবি দেয়াতে আছে ছবিতে নাম আছে,
লিংক দেয়া আছে লিংকে নাম দেয়া আছে

তবুও যেহেতু জানতে চাইলেন-

পত্রিকাটি প্রথম আলো

৫| ১৭ ই মে, ২০১৪ বিকাল ৩:২০

নবীউল করিম বলেছেন: ইতিহাস তো সেটাই সাক্ষী দেয়! অবাক হচ্ছেন? তবে তো অদূর ভবিষ্যতে যে তথ্য গুলো জানবেন তাতে তো আপনি/ আপনারা অবশ হয়ে যেতে পারেন?

১৭ ই মে, ২০১৪ বিকাল ৩:২৮

মদন বলেছেন: এমনিতেই যতকিছু হচ্ছে তাতেই অবশ হয়ে আছি , নতুন করে আর কি অবশ হবো? :(

৬| ১৭ ই মে, ২০১৪ বিকাল ৪:৪৪

নবীউল করিম বলেছেন: :D :#)

৭| ১৭ ই মে, ২০১৪ বিকাল ৫:৩৮

শাহ আজিজ বলেছেন: ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের বাঙ্গালিরা পশ্চিম পাকিস্তানের শাসকদের বিরুদ্ধে একটি সশস্ত্র বিপ্লবের মাধ্যমে আলাদা একটি রাষ্ট্র গঠনের প্রত্যয় ঘোষণা করে । ২৪ মার্চের গভীর রাতে পাকিস্তানি সেনাবাহিনী আক্রমন করে নিরস্ত্র বাঙ্গালিদের ওপর । স্থানীয় পর্যায়ে বাঙালি সেনা (পাকিস্তান পক্ষ ত্যাগকারী) সীমিত আকারে প্রতিরোধ করে এবং পিছু হটে ভারতে আশ্রয় নেয় । ২৫ মার্চ থেকে ১৩ এপ্রিল নেতৃত্বহীন একটি অঞ্চল অবশেষে ভারতের প্রত্যক্ষ সাহায্যে পাকিস্তানের সর্বশেষ র্নির্বাচনে বিজিত দল আওয়ামি লীগের দ্বিতীয় সারির নেতৃত্ববৃন্দকে একটি প্রবাসী সরকার গঠনে সহায়তা দেয় । নতুন প্রবাসী সরকার মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যাক্ত করে । সামান্য সংখ্যক বাঙালি সেনা , পুলিশ এবং অবসরপ্রাপ্ত পাকিস্তানি সেনা এই কার্যক্রমে অংশ নেয় । শারিরিক দিক দিয়ে সমর্থ যুবকরা এই যুদ্ধে সেচ্ছাসেবী যোদ্ধা হিসাবে অংশগ্রহন করে । ভারত ও প্রস্তাবিত নতুন বাংলাদেশ মিলে যৌথ কমান্ড গঠন করে । ভারত এইসব যোদ্ধাদের অস্ত্র ,গোলা বারুদ,খাদ্য ও ট্রেনিং দিয়ে সর্বাত্মক সাহায্য করে । এর পরের ইতিহাস সবারি জানা আছে । ৩ ডিসেম্বর ১৯৭১ ভারত পাকিস্তানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধে লিপ্ত হয় । পূর্ব পাকিস্তানে পাক সেনাদের মনোবল ভেঙ্গে দিয়েছিল বাঙালি মুক্তি বাহিনীর অসংখ্য ছোট যুদ্ধ এবং গেরিলা আক্রমন । ১৩ দিনের যুদ্ধে পাকিস্তানের পরাজয় হয় ও তারা ভারতীয় সেনাদের কাছে আত্মসমর্পণ করে। ১৯৭১ সালে পাক-ভারত যুদ্ধ তারা দাবি করতেই পারে কেননা পশ্চিম ফ্রন্টে তো আর যৌথবাহিনীর কোন কার্যক্রম ছিলনা কিন্তু ওই এলাকায় সবচে মারাত্মক রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে । ভারতের সাহায্যে আমাদের মুক্তি সংগ্রাম সাফল্যের মুখ দেখেছে । খুলনার শিরোমণিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ট্যাঙ্ক যুদ্ধ হয় যার ধারণকৃত চিত্র স্যানডহারসট আর্মি একাডেমীতে ট্রেনিংরত সেনা অফিসারদের দেখান হয় । আমরা আমাদের মুক্তিযুদ্ধের দলিলে ওটার কোন স্পর্শ রাখিনি । মুক্তিযুদ্ধের অবমাননা করেছে তার প্রতিবাদ করেছি কিন্তু ১৩ দিনের ভারত পাকিস্তান যুদ্ধ যে আমাদের যুদ্ধ নয় সেটা মানুন আর নাই মানুন তাতে কিছু আসে যায়না ।
খুব সাবলিল মনে হলেও এর মধ্যে অনেক বিতর্ক আছে । তবে সত্যটি উপরে বলে দিলাম একজন প্রত্যক্ষদর্শী হিসাবে । আমার সাহস হয়না এজন্য যে অস্ত্র , বিমান ব্যাবহার হয়েছে তা আমরা এই চার যুগেও জোগাড় করতে পারতাম কিনা সন্দেহ । মুক্তিযুদ্ধের অনন্য পথযাত্রী তাজউদ্দীনের কন্যার বই পড়ে নেবেন । ৭১এ ওটা আমাদের মুক্তিযুদ্ধ ছিল । তেমনি ছিল ১৩ দিনের ভারত বনাম পাকিস্তান যুদ্ধ । সত্য মেনে নেওয়ায় আপত্তি কেন ??

৮| ১৭ ই মে, ২০১৪ বিকাল ৫:৫১

কে এম সুমন বলেছেন: তখন নিশ্চয়ই আমাদের স্বাধীনতা যুদ্ধের 'স্বপক্ষের' গনজাগরন মঞ্চ কিম্বা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বেলিত সরকারপক্ষ নীরব বসে থাকবেন না। পত্রিকাটির প্রতিবেদককে বরখাস্ত এবং সমাজসেবী সম্পাদককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবী করা যেতেই পারে!!

৯| ১৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:০১

কে এম সুমন বলেছেন: ১৩ দিনের যুদ্ধে নিশ্চয়ই বাংলাদেশের সৃষ্টি হয়নি?? আর বাংলাদেশ যুদ্ধ শুরু করার পর ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছিল মাত্র এবং সে কারনেই পাকিস্থানের সাথে তাদেরও সংঘর্ষে লিপ্ত হতে হয়েছিল। তাই বলেতো তারা এটাকে ভারত-পাকিস্থান যুদ্ধ বলতে পারে না?? হ্যা যদি ভারতই যুদ্ধ শুরু করত আর বাংলাদেশের যোদ্ধারা অংশগ্রহন করে এদেশকে স্বাধীন করত তাহলে তারা সেটা দাবি করতে পারত।
আপনি ৯ মাসের যুদ্ধের চেয়ে ১৩ দিনের যুদ্ধকেই বড় করে দেখছেন?? @শাহ আজিজ

১০| ১৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

মদন বলেছেন: একমত @ কএম সুমন

১১| ১৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

শাহ আজিজ বলেছেন: আপনি ৯ মাসের যুদ্ধের চেয়ে ১৩ দিনের যুদ্ধকেই বড় করে দেখছেন?? @শাহ আজিজ

আপনি অপ্রাসঙ্গিক ও অযৌক্তিক বিসয়কে প্রাধান্য দিয়ে একটি নতুন বাহাসের সৃষ্টি করছেন । ভারত বলছে ১৩ দিনের যুদ্ধ তাদের , অসীকার করে নিন্দা প্রতিবাদ করে যান । আরও জ্ঞ্যান অর্জন করুন এবং তর্কে আসুন । অযাচিত আলোচনা করবেন না ।

১২| ১৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

রিফাত ২০১০ বলেছেন: ভারতের আলো ভারতীয় দালাল পত্রিকা হওয়ার কারণে দেশের সুশীল নামে আত্মপ্রকাশকারী দেশদ্রোহী ভারতীয় দালালরা কী এর প্রতিবাদ করবে ?

১৩| ১৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

দি সুফি বলেছেন: ৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিলো নাকি ভারত পাকিস্তান যুদ্ধ?

ইতিহাস বলে দুটোই হয়েছিল। একটার জন্ম ২৫ মার্চে অপারেশন সার্চ লাইটের মাধ্যমে, আরেকটার জন্ম ৩ ডিসেম্বরে অপারেশন চেঙ্গিস খানের মাধ্যমে। একটা ছিল আমাদের স্বাধীনতা যুদ্ধ, আরেকটা ছিল ৩য় ভারত-পাকিস্তান যুদ্ধ।

১৪| ১৭ ই মে, ২০১৪ রাত ৮:১৮

শাহ আজিজ বলেছেন: দি সুফি বলেছেন: ৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিলো নাকি ভারত পাকিস্তান যুদ্ধ?
ধন্যবাদ সুফি । আমি প্রথমআলোর ওই অংশ পড়লাম মনযোগ দিয়ে ওখানে লেখা ঃ ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সাবেক নেতা৷ আরএসএসের ‘প্রচারক’ হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দেন ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর৷ আর বিজেপির মূলধারার রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত হন ১৯৮৭-৮৮ সালে৷###

এর কি কোন পরিবরতনের প্রয়োজন আছে ? ওরা কি লিখবে আরএসএসের ‘প্রচারক’ হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দেন ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে?? ওদের বিষয় ওদের লিখতে দিন আমরা আমাদের বিষয় নিয়ে ভাবি । স্বাধীনতার ঘোষক, পতাকার উতসবে রাজাকারের দান, জাতির পিতা নানা গোলমেলে ব্যাপার নিয়ে অস্তিতের সংকতে আছি আর তখনি ভারতের নিজ ইতিহাসের ওপর কেচি চালাচালি । ৭৫ সালের পর ভারতের ইস্টার্ন কমান্ডে রক্ষিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর তাবৎ দলিলাদি যা ভারত তৈরি করেছিল পুড়িয়ে ফেলে। আমরা জানতে পারি ২০১২ সালে । ওদের দুষবেন ? পাঁচড়া আপনার আর দাওয়াই লাগাবে ভারতকে , কি নির্লজ্জ প্রস্তাব ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.