নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

রাজশাহী রয়েল রাইডার্স

০৪ ঠা জুন, ২০১৪ রাত ১২:৪০

রাজশাহী



নিরিবিলি এবং শান্তিপ্রিয় একটি শহর। এখনও লোকসংখ্যার তুলনাতে রাস্তাঘাট যথেষ্ঠ রয়েছে। তাই জ্যাম শব্দটির সাথে এখানের অধিবাসীরা পরিচিত নয়। ৩০ টাকার রিক্সা ভাড়ায় বা ১০ টাকার অটো ভাড়ায় শহরের এ মাথা থেকে ও মাথা যাওয়া যায়।



এখানে অনেকেই বাহন হিসেবেই সাইকেল ব্যবহার করেন। বলতে গেলে প্রায় সকল বাড়ীত না হোক শহরের অর্ধেক বাড়ীতে কমপক্ষে ১টি করে সাইকেল রয়েছে। ছাত্রদের মেসে রয়েছে অনেক সাইকেল।



রাজশাহীর প্রতিটি রাস্তাই সাইকেলের জন্য উপযুক্ত, আরামদায়ক এবং নিরাপদ।



রাজশাহী শহরে সাইকেলকে আলাদাভাবে জনপ্রিয় করার কিছু নেই, প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা যেনো সাইকেল ব্যবহারকারী আরো বাড়ে। জনসংখ্যা বাড়ছে। রাস্তায় এক সময় জ্যাম হবে। সে সময় আসার আগেই আমরা চাই এ শহরে আরো সাইকেল ব্যবহার করুক সবাই।



"আম" এর এই শহরে তেল পোড়া গন্ধ চাই না। চাইনা বাতাসে কার্বন ডাই অক্সাইডের আধিক্য।



পদ্মা থেকে বয়ে আসা শীতল বাতাসের সাথে আমরা চাই সুস্থ ও সুন্দর জীবন।



সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।



হ্যাপী সাইক্লিং।





রাজশাহী রয়েল রাইডার্স



Click This Link

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ১২:৫২

নাইমুল ইসলাম বলেছেন: :)

০৪ ঠা জুন, ২০১৪ রাত ১২:৫৫

মদন বলেছেন: :)

২| ০৪ ঠা জুন, ২০১৪ সকাল ৯:২৪

ঢাকাবাসী বলেছেন: ভাল।

২৮ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

মদন বলেছেন: ধন্যবাদ

৩| ০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১০:৫৯

তন্ময় চক্রবর্তী বলেছেন: কিছু মনে করবেন না, রাজশাহী অর্থনৈতিক ভাবে যতটা পিছিয়ে এবং সেটা ভালো হবার সম্ভাবনাও যেহেতু অদূর ভবিষ্যতে নেই, তাই গাড়ি-বাইক দিয়ে রাস্তা ছেয়ে যাবে এমন দিনের দুশ্চিন্তা করাটা এখন কিছুটা অবান্তর।

রাজশাহীর মূল সমস্যা মাদক। কম শহরে থাকি নাই আমি। মাদকের এমন প্রকাশ্য ব্যবহার, শহরের মধ্যেই ওপেন সিক্রেট হয়ে থাকা অজস্র স্পট, মাদক সেবীদের এভাবে রাস্তায় বাঁদরামি করতে কোন শহরেই দেখি নাই আমি।

রাজশাহী একটা অতুলনীয় শহর যদি মাদকের প্রসঙ্গ বাদ দেই। প্রয়োজনের তুলনায় এত বেশি চওড়া রাস্তা অন্য শহরের মানুষ কল্পনাও করতে পারবে না। পরিষ্কার-পরিচ্ছন্নতার দিক থেকেও রাজশাহী অতুলনীয়। কিন্তু রাজশাহীর উপর কালো মেঘ হলো মাদক।

যদি সম্ভব হয়, চেষ্টা করুন সবাই মিলে রাজশাহী থেকে মাদককে চিরতরে বিদায় করার।

০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ১২:৩৯

মদন বলেছেন: মাদকের ব্যবহার কোথায় নেই? যদিও সরাসরি আমার চোখে তেমন পড়ে নাই বাইরে তোমন ঘুরাঘুরি নেই। সীমান্তবর্তী শহর বলে হয়তো মাদকের সহজলভ্যতা বেশি হতে পারে। এই ধারা এখন কমে আসছে। বাবার হোটেল বসে খাবার মানসিকতা থেকে বের হয়ে নিজে কিছু করার তাগিদ এখন কমবেশি সবার মাঝেই দেখা যাচ্ছে। রাজশাহীর অনেক কিশোর-তরুন এখন ইন্টারনেটে কাজ করছে। যা ৩বছর আগেও ছিলো না। এমনও সেটাপ রয়েছে যেখানে ৩ শিফটে কমপক্ষে ১০০জন ছেলে পেলে ডাটা এন্ট্রি কাজ করছে।

যতই শিক্ষার মানসিকতা বাড়বে, কাজের মানসিকতা বাড়বে ততই মাদকের ছোবল থেকে তারা মুক্ত থাকবে।

সাইক্লিং একজন ব্যক্তিকে মানসিকতার দিক দিয়ে ভালো রাখে, স্বাস্থের দিক দিয়ে ভালো রাখে।

মাদকের বিষয়টি দূর করতে প্রশাসন, নাগরিক সমাজ এবং সবচেয়ে বড় ভূমিকা রাখে পরিবার। গোল্ডেন জিপিএ পেলো কি না এনিয়ে হা হুতাশ না করে সন্তান মানুষের মতো মানুষ হচ্ছে কি না এদিকে যদি পরিবার লক্ষ্য রাখে তাহলে মাদক সমস্যাটি নিয়ে চিন্তিত হতে হয় না।


সুচিন্তিত মতামত এবং পরামর্শের জন্য আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.