![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে ব্রান্ডের যে মডেলের বাইকই হোক না কেনো, বাইকের তেল খরচ অন্যতম গুরুত্বপুর্ণ বিষয়। কিছু বাইক রয়েছে যারা তেল সাশ্রয়ী হিসেবেই তৈরী করা হয়েছে যেমন বাজাজ ডিসকোভার ১০০ বা টিভিএস মেট্রো। কিন্তু আপনি চাইলেই আপনার বাইকের তেল খরচ কমাতে পারেন নিজের প্রচেষ্টাতেই। এই প্রচেষ্টাকে আমরা দুইভাবে ভাগ করতে পারি-
১. বাইক চালানোর পদ্ধতির পরিবর্তন
২. বাইকের যত্ন
বাইক চালানোর পদ্ধতির পরিবর্তন:
১. অতিদ্রুত স্পীড তুলবেন না, এতে প্রচুর তেলের অপচয় হয়। অতি দ্রুতগতিতে বাইক চালাবেন না। স্পীড লিমিট সর্বোচ্চ ৬০-৭০ কিমি রাখুন। তেল কম খরচ হবে।
২. দাড়ানো অবস্থায়(বা জ্যাম এ) ইনজিন বন্ধ রাখুন।
৩. একাধিক ব্যক্তি নিয়ে গাড়ী চালাবেন না। তেল/ইনজিন দুজনেরই ক্ষতি।
৪. ঘন ঘন ব্রেক করলে তেল খরচ বেশি হয়।
বাইকের যত্ন:
১. ভেজালমুক্ত তেল ব্যবহার করুন। ভেজালযুক্ত তেল ইনজিনে গিয়ে সঠিকভাবে পুড়তে পারে না, ফলে তেলের অপচয় হয়।
২. নিয়মিত কার্বুরেটর পরিস্কার করান, চেক করান। কার্বুরেটরের মাধ্যমেই ইনজিনে তেল প্রবেশ করে। এখানে তেলের পরিমান নির্ধারন করা হয় কতটুকু তেল ইনজিনে যাবে। কার্বুরেটরে ময়লা জমলে ইনজিনেও ময়লা সহ যেতে পারে যা সঠিকভাবে তেল পুরতে বাধা দিবে, তেল অপচয় হবে। আবার কার্বুরেটর সঠিকভাবে টিউনিং করা না থাকলে ইনজিনে তেল বেশি যেতে পারে। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল পুড়ানোর ক্ষমতা ইনজিনের থাকে না উল্টো তেলের অপচয় হবে, স্পার্ক প্লাগ নষ্ট করবে।
৩. এয়ার ফিল্টার পরিস্কার করান নিয়মিত। এয়ারফিল্টার ময়লা থাকলে ইনজিনে প্রয়োজনের তুলনায় কম বাতাস যাবে, ফলে ফুয়েল বার্নের সময় ইনজিন কম অক্সিজেন পাবে ফলে তেলের অপচয় হবে।
৪. চেইন নিয়মিত পরিস্কার রাখুন এতে বাইকে সঠিক গতি পাবেন।
৫. টায়ারে পর্যাপ্ত বাতাস রাখুন। এতে গতির অপচয় হবে না।
৬. ব্রেক গুলো নিয়মিত চেক করুন। ব্রেক বেশি টাইট থাকলে বা চাকা হাল্কা লক হয়ে থাকলে তেল বেশি পুড়বে।
৭. স্পার্ক প্লাগ পরিস্কার রাখুন, নিয়মিত পরিবর্তন করুন। স্পার্ক প্লাগ তেল সাশ্রয়ে অন্যতম অংশ।
৮. বাইক নিয়মিত ভালো জায়গা থেকে সার্ভিসিং করান এবং ইনজিন অয়েল(মবিল) নিয়মিত পরিবর্তন করুন।
হ্যাপি বাইকিং
১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৩
মদন বলেছেন: ধন্যবাদ
২| ১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪২
মুদ্দাকির বলেছেন:
হ্যাপি বাইকিং
১২ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:১২
মদন বলেছেন: হ্যাপি বাইকিং
৩| ১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৬
লিখেছেন বলেছেন: a plus plus
১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১:০৯
মদন বলেছেন: ধন্যবাদ
৪| ১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪২
বাংলার নেতা বলেছেন: মোটর বাইক আমার খুব প্রিয়। সুন্দর পোষ্ট>
২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৫
মদন বলেছেন: ধন্যবাদ, বাংলার নেতা
৫| ১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৭
তূর্য হাসান বলেছেন: ধন্যবাদ।
২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২২
মদন বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৬| ১০ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
জাফরুল মবীন বলেছেন: কাজের পোস্ট।ধন্যবাদ শেয়ার করার জন্য।
৭| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:১৯
অপূর্ণ রায়হান বলেছেন: যদিও ব্যাক্তিগতভাবে বাইক পছন্দ করি না । তবুও কাজের পোস্ট ।
শুভেচ্ছা ভ্রাতা
৮| ১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৫
কলমের কালি শেষ বলেছেন: কাজের পোষ্ট । বাইকারদের কাজে দিবে ।
৯| ১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৬
কলমের কালি শেষ বলেছেন: কাজের পোষ্ট । বাইকারদের কাজে দিবে ।
১০| ১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৯
তুষার কাব্য বলেছেন: হ্যাপি বাইকিং
১১| ১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২১
তুষার কাব্য বলেছেন: হ্যাপি বাইকিং
১২| ১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৪০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আহ! যদি একখান বাইক থাকতে আর তা চালাইতে জানতাম!! তবে কতই না উপকারী পোস্ট হইতো ইহা!!!
১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৯
মদন বলেছেন:
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:১০
মামুন রশিদ বলেছেন: বাইকারদের জন্য দরকারি পোস্ট । ভালো লেগেছে ।