নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রত্যেক পুরুষই চায় নারীর প্রথম প্রেম হতে, আর নারী হতে চায় শেষ প্রনয়িনী।

মহারাজ মহারাজ

মহারাজ মহারাজ › বিস্তারিত পোস্টঃ

ছোট একটি রোমান্টিক গল্প লেখার চেষ্টা করেছি,জানিনা কতটুকু পেরেছি —

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৫

এই যে মিস্টার,

হা করে দড়িয়ে দাড়িয়ে কি দেখছেন?

দেখেন না আন্টি একা সব তুলতে পারছে না!

হেল্প করেন।

-হুম

-নেন এইটা নেন

-আপনি নিচ্ছেন না কেন?!

-এই যে নিলাম

আন্টি,আপনার তো কষ্ট হচ্ছে।ওই দুইটাও দেন

ওনার কাছে।

-ও,হ্যালো! আপনি নিতে পারেন না?!

-নাহ

-কেন?

-বিকজ ইউ আর এ ম্যান।

-ইয়েস! ম্যান. নট সুপারম্যান

-বাহ! ভালই কথা জানেন দেখছি! ওনাকে হেল্প

করতে বলছি হেল্প করেন।

-করলাম তো।

-হুম দেখছি

- হুম দেখতে সুন্দর!

-কে?

-আকাশ

- ভালো

আপনি প্রতিদিন এইখানে বসেন কেন? আর

জায়গা নাই!?

-দেখব বলে!

-কাকে?

-নদীকে

-!!!! আপনি আমার নাম জানলেন কিভাবে?

-!!?

ওইযে সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে দেখছেন

না?! আমিতো ওইটার কথা বলছি

-ও, ধ্যাৎ

-আবার আসবেন।

-কেন?

-দেখব বলে।

-কেন? ওইযে নদী বয়ে যাচ্ছে দেখেন! সারাদিন

দেখেন!

-" আমার একটা নদী ছিল জনলো নাতো কেউ"—

গানটা সুন্দর না!?

-আবার আসব।অবশ্যই আসব।

- !!

!

!

!

এভাবেই প্রনয় হয়েছিল আমাদের।এই বেনচ

টায় বসে।ঠিক তোমাদের মত।

পার্কের বেনচে বসে থাকা সাগর আর

মেঘকে বললেন বৃদ্ধ রফিক সাহেব।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৯

শায়মা বলেছেন: হা হা ভালোই তো হয়েছে ভাইয়া।:)

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০

মহারাজ মহারাজ বলেছেন: ধন্যবাদ

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০২

শান্তির দেবদূত বলেছেন: শিরনাম বাদে বাকি সবকিছুই ভাল লেগেছে

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৫

মহারাজ মহারাজ বলেছেন: ধন্যবাদ দেবদূত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.