নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রত্যেক পুরুষই চায় নারীর প্রথম প্রেম হতে, আর নারী হতে চায় শেষ প্রনয়িনী।

মহারাজ মহারাজ

মহারাজ মহারাজ › বিস্তারিত পোস্টঃ

বিষয়:কৌতুক :D :D :D

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৭

**ফেয়ার & লাভলী কোম্পানী থেকে সেলসম্যান আসছে আমার দোকানে অর্ডার নিতে।

-কয় পিচ লেখব ভাই?

-চলে না তো ভাই।

-কন কি? ফেয়ার & লাভলী চলে না!

এহন নতুন ফেয়ার & লাভলী। 3x হারে ফর্সা হইবে!

- কই দেখি

-এই এ্যাড দেখেন।

(সেলসম্যান তার ট্যাবলেট এ এ্যাড টি প্লে করল)

সেখানে ফেয়ার & লাভলী তার নতুন এ্যাড এ বলতেছে—"আমরা প্রযুক্তিতে সবার চেয়ে এগিয়ে, তাই আমাদের নতুন প্রযুক্তির সাথে ফর্সা হোন 3x হারে "



এ্যাডটি দেখে তাদের নতুন প্রযুক্তি সম্পর্কে যা জানতে পারলাম তা হল—

পেস্ট এর সেই টিউব টিউব ই আছে! খালি আগায় সেইভিং ফোম এর মত চাপুনি লাগাইছে।



তারপর কিউরিয়াস মাইন্ড সেলসম্যান এর কাছে যান্তে চাইল এতে ৩ গুন হারে কিভাবে ফর্সা হব!!?

-আরে ভাই এক চাপে বাইরাইবেই তো ৩ গুন হারে! তাইলে হইল না ৩ গুন হারে ফর্সা



#:O মাইরালা আমারে কেউ প্রযুক্তি দিয়া মাইরা লা!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪

মেঘরোদ্দুর বলেছেন: মাইরালা আমারে কেউ প্রযুক্তি দিয়া মাইরা লা! :) :P

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৩

মহারাজ মহারাজ বলেছেন: :)

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০১

বাধা মানিনা বলেছেন: আমার এক চাচাতো বোন, বয়সে আমার অনেক বড়। আজ ২৬ বছর ধরে দেখছি দেশী-বিদেশী হেন কসমেটিক্স নাই যা তিনি ব্যবহার করেন নাই। সমস্যা একটাই। তিনি মিচমিচে কালো তার গায়ের রঙ। আফসো লাগতো তার জন্য আগে। কিন্তু কি সুন্দর একটা ছেলে আপুটাকে ভালোবেসে বিয়ে করেছে। ফুটফটে দুই দুইটা বাচ্চা হয়েছে।

ফালতু-- সব ফালতু। কোন কসমেটিক্স রং ফর্সা করতে পারে না।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩

পথহারা নাবিক বলেছেন: ঘটনা ভালো লাগলো!!

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

মহারাজ মহারাজ বলেছেন: আপনার আপুর জন্য শুভকামনা @বাধা

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

মহারাজ মহারাজ বলেছেন: ধন্যবাদ পথহারা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.