![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেল বাণিজ্যের ৭০ লক্ষ রুপিয়া আটক হইবার পর কালো বিড়াল নিজের পদত্যাগ প্রসঙ্গে দন্তমুখ খিঁচিয়া জ্ঞানগর্ভ বয়ান করিয়াছিলেন-রাজনীতিক হইয়া উঠা কঠিন। কিন্তু মন্ত্রী হওয়া কিংবা ত্যাগ করা কঠিন নহে। যে কোনো সময় সিদ্ধান্ত লওয়া যায়।
উহা ছিল তাহার কথার কথা। মন্ত্রীত্বলাভ যে কোনরুপেই সহজসাধ্য কর্ম নহে তাহা তিনি বিলক্ষণ জানিতেন। অধমসহ পঞ্চমশ্রেণীর বিদ্যাধারীও জানে অত্র দেশের রাজনীতিতে যোগদান করিলেই রাজনীতিক। কিন্তু বহু বৎসর রাজনীতি করিয়াও কেহ কেহ সমগ্রজীবনেও মন্ত্রীত্বের পিঠা ভক্ষণ করিতে পারে নাই। বামগনের দিকে দৃষ্টিপাত করিলেই যে কেহ উহা বুঝিতে পারিবে।
ইহা কাল বিড়ালও সম্যক অবগত ছিলেন বলিয়াই রুপিয়া কেলেঙ্কারীর কারণে পদ ত্যাগেন নাই, কিঞ্চিত ধুম্রজাল সৃষ্টি করিয়াছিলেন মাত্র। ধুম্র অপসারিত হইলে দৃশ্যমান হইল তিনি উজিরে খামোখা পদে বহাল তবিয়তে বিরাজমান। দুর্মুখেরা অবশ্য এই স্থলে বড়দাদার কৃপার প্রসঙ্গ লইয়া আসে। যাহা হউক, কাল বিড়ালের কথার প্রথম অংশ মানিতে না পারিলেও মন্ত্রীত্বত্যাগ যে কঠিন নহে এই কথাটি অধম মানিয়া লইয়াছিল। তবে এই সকলই পূর্বেকার কথা।
অধুনা নির্বাচনী হরিলুটের ভাগীদার হইবার মানসে প্রথমে রাজী হইয়াও পিঠার ভাগাভাগি মনোমত না হওয়ায় বিশ্ববেহায়া দলীয় মন্ত্রীগণ পদত্যাগ করিতে চাহিল। পদত্যাগনামা লিখিয়া উহা লেফাফায় ভরিয়া তাহারা ইতিউতি দৌড়াদৌড়ি করিতে লাগিল। মন্ত্রী হইয়া্ও তাহারা প্রধানমন্ত্রীতো দূরের কথা, তাহার সহকারীগণের নিকট পর্যন্ত গমন করিতে পারিল না। শতরঞ্জ নামক যে খেল আছে উহার মন্ত্রীগণও ইহা অপেক্ষা অধিকতর সম্মান লভিয়া থাকে। থাকুক সেই সকল দুখভরি কাহানী। এইবার কাল বিড়াল পুনরায় দন্তমুখ খিঁচিয়া নয়া ফতোয়া জারী করিলেন, কহিলেন-মহাজোটের মন্ত্রিত্ব গ্রহণ করিয়া আবার ইচ্ছা হইলেই তাহা ত্যাগ করা যায় না।কহিলেন- মন্ত্রিসভায় যাওয়া কঠিন, বাহির হওয়া আরো কঠিন।
মহাবিদ্যালয়ে পাঠকালীন কতিপয় টিপিক্যাল হিন্দী ফিল্ম দেখিয়াছিলাম। উহার বেশীরভাগেই কাদের খান দুর্ধর্ষ কালাবাজারী মাফিয়াচক্রের প্রধানরূপে আবির্ভূত হইতেন। চক্রত্যাগীদের উদ্দেশ্যে গুলিবর্ষনের পূর্বে তাহার একটি কমন ডায়লগ ছিল - ইস কালে ধান্দেকে আন্দার তুম আ তো সাকতে হো, মাগার ইস কালে ধান্দেসে নিকালনা না মুমকিন হ্যায়। ঠা ঠা ঠা।
"মন্ত্রীসভায় যাওয়া কঠিন, বাহির হওয়া আরো কঠিন।" এই কথা বলিয়া কাল বিড়াল কি তাহা হইলে স্বীকার করিয়া লইলেন যে উহাও একটি মাফিয়াচক্র? না হইলে চক্র হইতে নিস্ক্রমন কঠিন হইবে কেন?
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪২
মহাত্যাঁদড় বলেছেন: ভাষা কোন ব্যাপার নহে। ভাবের আদান-প্রদানই আসল।
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:২২
এম এ কাশেম বলেছেন: কথা তো একেবারে সহি,
১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১
মহাত্যাঁদড় বলেছেন: আপনার সহিত মতের মিল পাইয়া যাহার পর নাই আনন্দ পাইলাম।
৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:২৪
ঢাকাবাসী বলেছেন: লেখার ষ্টাইলটা ভাল লাগল। আজকাল দেখা যায়না!
১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৬
মহাত্যাঁদড় বলেছেন: আর স্টাইল! আজকাল কে কাহার কথা শুনে? মন্তব্য পাইয়া আমারও ভাল লাগিল।
৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৫
সালটু বলেছেন: দেশেও তো খিচুড়ি অবস্থা, তাই খিচুড়ি পোস্টে মজা পাইলাম।
১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫১
মহাত্যাঁদড় বলেছেন: খিচুড়ি পোস্ট হইতে মজা লইতে অসুবিধা নাই। মন্তব্য পাইয়া ভাল লাগিল।
তবে প্রশ্ন হইল- উহাদের সহিত একবার জড়াইয়া গেলে আর ফিরিয়া আসা যাইবে না কেন? তাহা হইলে উহারা কি নিজদিগকে একটি মাফিয়াচক্র রূপে স্বীকৃতি প্রদান করিল?
৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৫০
আমার জীবন বলেছেন: আপনার এইরূপ রচনা আমাকে শুধু মুগ্ধই করেনাই, কিয়ৎকাল ইহাকে রবীন্দ্ররচনা বলিয়া ভুল করিয়া ফেলিয়াছিলাম। আমার নিষ্পাপ মনে এইরূপ বিভ্রান্তি সৃষ্টি করিবার জন্য আপনারে মাইনাচ
২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫২
মহাত্যাঁদড় বলেছেন: মাইনাচ সাদরে গৃহীত হইল। :#>
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০৫
বেঈমান আমি. বলেছেন: সাধু ভাষা চলিত ভাষা ইংলিশ ময় এক পোস্ট।
জগাকিচুড়ি পোস্ট বলা যায়।