![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকার উত্তরায় বসিয়া দপ্তর করিবার সিদ্ধান্ত লইয়াছেন জাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। বিমারীর কারণ দেখাইয়া ২০ নভেম্বর হইতে ২০ ডিসেম্বর অবধি বিরাম লইয়াছিলেন। শনিবার তিনি পুনরায় ভিসি পদে ফিরিয়া আসেন। অতঃপর তিনি ৮৯ নং গাউসুল আজম এভিনিউ, সেক্টর ১৪, উত্তরায় বসিয়া দপ্তর করিবেন বলিয়া খবরে প্রকাশ।
তাহার বিরোধীগনের প্রতি উষ্মা প্রকাশ করিয়া ড.মো.আ.হো. কহেন, যে আন্দোলনকারীরা আমার বাসভবন ও প্রশাসনিক ভবন অবরুদ্ধ করিয়া বিশ্ববিদ্যালয়ের শান্ত পরিবেশ অশান্ত করিয়াছে তাহাদের চাকুরিই থাকিবে না। ইহা ছাড়া ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের পর সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন, জাকসু ও উপাচার্য প্যানেল নির্বাচন দেওয়া হইবে বলিয়াও তিনি জানান।
জাবি ভিসির কান্ডকারখানায় অবশ্য আশ্চর্য্ হইবার কিছু দেখিতেছি না। আওয়ামীদিগের আমলে প্রায় পাঁচ বৎসরকাল ভিন্নদেশের সাউথব্লকে অবস্থিত দপ্তরের মাধ্যমে যদি বাংলাদেশ পরিচালিত হইতে পারে তাহা হইলে জাবি কী দোষ করিল?
তাহা ছাড়া আওয়ামীদিগের আয়োজিত জাতীয় সংসদ নির্বাচন যদি প্রতিদ্বন্দিবিহীন, ভোটবিহীন, ভোটারবিহীন হইতে পারে, তাহা হইলে ভিসির বিরুদ্ধে আন্দোলনকারীদিগকে চাকুরীচ্যুত করিবার পর একই আদলে জাবির সিনেট, জাকসু এবং উপাচার্য নির্বাচনের ব্যবস্থা করিলে কোন মহাভারত অশুদ্ধ হইবে?
সহস্র হউক উহারা তো একই গোয়ালের গরু!
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪০
মহাত্যাঁদড় বলেছেন: শুনিয়াছি ভিসির যোগদানের বিজ্ঞপ্তিটি ডাস্টবিনে নিক্ষেপ করা হইয়াছে। উহার সহিত ভিসিকে চ্যাংদোলা করিয়া নিক্ষেপ করা হইলে জাবি নিস্তার পাইত।
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪০
দূষ্ট বালক বলেছেন: বিচি আনোয়ারের চামড়া গন্ডারের চামড়ার চেয়েও শক্ত। এই বিশেষ ধরনের সব কিছুই অবলিলায় সহ্য করা যায়