নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজা

রাজা

রাজামশাই

আমি রাজা

রাজামশাই › বিস্তারিত পোস্টঃ

রবীন্দ্রনাথ প্যাচটা লাগাইছে - কয় ফুলের নাম পারিজাত

১৭ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৪৮





সংস্কৃততে এইটারে কয়ঃ পারিজাত

বাংলায় এইটারে বলেঃ শেফালী

(পশ্চিমবঙ্গের জাতীয় ফুল)

বৈজ্ঞানিক নামঃ Nyctanthes arbor-tristis







মনিপুরীতে এইটারে কয়ঃ পারিজাত

বাংলায় এইটারে বলেঃ মধুমঞ্জরী

বৈজ্ঞানিক নামঃ Quisqualis indica







বৈজ্ঞানিক নামঃErythrina stricta var. suberosa

বাংলায় এইটারে কয় - মান্দার বা পারিজত (রবীন্দ্রনাথ)



কনফিউজ

মন্তব্য ৩১ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫৪

পারভেজ বলেছেন: আমিতো জানতাম শিউলি?!!
নজরুলের একটা গল্প আছে না? শিউলিমালা?!!

১৭ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫৬

রাজামশাই বলেছেন: কিন্তু মান্দার রে রবীন্দ্রনাথ কয় পারিজাত

প‌্যাচটা ওয় লাগাইছে

২| ১৭ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫৮

মমমম১২ বলেছেন: আমি আসলেই খুব কনফু হইলাম।

১৭ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫৯

রাজামশাই বলেছেন: প্যাচ ওয় লাগাইছে

বাংলা যদি সংস্কৃত খাইক্যা আসে তাইলে তো শিউলী র নাম পারিজাত হওয়ার কথা

৩| ১৭ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:০৬

চোরকাঁটা বলেছেন: শিউলি, শেফালি অথবা শেফালিকা



Click This Link

১৭ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:০৭

রাজামশাই বলেছেন: এইডারে সংস্কৃত তে কয় পারিজাত

৪| ১৭ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:০৬

আইরিন সুলতানা বলেছেন: এখন কথা হইল, রবিবাবু যে মান্দার ফুলকেই পারিজাত বলসে এইটার প্রমাণ কই ??

উনা খালি পারিজাত বলেই খালাস, প‌্যাঁচে এখন আমরা পড়সি... :(

১৭ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:০৮

রাজামশাই বলেছেন: প‌্যাচ রবীন্দ্রনাথ লাগাইছে

৫| ১৭ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:০৭

আইরিন সুলতানা বলেছেন: তবে কেশর তো খালি সিংহের থুক্কুহ..মান্দার গাছের ফুলেরই দেখা যায়...

১৭ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:০৮

রাজামশাই বলেছেন: এই তো বুঝছস ( বাংলা এড) :)

৬| ১৭ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:১২

তানজু রাহমান বলেছেন: মাথা ঘুরাইতেছে ... এত্তোগুলা পারিজাত?

:-*

১৭ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:১২

রাজামশাই বলেছেন: ;)

৭| ১৭ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:১৩

চিটি (হামিদা রহমান) বলেছেন: মান্দার ফুলটা দেখতে বেশ লাগছে............।

১৭ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:১৯

রাজামশাই বলেছেন: হুমম

৮| ১৭ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৪৮

হমপগ্র বলেছেন: রবীন্দ্রনাথকে আই পি সহ ব্যান করা হউক!

১৭ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৪৯

রাজামশাই বলেছেন: ওরেরেরে ;)

৯| ১৭ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:০৬

বিবর্তনবাদী বলেছেন: রবিদাতো ভাল লেখে!! তাই আইপি সহ ব্যানের চাইতে, একদিন তারে কমেন্টস করা থেকে বিরত রাখা যাইতে পারে।

১৭ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:০৭

রাজামশাই বলেছেন: ওরেরে -- ;)

১০| ১৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪২

আহমেদ হেলাল ছোটন বলেছেন: হোয়াটস ইন এ নেম?
শেক্সপিয়ার ভ্রাতা বলেছেন

১৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪৩

রাজামশাই বলেছেন: কিন্তু বাংলায় রবীন্দ্রনাথ ই প‌্যাচটা লাগাইছে

১১| ১৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩৮

সূর্য পুত্র ও চাঁদ কন্যা বলেছেন: পারিজাতের কেশর নিয়ে
ধরায় শশী ছড়াও কিয়ে.....
ইন্দ্রপূরীর কোন রমনী বাসর প্রদীপ জ্বালো


শুনো আমি জানি লাস্ট ফুল টা মানে তিন নং ফুলটাই মান্দার বা পারিজাত ,কারণ এটারই কেশর আছে। আর প্রথম টা শিউলি আর ২য় টা মাধবীলতা।

চাঁদকন্যা

১৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩৩

রাজামশাই বলেছেন: আমি কি ভুল কইছি ? ;)

১২| ১৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:২৫

উদাসী স্বপ্ন বলেছেন: পারিজাতের কথা শুইনা আমার পারিজাত জোরাবিয়ানের কথা মনে পইড়া গেলো। কেনো জানি তার চেহারা আমার পিচ্চির সাথে খুব মেলে!

এটা তাকে বলা হয় নি!

১৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:২৭

রাজামশাই বলেছেন: ইডা কেডা

১৩| ২৩ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৫৫

কুঙ্গ থাঙ বলেছেন:

আপনে ঠিকই কইসেন হুজুর -

১ নং টারে মণিপুরীতে কয় সিঙ্গারেই

২ নং টারে মণিপুরীতে কয় পারিজাত

৩ নং টারে মণিপুরীতে কয় মন্দার



বুদ্ধদেব গুহর পারিজাত পারিং বইয়ের কাভারে ২ নং টারে দেখলাম মনে হইল। রবীন্দ্রনাথতো দেখি ভালই প্যাঁচ লাগাইসে!

২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:২৬

রাজামশাই বলেছেন: হুমম

বহুত বড় প‌্যাচ

১৪| ০৪ ঠা অক্টোবর, ২০০৮ দুপুর ১:০৭

সৌম্য বলেছেন: হায় হায়...। এত্ত বড় প্যাচ লাগায়া দিল? এখন কি হবে????
এক কাজ করা যায়, বাঙ্গালী পরিজাত, মনিপুরী পরিজাত নাম দিয়া দেন? আফ্রিকান মাগুর আর বাঙ্গালী মাগুরের মত।
তবে শেফালী আর মান্দার বাংলাদেশের মোটামুটি সবাই চিনে। ঐ গুলোরে পরিজাত বললে পাবলিক আঁতেল বলবে। মনিপুরী গাছটাকে আমি বাংলাদেশে দেখছি, শিউর। কই দেখছি মনে নাই। ঐটারো অন্য একটা গ্রাম্য নাম আছে, এখন মনে আসতেছে না

০৪ ঠা অক্টোবর, ২০০৮ দুপুর ১:০৯

রাজামশাই বলেছেন: সাধারনতঃ গ্রামে মান্দার ই কয়।

১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৪২

রেজোওয়ানা বলেছেন: এই তাহলে পারিজাতের কাহিনী!!

সংস্কৃতটারেই সঠিক ধরা যায়, আচ্ছা মান্দার ফুলকে সংস্কৃতেও কি মান্দারই বলে?

১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৪৫

রেজোওয়ানা বলেছেন: এই তাহলে পারিজাতের কাহিনী!!

সংস্কৃতটারেই সঠিক ধরা যায়, আচ্ছা মান্দার ফুলকে সংস্কৃতেও কি মান্দারই বলে?

১৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৭

আমি দুলাল বলেছেন: পারিজাত নিয়ে চিনতা অনেক দিনের। কিনারা পেলাম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.