নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজা

রাজা

রাজামশাই

আমি রাজা

রাজামশাই › বিস্তারিত পোস্টঃ

ফুলের নাম - হাসনা হেনা

১৯ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৩০

ফুলটার বাংলা নামঃ হাসনা হেনা



অন্যান্য স্থানীয় নামঃ Night-blooming cestrum, Night blooming jasmine



বৈজ্ঞানিক নাম : Cestrum nocturnum Family:Solanaceae(potato family)





- ছবি নেট থেকে

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৪৪

ঘাসফুল বলেছেন: মাতাল করা গন্ধ !!! কতদিন পাইনা :(

১৯ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৫৫

রাজামশাই বলেছেন: তবে সাবধান এই গন্ধ কিন্তু অনেকের দারুণ এলার্জির সৃষ্টি করে

২| ১৯ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৪৮

মমমম১২ বলেছেন: আমার মায়ের খুব পছন্দের ফুল হাসনা হেনা।

রাজামশাই পারিজাত মাথার ভেতর এখোনো।
পারিভদ্রা কে নাকি মান্দার বলা হয়!

১৯ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৫৭

রাজামশাই বলেছেন: রবীন্দ্রনাথ কি প্যাচ টাই না লাগাইলো

এখন আবার আর একটা যোগ হইছে পরিভদ্রা

৩| ১৯ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৫২

নাফিস ইফতেখার বলেছেন: আমার বাসায় আছে....গন্ধটা অতি অতি পছন্দের.....
কথিত কুসংস্কার হলো জ্যোৎস্না রাতে হাসনাহেনার সুমিষ্ট গন্ধে সাপ এসে হাসনাহেনা গাছের গোড়ায় এসে গুটি পাকিয়ে বসে থাকে......;)

১৯ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৫৬

রাজামশাই বলেছেন: আমিও তাই শুনতাম - তাই ছোট বেলায় হাসনা হেনা গাছ থাইক্যা ১০০ হাত দূরে থাকতাম

৪| ১৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:০২

অরণ্যচারী বলেছেন: হুমমম। হাসনাহেনা আমার প্রিয় ফুলগুলোর একটা।

১৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৮

রাজামশাই বলেছেন: শুনলাম

৫| ১৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:২৯

মানবী বলেছেন: ছবি দেখে এখন হাস্নাহেনা ফুল গাছের কাছে যেতে ইচ্ছে করছে :(


পোস্টের জন্য ধন্যবাদ রাজামশাই।

১৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩২

রাজামশাই বলেছেন: ধন্যবাদ গৃহীত হইলো

৬| ১৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫২

রুধীণ বলেছেন: ঘ্রান তীব্র ইহার। হুম, দেশীগুলো আগে পরিচিতি লাভ করুক। গাছপালা ফুল আমার বরাবরই প্রিয় ।

১৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫৪

রাজামশাই বলেছেন: আমি সব দেশী গুলাই দিতাছি

৭| ১৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:১০

কুমারী শ্রীধন্যা গোস্বামী বলেছেন: গন্ধ পেলে আরো ভালো হত। কারন এই ফুল তো পাগল করা গন্ধের জন্য বিখ্যাত।

১৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:২২

রাজামশাই বলেছেন: হু

৮| ১৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৩

ভন্ড আঁতেল বলেছেন: নজরুল তাঁর বক্তব্যে বলেছিলেন, তাঁর ছেলে বুলবুল যখন মারা গেল, তিনি প্রান ভরে হাস্নাহেনার গন্ধ উপভোগ করছিলেন।

১৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:২৩

রাজামশাই বলেছেন: হুমম

নজরুল পুলাডা ভালা আছিলো

৯| ১৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:২৭

মানুষ বলেছেন: হাসনা হেন চিনি তবে এতো তীব্র গন্ধ ভাল লাগে না। বরং কামিনীর গন্ধটা ভালো

১৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫১

রাজামশাই বলেছেন: কোন অসুবিধা নাই - কামনীর গন্ধ নিতে পারো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.