নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজা

রাজা

রাজামশাই

আমি রাজা

রাজামশাই › বিস্তারিত পোস্টঃ

ফুলের নাম - বিষকাটালী

০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৯

এইটার নাম বাংলায়ঃ বিষকাটালী



এটি একটি ঔষধি গাছ।



অন্যান্যা স্থানীয় নামঃ Oriental Pepper, Prince's feather,Tall Persicaria



বৈজ্ঞানিক নামঃ Persicaria hydropiper Family: Polygonaceae (Knotweed family)



Synonyms: Persicaria orientalis

- Polygonum orientale

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৮

অর্পিত স্নৃগ্ধা বলেছেন: পরিচিত হলাম।

০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:০৪

রাজামশাই বলেছেন: হু

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৫

চাচামিঞা বলেছেন: প্লাসাইলাম। রমজান মাসে বুট/ছোলা গাছ সম্পর্কে কিছু ছারেন।

০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:০৫

রাজামশাই বলেছেন: দেখি

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:০২

গুপী গায়েন বলেছেন: পেন্নাম রাজামশাই। এইটা কি খাওনের না মাখনের ঔষধ? কাম কি? (সিরিয়াস)

জানালে ভাল হয়।

০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:০৬

রাজামশাই বলেছেন: The nuts are prescribed in tuberculous swellings and in flatulence.

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:০৬

মানুষ বলেছেন: এইটা চিনি।

০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:০৭

রাজামশাই বলেছেন: গুড

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:০৭

আমি ও আমরা বলেছেন: রাজা মশাই,
আপনাকে আমি বিনীত অনুরোধ করবো, আপনি যদি আমার ব্লগে একটু আসেন। ওখানে আমার ফটোগ্রাফিক কিছু কাজ আছে, প্রথম কিস্তিতে আমি কিছু ফুলের ছবি তুলেছিলাম। কিন্তু ফুল গুলোর নাম জানিনা। অনেক কেই আমি তোলার সময় জিজ্ঞাস করেছিলাম কিন্তু তারা কেউ বলতে পারেনি। আপনি একটু চেষ্টা করে দেখবেন কি? তাহলে আমরা জানতে পারবো।

ফুল নিয়ে আপনার পোষ্ট গুলো দেখে আমি মুগ্ধ হই কিন্তু কমেন্ট করিনা। কিছু কিছু ব্যপার কমেন্টের বাহিরে থাকাই ভালো।

ভালো থাকবেন।

০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:০৯

রাজামশাই বলেছেন: গেলাম

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৯

ত্রিভুজ বলেছেন: হুমমমম....

০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:০৯

রাজামশাই বলেছেন: হুমম

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:১৩

আরিফ থেকে আনা বলেছেন: কি খবর রাজা? রমজান মাস কেমন চলে?

০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৩

রাজামশাই বলেছেন: ভালোই তো

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১১

গুপী গায়েন বলেছেন: বড়ই প্রীত হইলাম অবগত হইয়া। :)

০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১১

রাজামশাই বলেছেন: ওখে

৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৮

আইরিন সুলতানা বলেছেন:
নামকরণের সার্থকতা জানতে চাই ....

০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮

রাজামশাই বলেছেন: ওরেরেরে কঠিন প্রশ্ন

The nuts are prescribed in tuberculous swellings and in flatulence.

মনে হয় বিষে বিষে বিষক্ষয় - ক্ষয় মানে কাটা - যে কাটে সে কাটালী

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১৫

নিবিড় অভ্র বলেছেন: অর্পিত স্নৃগ্ধা বলেছেন: পরিচিত হলাম।

আমার এক ফ্রেন্ড সায়েন্স প্রজেক্টে এই গাছ দিয়ে কয়েল বানিয়েছিল।
কিন্তু সেই গাছে ফুল ছিল না।

কৃতজ্ঞতা গ্রহণ করতে রাজাজির কৃপা হয়। রাজাজিকি জয়!!!

২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২৭

রাজামশাই বলেছেন: কৃতজ্ঞতা আনন্দ চিত্তে গ্রহণ করিলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.