![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Title: somewhere in... blog - world´s largest bangla blog community.
Description: সামহোয়্যার ইন ব্লগ - বাঁধ ভাঙার আওয়াজ । বাংলা ব্লগ |
এই ওয়েব সাইটটির বাষিক মূল্য $529,804.80 ইউএস ডলার। যা বাংলাদেশী টাকায়-
36,583,023.06 টা.
ডেইলি এডসেন্স আয় $725.76 ইউএস ডলার। যা বাংলাদেশী টাকায়-
50,113.73 টা.
বিশ্বাস হচ্ছে না! এটাই সত্যি.......
♥♥ সব সময় আপনার ফেইস বুকে ফ্রি ডাউনলোড লিংক পাও্রয়ার জন্য এই গ্রুপে যোগ দিন।
এই গ্রুপ থেকে আপনি সব সময় ফ্রি মুভি, সফটও্রয়্যার, ও্রয়ালপেফার, গান, ভিডিও্র, খবর ইত্যাদি ফ্রি ডাউনলোড লিংক পাবেন।
গ্রুপে যোগ দিতে Click Here
এছারা এখানে ভিজিট করতে পারেন
আর একটা কথা উপরের লেখার কথা আমার না।
কার কথা এখানে দেখুন + আর ডিটেলস জানুন
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪৯
মোহিত বলেছেন: ভাইয়া আপনি কোন ওয়েব ডেভেলপার এর সাথে কথা বলে দেখেন
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৩৯
কার্ল মার্ক্স বলেছেন: পাঠকদের জন্য ইনফরমেশান হচ্ছে:
১. সামহয়ারের মত উল্টা পাল্টা কোন ব্যান থাকবেনা
২. ব্যান করা হবে শুধু মাত্র (পর্ণ আর কুরুচিপূর্ণ কথা গালি গালাজ ইত্যাদির জন্য)
বিদেশী এই মডুরা, বাংগালী ব্লাগরদের দাবীর প্রতি কর্ণপাত না করলেও আমরা এগিয়ে আসলাম।
৩. কোন ইউজার ব্যান থাকবে না।
৪. সবাই সেফ ব্লগার হিসেবে থাকবেন।
৫. গেট আপ, মেকআপ, সিস্টেম সবই সামহয়ারের মতই হবে।
যাতে সামুর আট হাজার ব্লগার যারা এই নিয়মে অভ্যস্ত হয়ে গেছেন তারা যেন অন্য সিস্টেম না জেনেই এটা সহজে ইউজ করতে পারেন।
৬. বিজ্ঞাপন সামুর থেকে কিছুটা বেশি হতে পারে
৭. কোন ব্লগার নিজ পোস্টে যে কাউকে কোন ব্লক করতে বা কারো কমন্টে ডিলিট করে দিতে পারবে।
৮. আমরা কয়েকদিনের মধ্যেই কাজ শুরু করতে চাই।
আমাদের প্রজেক্ট কো- অর্ডিনেটর হিসেবে থাকছেন
রাসেল : ০১৬৭২-৩২৬৭৫৩
যে কোন প্রকার তথ্য দিয়ে সহযোগীতা কারীরা সেই সাইটের উপদেষ্টা হিসেবে বিবেচিত হবেন। একটা উপদেষ্টা প্যানেল থাকবে।
সাইটের নাম হতে পারে http://www.banglawritersforum.net
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৫৬
মেহরিন সাদিয়া সুমি বলেছেন: আচ্ছা, আমি একটা ব্যপার ক্লিয়ার না যারা এই ধরনের ওয়েব সাইট খোলে তারা ওয়েব সাইটের খরচ কিভাবে চালায়?
সামহয়্যারে তো বিজ্ঞাপন বলতে শুধু একটেল এছাড়া বর্তমানে বি বি সি জানালা এ্যাড দিচ্ছে। তার মানে কি এরা এই দুইটা প্রতিষ্ঠানের দেয়া বিজ্ঞাপনের টাকা দিয়েই ব্লগ চালায়?
একটু বুঝিয়ে বলবেন?
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:২৯
নাফিস ইফতেখার বলেছেন: @মেহরিন সাদিয়া সুমি: অনেক সময় এ ধরনের ওয়েবসাইটের প্রথম দিকটায় লাভটা মুখ্য নয়, বরং প্রচারটা মুখ্য হয়। মানুষকে জানানো যে এমন একটি ওয়েবসাইট আছে সেটাই তখন প্রধান টার্গেট হয়। পরে সাইট জনপ্রিয় হয়ে গেলে আরো বড় বড় এ্যাডের অফার আসবে এবং টাকার পরিমাণটাও বাড়বে। আর এতোগুলো রেজিস্টার্ড ইউজার যেহেতু হাতে আছে তাই এদেরকে কাজে লাগে ভবিষ্যতে আরো অনেক লাভজনক কমিনিউটি বেইজড কাজই করা সম্ভব - তখন আর এটা শুধু একটা ওয়েবসাইট থাকছে না। আর যতো বেশি ইউজার ততো বড় বিজ্ঞপণ ক্ষেত্র - সেটা তো আর বলে দেয়ার অপেক্ষা রাখে না। ব্যাপারটাকে তুলনা করতে পারেন অনেকটা বাংলাদেশের অনেক সংবাদপত্রের প্রথম দিকে লসের বিজনেস করে (২/৩ টাকায় সংবাদপত্র বিক্রি) পরে জনপ্রিয় হয়ে যাওয়ার পর দাম বাড়ানো। এটাকে 'Get Big Soon' থিওরী বলে। এই থিওরীর আরো একটি প্রকৃষ্ট উদাহরণ হতে পারে এ্যামাজন ডট কম বা mig33 মোবাইল চ্যাট সার্ভিস।
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৩৮
গ্রাফিক্স ওয়ার্ল্ড বলেছেন: @ মেহরিন সাদিয়া সুমি : আপনার প্রশ্নের উত্তরে এটুকু বলা যায়, 700 px X 50 px আকারের একটি বিজ্ঞাপন প্রথম আলোর ওয়েবসাইটে দিতে প্রতি মাসে তিন লক্ষ টাকা গুনতে হয়।
৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:১৯
মঈনউদ্দিন বলেছেন:
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৪৫
মন মণষা বলেছেন: বিষদ ভাবে জানতে খুব আগ্রহ হচ্ছে...
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৩৭
কার্ল মার্ক্স বলেছেন: সামহয়ারের মত একটা ব্লগ সাইট করা দরকার। আমাদের নিজস্ব ফোরামের জন্য। একই গেটআপ। একই প্রযুক্তি।
মোটামুটি কত এমাউন্টের মধ্যে করা সম্ভব। টেকি ভাইদের কাছ থেকে তথ্য চাই।
এ ব্যাপারে ঢাকায় সব চেয়ে অভিজ্ঞ কারা আছেন। তাদের সাথে যোগাযোগ করতে চাই।