![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনো রাএি কি দেখছো?
একা একা জেগে জেগে সারারাত !!
রাতের কষ্ট কি দেখছো কখনো?
হয়তো দেখনি কখনো
কিন্তু আমি দেখছি- অন্ধকার!
পূর্নিমার চঁাদ কি দেখছো?
হয়তো দেখছো কোন একরাতে
সবাইকে কত আনন্দ বিলাতে।
কিন্তু তার কষ্ট কি দেখছো কখনো?
আমি দেখছি-চন্দ্রগ্রহণ!
তাহলে আমার কষ্ট কি জানো?
আমার কষ্ট শুধু আমিই জানি
একাকিত্ব!!!
তাং:29/5/14
©somewhere in net ltd.