নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক পথহারা পথিক

মহানন্দ মোহন

মহানন্দ মোহন

আমি একা শুধু একা আমার আপন কেউ নাই...

মহানন্দ মোহন › বিস্তারিত পোস্টঃ

ভালো থেকো প্রিয়া ...

১৮ ই জুলাই, ২০১৪ রাত ২:৫৭

আজ মুছে ফেলেছি সকল

ফোনের মেসেজ,

যেখানে লেখা ছিলো তোমায় নিয়ে হাজারো স্বপ্নের কথা।

শুধু মুছতে পারিনি,

আমার মনের স্মৃতির পাতা,

যেখানে জমে আছে

তোমায় নিয়ে হাজারো স্মৃতি কথা।

তাই আজ মনে হচ্ছে জীবন টা যেন এক স্মৃতির ভেলা,

যা কিছু আছে সবই যেন শুধু আজ স্মৃতি।

তোমার কি মনে পড়ে আমার

মতো,হয়তো পড়েনা?

কিন্তু আমার পড়ে.....

এইতো কিছু দিন আগে,

প্রায়ই তুমি এস এম এস করতে,

সকালের শুভেচ্ছা আর রাতের শুভ

রাত্রিটাও বলতে,

কিন্তু এখন কেন বলোনা?

না কি তোমার ঘুম আসতোনা,

তাই আমার সাথে সময় কাটাতে?

না না আমার কাছেতো কখনো তেমন মনে হয়নি কখনো।

কিন্ত তোমার কাছে যে এত সময় কম আমার জানা ছিলোনা,

আমি কখনো ভাবিনি তুমি এতো

সহজে আমায় একা করে দিবে,কোনো দিন একটা স্বপ্ন ও

দেখিনি তোমায় ছাড়া

আমি একা থাকবো,

আর তুমি আমায় ছেড়ে

এত দূরে যাবে।

আমিতো তেমন কিছু করিনি তোমার সাথে ,

কিন্তু তুমি কেনো চলে গেলে?

জানো প্রিয়া আমার অনেক কষ্ট হয় ,তাই এখনো সবার মাঝে

তোমার মুখটা আমি খুঁজে বেড়াই।

তবে শুনে রেখ তোমার জন্য আজ আমি নিজেকে পাথর বানিয়েছি

বিশ্বাস হচ্ছেনা তো তোমার ?

চেষ্টা করে দেখ ...

পাথর যেমন আঘাত করেও ভাঙ্গেনা

তেমনি আমার মনটাও হাজার আঘাতেও কিছুই হবেনা।

তুমি হয়তো ঝরনা দেখছো?

কিন্তু তার স্রোত কেমন হয় আজও হয়তো অনুভব করতে শেখনি?

শুধু এইটুকু বলবো আমার ভালবাসা ছিলো অনেক সুখের স্বপ্নে ভরা ..

কিন্তু আমার কষ্ট গুলো ঝরনার স্রোতের মতো।

তাই একদিন এই স্রোতে আমি তোমায় ভাসাবো ,

আর বুঝাবো সেদিন তোমায়

আমি কতোটা ভালবাসি।

ভালো থেকো প্রিয়া ....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.