![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গভীর রাতে যখন কোন ফুটপাতের এক চায়ের দোকানের এক কোণে বসে বসে ঘুমের সাথে পাল্লা দিয়ে রাত জেগে থাকার চেষ্টা করছি ঠিক তখনই পিছন থেকে যেন কোন এক আগন্তুক আমার মাথার উপরে টোকা দিলো কিন্তু আমি কিছু বুঝতে পারলাম না। ঠিক কিছুক্ষণ পরে আবারও একই স্টাইলে আমার মাথার উপরে টোকা দিলো তখনও আমি যেন ঘুমিয়ে চলেছি না জানা এক গভীর কাল্পনিক সমুদ্রে। সেখানে আমি খেলা করছি কত অপরিচিত প্রাণীর সাথে দেখলে যেন মনে হবে তাদের সাথে আমার এক নিবিড় নাড়ির সম্পর্ক।কিন্তু হঠাৎ করে আমার ঘুম ভাংলো আর তখনই পিছনে তাকিয়ে দেখি সে এক অদ্ভুত কান্ড ছিন্ন বস্ত্র পরিহিতা এক অর্ধবয়সী নারী এই গভীর রাতে আমার কাছে হাত পেতে কিছু পেতে চাইছে। কিন্তু তাতে আমি মোটেও ভয় পেলাম না বরং তাকে আমি পকেট থেকে দশটি টাকা বের করে দিলাম। কিন্তু তখনও আমার পাশে থেকে গেলো না। বরং তখন সে ধীরে ধীরে আরও আমার পাশে চলে আসলো আর আমি তখন একটু একটু ভয় পেতে লাগলাম। দেখি সে এক পর্যায়ে আমাকে জড়িয়ে ধরে আমাকে মারতে প্রস্তুত হতে লাগলো তখন আমি কি করবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না তাই আমি চিৎকার করার চেষ্টা করলাম কিন্তু তখন যেন আমার কন্ঠে বরফ আড়ষ্ট হয়ে আটকে গেছে কোন শব্দই বের হতে চাইছে না শুধু একটা গোঙ্গানোর আওয়াজ বের হতে লাগলো আর এদিকে আমার কাঁধের ব্যাগটা নিয়ে পাগলী টির সাথে টানাটানি করতে করতে ততক্ষণে আমি জ্ঞানহীন মাটিতে ভূপাতিত। কিছুক্ষন পরে আমার জ্ঞান ফিরলো আর তখন দেখি আমার পাশে কেউ নেই শুধু আমি একা পড়ে আছি শূন্য শয়নে নয়ন সিক্ত আঁখিতে। আর তখনই আমি আবার কল্পচিওে আমার ভাবনা গুলোকে নিয়ে ভাবতে ভাবতে মোয়াজ্জিমের আওয়াজ আমার কানে এসে পৌঁছে গেলো .....
©somewhere in net ltd.