![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুম আমার খুব-ই অপ্রিয়, তাই
আমি জেগে থাকি যতক্ষন
দেখি চোখে .....
কোন এক শ্রাবনের শেষ বিকেলে
অঝর ঝরা এসেছিলো
আমার জীর্ন ভাঙ্গা জানালায়।
শুধু হাত বাড়িয়ে ছুঁয়েছিলাম শ্রাবনের সেই অঝর ঝরা।
সেদিন খুব কাছে টেনে ছিলো আমাকে সেই শ্রাবনের অঝর ঝরা।
ভাসিয়ে নিয়েছিলো আমার সেই
যতো দুঃখ কষ্ট আর যন্ত্রনা.....
বিনিময়ে দিয়েছিলো আমাকে কিছু অকৃএিম সুখ।
তাই এই অনুভব মন আজও খোঁজে
সেই শেষ বিকালের অঝর শ্রাবন।
©somewhere in net ltd.