![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষণস্থায়ী দুনিয়ায় বেশী দিন বেঁচে থাকার চিন্তা করা বোকামী। মৃত্যুর জন্য সবার প্রস্তত থাকা উচিত
মেঘ আর বৃষ্টি কার না ভাল লাগে। আজ শুক্রবার। অফিসের কাজের চাপ নেই। সকালে বৃষ্টির শব্দে ঘুম ভাঙলো। এখন দুপুর। এখনো ঢাকার আকাশে মেঘ। সকালে এক পশলা ভারী বৃষ্টি হলেও এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
আজ অনেকেই খিচুরী খাবেন। তবে আমার বউ ভাত রান্না করছে। আমাকে ভাত খেতে হবে।
ছুটির দিনটি বাসায় বৃষ্টি উপভোগ করেন।
কাজের ঝামেলায় অনেক দিন পোস্ট দিতে পারিনি। ভাল থাকবেন।
০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৮
মহসিন৭১ বলেছেন: হাত পাতেন দাওয়াত দিলাম
২| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৮
খাটাস বলেছেন: ঢাকায় বাসায় থেকে বৃষ্টির শব্দ বোঝেন কিভাবে?
আপনার শ্রবণ শক্তি ভাল। আমি শব্দ বুঝতেই পারি না। :#>
০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৪
মহসিন৭১ বলেছেন: লেখক বলেছেন: আমার বাসার সামনে পেছনে বেশ কিছু গাছ আছে। দুদিকে জানালা। বৃষ্টি এলে গাছগুলো বাতাসে নড়ে। আর গাছের পাতার ওপর বৃষ্টি পড়ে যে শব্দ করে তা শুনতে বেশ মিষ্টি। রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলে এমন একটি জায়গা আছে তা রাজধানীর অনেকেই জানে না । বছর তিনেক আগে আমি নিজেও জানতাম না্। কিন্তু আমি এখন এখানেই বসবাস করি। যেখানে খোলা মাঠ, মাঠের চার দিকে গাছ। গাছের পাশেই চারতলাএকটি ভবনের চার তলায় আমার বসবাস। যে রুমটিতে আমি ঘুমাই তার দুদিকে জানালা। দক্ষিণ দিক থেকে বাতাস এসে উত্তর দিকে চলে যায়। আর আমাকে দিয়ে যায় কিছুটা প্রশান্তি। ভাল থাকবেন।
৩| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১:০৯
নাজিয়া জামান বলেছেন: ভাত খাওয়াই ভালো ।
৪| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ২:৩২
খাটাস বলেছেন: আপনার বাসার একটা ফ্লাট ভাড়া নিতে মনে চায়।
আপনি অনেক সৌভাগ্যবান ভাই। ভাল থাকবেন।
২৫ শে জুন, ২০১৩ দুপুর ১:৪৩
মহসিন৭১ বলেছেন: আমি নিজেই ভাড়াটিয়া....
৫| ০৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:১২
বাংলাদেশী দালাল বলেছেন:
বউ রা খিচুরি রান্না করতে চায়না কেন?
খিচুরি হইলে দাওয়াত নিতাম।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৮
সোহাগ সকাল বলেছেন: ভাতের দাওয়াতটা আশা করছিলাম!