নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Iqbal Hossen Mojnu I ইকবাল হোসেন মজনু

[email protected]

ইকবাল হোসেন মজনু

Chief Reporter Sangbad24.net www.sangbad24.net [email protected] 01683778047

ইকবাল হোসেন মজনু › বিস্তারিত পোস্টঃ

"লোডশেডিং" কাকে বলে, বিদ্যুত অফিসেই জ্বলছে সৌর বিদ্যুত

২২ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৪৮

নোয়াখালীতে "লোডশেডিং" এতো অসহনীয় মাত্রায় পৌছেছে যে,

এখানে স্বয়ং একটি পল্লী বিদ্যুতের অফিসেই জ্বলছে সৌর বিদ্যুত ।

এখন কি গ্রাহকদের সবার ঘরে ঘরে সৌর বিদ্যুত লাইন পৌছে দেবে পল্লী বিদ্যুত।



নাকি এটা তাদের অসহায়ত্বের চিহ্ন মাত্র।




মন্তব্য ১৫ টি রেটিং +১/-১

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৫৬

ইকবাল হোসেন মজনু বলেছেন: ছবিটি তুলেছেন সেনবাগ উপজেলার আমার এক সহকর্মী বন্ধু।

২২ শে এপ্রিল, ২০০৮ রাত ২:১৩

ইকবাল হোসেন মজনু বলেছেন: সেনবাগের চারটি পল্লী বিদ্যুত কেন্দ্রে সৌর বিদ্যুত লাইন বসানো হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।

২| ২২ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৫৭

সবাক বলেছেন: ধন্যবাদ বিষয়টি নিয়ে লেখার জন্য।

এধরনের বিষয়গুলো উঠিয়ে আনা দরকার।

২২ শে এপ্রিল, ২০০৮ রাত ২:০০

ইকবাল হোসেন মজনু বলেছেন: দেখুন বিদু্যতের লোড়শেড়িং দিন দিন বাড়তে থাকলেও কতৃপক্ষ নতুন লাইন দেয় বন্ধ করেনি। বিদু্যৎ নিশ্চিত না করে লাইন দেয়া এটা আরেক ধরনের প্রতারনা।

৩| ২২ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৫৮

মাইনুল বলেছেন: বাংলাদেশে সৌর বিদ্যুতের প্রচলন বাড়াতে হবে। কেননা গ্যাস ফুরিয়ে যাচ্ছে। এখন অন্য চিন্তা করা ছাড়া গতি নাই।

২২ শে এপ্রিল, ২০০৮ রাত ২:০২

ইকবাল হোসেন মজনু বলেছেন: বাংলদেশে সৌর বিদ্যুতের প্রচলন বাড়াতে হবে না আমিতো সেটা বলিনি। আমার প্রশ্ন ডাক্তারের সর্দি হলে রুগীর সর্দি সরাবে কে?

৪| ২২ শে এপ্রিল, ২০০৮ রাত ২:০৫

বালুকাবেলা বলেছেন: আর বলবেন না, বিদ্যুৎ এর কি যে অবস্থা!! ঢাকায় আমাদে এই দিকে প্রতিদিন এন্টিবায়োটিক টেবলেট খাওয়ার মত এক থেকে দের ঘন্টা পর পর এক ঘন্টা করে বিদ্যুৎ থাকে না তাহলে বুঝেন দিনে ক বার বিদ্যুৎ চলে যায়।

২২ শে এপ্রিল, ২০০৮ রাত ২:০৮

ইকবাল হোসেন মজনু বলেছেন: আসলে দেশে ভিআইপি চুরি বন্ধ না হওয়া পর্যন্ত আমাদেরকে এ যাতাকলে পিষ্ট হতেহবে।

৫| ২২ শে এপ্রিল, ২০০৮ রাত ২:০৫

সবাক বলেছেন: নোয়াখালীর কোম্পানীগঞ্জের ছাভিটা বিদ্যুৎ কেন্দ্রে অবশ্য নতুন মিটার দেয়া বন্ধ আছে।

আসলে চাহিদা পূরণ নিশ্চিত না করে নতুন মিটার দিয়ে ক্ষতি বৈ লাভ নেই। বরং বেসরকারী সৌরবিদ্যুতায়নকে সহায়তা করা উচিত। এবং সরকারের পক্ষ থেকে সৌর বিদ্যুতায়নের সুষ্ঠু নীতিমালা প্রণয়ন আবশ্যক। বিশেষত স্থপনের জন্য খরচটা আরো কমিয়ে আনার বিষয়টি ভেবে দেখা উচিত।

২২ শে এপ্রিল, ২০০৮ রাত ২:১০

ইকবাল হোসেন মজনু বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
সেটাতো করবে না। আমাদের দেশের মাথা মোটা আমলারা। কারন এটা থেকে তারাতো বারবার ফায়দা লুটতে পারবে না। বিদ্যুত থেকে তো প্রতিমাসে মোটা অংকের...............................পায়।

৬| ২২ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:২৮

আবদুর রাজ্জাক শিপন বলেছেন: ভাইজান শিরোনামের "লোডশেডিং" বানানটা ঠিক করেন ।

৭| ২২ শে এপ্রিল, ২০০৮ সকাল ১১:২২

মো: খায়রুল বাসার বলেছেন: আমাদের রন্দ্রে রন্দ্রে দূর্নীতি ।
লোডশেডিং আছে, ছিলো এবং থাকবে । কারন power station করা এত সহজ ব্যপার নয় । তা ছাড়া electricity demand দিনের পর দিন বাড়ছে । সেজন্য bio gas বা সৌর বিদ্যু জনপ্রিয় করা দরকার ।

৮| ২৪ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৪০

চিকনমিয়া বলেছেন: লোড়শেড়িং কাকে বলে, বিদ্যুত অফিসেই জ্বলছে সৌর বিদ্যুত
০০০০০০০০০০০০০০০০০০০০০০০০
"লোড়শেড়িং " কিতা?
মাইনাচ

৯| ২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:৩৪

মনুমনু বলেছেন: বানাতে কত খরচ......পারলে এখনই ওর্ডার দিব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.