নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোকসেদুল ইসলাম। বৈশাখী ঝড় নামের অন্তরালে ব্লগিং করেছি দীর্ঘদিন। ছোট বেলা থেকেই বিভিন্ন প্রতিকূল আবহাওয়ার সাথে লড়াই করে বড় হয়েছি। কিন্তু সত্য প্রকাশে একপা পিছুহটি নি। বাঁকা জিনিস কে সোজা করার চেষ্টা করেছি নিরন্তর।

বৈশাখী ঝড়

হাতে পরেছি এক দুঃখবোধের ঘড়ি

বৈশাখী ঝড় › বিস্তারিত পোস্টঃ

দুটি গদ্য কবিতা

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৯

(১) ডাকপিয়ন
..........................
আমি একজন ডাকপিয়নকে চিনি যার মৃত্যু হবে অপঘাতে এই তথ্যটি জেনেও মেতেছিল যুদ্ধ যুদ্ধ খেলায়। এ কথা বলতেই সে হাসি মুখে বলল, পুরো জীবনটাই তো একটা যুদ্ধের ময়দান। যে ভালো অস্ত্র চালনা করতে জানে বেঁচে থাকার অধিকার তারই। ডাকপিয়ন চিঠির গন্ধ চেনে। প্রেমিকের চিঠি হাতে নিয়ে বলে দিতে পারে তার বুকের কষ্টগাথা। সারাদিন হাঁটার পর এককাপ চা হাতে নিয়ে ভাবে; সে এদেশের উসাইন বোল্ট। অথচ ছোটবেলায় তার ঘোড়ায় চড়ার শখ ছিল। প্রাকটিস বলতে মেলায় গিয়ে ঘোড়দৌড় দেখা পর্যন্তই। মানুষ কতো কিছু হতে চায়। স্বপ্ন মূলত মৃত্যুর কাছাকাছি একটি নাম। পূরণ না হলেই মানুষ যুদ্ধ করে। কৈশোরে সেও স্বপ্ন দেখেছিল এক প্রেমিকা। আর প্রেয়সীর মুখ আঁকতে গিয়ে এঁকে ফেলেছিল আস্ত একটা পৃথিবী।


(১) জীব-অণুজীব গবেষণা কিংবা চিড়িয়াখানার প্রেম
........................................................................................
অন্ধকার দীর্ণ করে বের হয়ে আসছে যে মনুষ্যমুখ তার হাতের রেখাগুলোও অস্পষ্ট। রৈখিক ভরবেগে কৌনিক নকশা কেটে ঈশ্বরের সুনিপুণ ইচ্ছাগুলো এখানে এসে মাথা খুঁটে মরে। এখানে ঘাস নেই, বৃক্ষ নেই শুধু হাতের মুঠোয় ধরে রেখেছি নষ্ট জল। যারা নদী দেখেনি কিংবা মাছ তারাও ইদানিং একচিলতে হাসি মুখের আশায় নদী মুখস্থ করে রাখে। লেখাপড়া কম হতে পারে, হালুমের চরিত্র আমরাও জানি। হাড়গিলা চিনি বলেই আবাসিক হোটেলে গিয়ে রাতঘুম দেই। হরিণকে পিছু রেখে একদিন আমিও বসে যাব গন্ডারের মুখোমুখি - বেদনাহীন মৃত্যুর ব্যবস্থা করার বিধান তাদের সংবিধানে আছে কিনা জেনে নেবো। ’পৃথিবীটাই চিড়িয়াখানা’ বলেছিল যে শ্যামা ময়নাটি তার অবস্থাটাও আজ বড়ই করুণ। আর আমরা ব্যস্ত সময় কাটাই জীব-অণুজীব গবেষণায়।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৫

সোনালি কাবিন বলেছেন: মন্দ নয়।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৮

বাউন্ডেলে বলেছেন: চমৎকার!

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৩

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৪৬

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: যার ঘোড়ার পিঠে চড়ে রাজা হবার শখ ছিলো, সে ই ডাকপিয়ন হয়ে নিজের পিঠে অন্যের চিঠি বয়ে বেড়ায়, ঘোড়ার মতন দৌড়ে বেড়ায়৷

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭

নিবারণ বলেছেন: বেদনাহীন মৃত্যু নাইগা, এই এক সমেস্যা নিয়া মইরা যাবগা একদিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.