নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মমিন মজুমদার

মমিন মজুমদার › বিস্তারিত পোস্টঃ

নিউ ইয়কে মসজিদে জুমা’র খুৎবায় গণহত্যা ও নবী (সা:) এর বিরুদ্ধে কুটক্তি বন্ধের আহবান

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৩

বাংলাদেশে গণহত্যা, ধর্মীয় পাঠ্য বইয়ে আল্লাহর সাথে দেবদেবীকে তুলনা এবং রাসুল (সা:) এর নামে কুটক্তি বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানিয়েছেন নিউ ইর্য়কে বাংলাদেশী অধ্যুষিত মসজিদ সমুহের ইমামগণ। ‘রাসূল (সা:) এর বিরুদ্ধে কুটক্তি করার ভয়াবহ পরিণতি এবং ইসলামী নির্দেশ অনুযায়ী মুসলমানদের করণীয়’ বিষয়ে ৮ মার্চ শুত্রুবারে জুমা’র নামাজের খুৎবায় খতিবরা এ আহবান জানান।

নাস্তিক মুরতাদ ব্লগাররা মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে কটুক্তি, ইসলাম ধর্মের বিভিন্ন বিষয়ে জঘণ্য কুফুরী মন্তব্যের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ এবং নবী (সা:) এর মর্যাদা রক্ষার ধারাবাহিক কর্মসূচীর অঙ্গীকারে নিউ ইর্য়কের ওলামা মাশায়েখে ঘোষিত এ কর্মসূচী মসজিদে মসজিদে পালন করা হয়।

নিউ ইর্য়কের বাংলাদেশী মুসলমানদের সর্ববৃহৎ মসজিদ জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব হাফিজ মাওলানা মুজাহিদুল ইসলাম খুৎবায় বলেন, বাংলাদেশ থেকে ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য একটি গোষ্ঠি প্রিয় হযরত মুহাম্মদ নবী (সাঃ) বিরুদ্ধে কথা বলছে। নাস্তিক মুরতাদরা আল্লাহ রাব্বুল ইজ্জত, নবী করীম (সা:) ও ইসলামের বিভিন্ন দিক নিয়ে কুৎসা রটনা করছেন পরিকল্পিত ভাবে। মুরতাদদের উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে পুরো জাতিকে বিভক্তি করে যুদ্ধাবস্থা সৃষ্টি করা। তিনি নাস্তিকদের ব্যাপারে ধর্মপ্রাণ মুসলমানদের সজাগ থাকার আহবান জানায়ে বলেন, নবম শ্রেণীর ইসলামী শিক্ষা বইতে দেবদেবীর নামে উৎর্সগকৃত পশুর গোস্ত খাওয়া হালাল লেখা সরকারের এক ধরণের দৃষ্টতা। তিনি বলেন, রাসুল (সা:) এর কুটক্তিকারী নাস্তিকদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে নিবির্চার হত্যার শিকার হচ্ছেন সাধারণ মানুষ ও মুসল্লিরা। নাজেহাল হচ্ছে দেশের শীর্ষ স্থানীয় ওলামায়ে কেরাম। তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশের মুসল্লিদের হত্যা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। ঈমানদাররা এ অবস্থা বসে থাকতে পারেননা। তিনি খুৎবায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট অবিলম্বে নাস্তিক ব্লগারদের দৃষ্টান্তমূলক শাস্তি, নবী (সা:) প্রেমিকসহ দেশে সকল হত্যা বন্ধ এবং আল্লাহ সঙ্গে দেবদেবীর তুলনা বন্ধের জোর দাবী জানান । নামাজের পর বাংলাদেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫২

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ধর্মীয় পাঠ্য বইয়ে আল্লাহর সাথে দেবদেবীকে তুলনা !!!!

কোন পাঠ্য বইয়ে গো ভাইডি???

নবম শ্রেণীর ইসলামী শিক্ষা বইতে দেবদেবীর নামে উৎর্সগকৃত পশুর গোস্ত খাওয়া হালাল লেখা সরকারের এক ধরণের দৃষ্টতা।

এটাতো মনে হয় শেখ হাসিনা নিজ হাতে লেখছে!!! এর মানে কি আল্লাহর সাথে দেবদেবীকে তুলনা করা বুঝায়??

সম্প্রতি বাংলাদেশের মুসল্লিদের হত্যা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। ঈমানদাররা এ অবস্থা বসে থাকতে পারেননা।

মুসল্লিদের কি নাস্তিকরা হত্যা করছে??? না কিছু উগ্রবাদী ধর্মগাধার কারনে দেশ অস্থিতিশীল হচ্ছে????


ছোট্ট করে বইল্যা রাখি আমি কিন্তু আবার নাস্তিক না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.