নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মমিন মজুমদার

মমিন মজুমদার › বিস্তারিত পোস্টঃ

নিউ র্ইয়কের বিভিন্ন মসজিদে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ম্বরণে দোয়া

২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৭

: বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মরহুম মোহাম্মদ জিল্লুর রহমানের (৮৪) বিদেহী আতœার মাগফেরাত কামনা করে নিউর্ইয়কের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া করা হয়েছে। ২২ মার্চ শুক্রবার বাদ জুম্মা নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের অন্যতম বৃহত্তম মসজিদ জ্যামাইকা মুসলিম সেন্টার ছাড়াও বাংলাদেশী অধ্যুষিত কুইন্স, এষ্টোরিয়া, ওজনপার্ক, উডসাইড, ব্রুকলীন, ব্রঙ্কস এর বিভিন্ন মসজিদে বাদ জুম্মা বিশেষ দোয়া করা হয়। যুক্তরাষ্ট্র আওয়ামীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এসব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জ্যামাইকা মুসলিম সেন্টারে আয়োজিত দোয়া অনুষ্টান পরিচালনা করেন হাফেজ মাওলানা বিলাল। এসময় উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সহ সভাপতি আকতার হোসেন ও সৈয়দ বশারত আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের আহ্বায়ক কমান্ডার নূরুন্নবী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা সরাফ সরকার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, প্রচার সম্পাদক হাজী এনাম, প্রবাসী বিষয়ক সম্পাদক সোলায়মান আলী, কার্যকরী পরিষদের সদস্য শাহানারা রহমান, জসিম উদ্দিন খান মিঠু, জহুরুল হক, যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ, যুবলীগ নেতা সাইফুল্লাহ ভূইয়া, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের কুইন্স বরো কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক একেএম সফিকুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, রাষ্ট্রপতি জিল্লুর রহমান সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় গত ২০ মার্চ ইন্তেকাল করেন। পরবর্তীতে রাষ্ট্রীয় মর্যাদায় গত ২২ মার্চ ঢাকাস্থ বনানী কবরাস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.