নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মমিন মজুমদার

মমিন মজুমদার › বিস্তারিত পোস্টঃ

মিশরে কি সেক্যুলারিজম টিকে থাকতে পারবে?

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০৯



মিশরের ইতিহাসে প্রথমবারের মতো অবাধ নির্বাচনে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর অব্যাহত রাজনৈতিক সংকটকে দেশটির মডারেট সেক্যুলাররা একটি সুযোগ হিসেবেই কাজে লাগাতে পারে। মিশরে বর্তমানে চলমান রাজনৈতিক অবস্থায় মুরসি সমর্থক এবং সেনাবাহিনীর সমর্থকদের মধ্যকার বিভেদ দ্বারাই শাসিত। ফলে পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে বলে মনে হতে পারে যে, মিশরীয়দেরকে হয় ধর্ম শাসিত একটি রাষ্ট্র মেনে নিতে হবে আর নয়তো সেনাশাসন। গত ১৪ আগষ্ট মিশরে যে ন্যাক্করজনক গণহত্যা হয়েছে এই অবস্থায় কি একটি সেক্যুলার রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় সেনাবাহিনী অগ্রসর হতে পারবে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২৫

নষ্ট ছেলে বলেছেন: মিশরে যা হচ্ছে এর নামই তাহলে সেক্যুলারিজম!

২| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩০

মোমেরমানুষ৭১ বলেছেন: শহীদদের রক্ত বৃথা যেতে পারে না

৩| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৬

লেখাজোকা শামীম বলেছেন: মিশরীয় গণহত্যার নিন্দা জানাই।

যে কোন দেশের মানুষের অধিকার আছে, তার সরকার ব্যবস্থা বেছে নেয়ার। যে কোন দেশের মানুষের অধিকার আছে, তার পছন্দের দলকে ভোট দেয়ার।
যে কোন দেশের মানুষের অধিকার আছে, তার ধর্ম কর্ম বেছে নেয়ার।

৪| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৬

লিঙ্কনহুসাইন বলেছেন: গতরাতে মিশরে সেনাবাহিনীর আক্রমণে নিহতর সংখ্যা !!
মুরসির সমর্থকদের দাবী নিহতর সংখ্যা -২০০০ !!
মিশরের সেনাবাহিনীর দাবী নিহত সংখ্যা -১৫০ হবে !!
বাশেরকেল্লা এই মাত্র জানিয়েছে নিহতর সংখ্যা ৩০০০ ও বেশি !!

৫| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪০

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: এগুলো হলো সেকুলার শুয়োর গুলার আসল চেহারা, সারাদিন গণতন্ত্র গণতন্ত্র বলে চিল্লাবে, আর নির্বাচিত না হলে যে কোনো ষর‌যন্ত্র করে নির্বাচিত সরকার উৎখাত করবে, আর সেনা সরকারের সাথে এদের সব সময়ই পুরানো দোস্তি।
মিশরের এই অবস্থার সাথে বাংলাদেশকে বসাতে পারেন কিছুদিন পরেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.