![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মৃতের মত বেচে থাকতে চাই না,
আমি বেচে থাকতে চাই না-
ঐ শুন্য মাঠ খানিতে দাড়িয়ে থাকা,
কঙ্কাল- সার গাভিটির মত!
আমি বেচে থাকতে চাই,
মাথা উচু করে দাড়ি থাকা,
ঐ তাল গাছ টির মত!
আমি বেচে থাকতে চাই,
বুক ফুলিয়ে দাড়িয়ে থাকা,
ঐ বট গাছ টির মত!
আমি মৃতের মত বেচে থাকতে চাই না!
আমি বেচে থাকতে চাইনা,
পুষ্টিহীন মৃত প্রায় শিশুর মত!
আমি বেচে থাকতে চাই না,
ধনীর দুয়ারে দাড়িয়ে থাকা-
ভিখিরির মত!
আমি বেচে থাকতে চাই,
যুদ্ধ শেষে রক্ত মাখা হাতে,
বীরের মত!
আমি বেচে থাকতে চাই,
বহু মাইল তাড়িয়ে,
শিকারী সিংহের মত!
আমি মৃতর মত বেচে থাকতে চই না!
আমি বেচে থাকতে চাই না,
পরাজিত সৈনিকের মত!
আমি বেচে থাকতে চাই,
জীবন যুদ্ধে জয়ী,
পিতৃমুখ উজ্জল করা-
এক সাহসী সন্তানের মত!
আমি বেচেন থাকতে চাই না,
কিং প্রিয়ামের মত!
আমি বেচে থাকতে চাই না,
রাজপুত্র প্যারিসের মত!
আমি বেচে থাকতে চাই,
গ্রীক বীর একিলিসের মত!
আমি বেচে থাকতে চাই,
আলেকজেন্ডারের মত!
আমি মৃতের মত বেচে থাকতে চাই না!
আমি হাজার বছর বেচে
থাকতে চাই না কচ্ছপের মত!
আমি বেচে থাকতে চাই,
সমুদ্র দেবতা পসাইডনের মত!
আমি বেচে থালতে চাইনা,
ভীরু ফেরাউনের মত!
আমি বেচে থাকতে চাইনা,
সাম্রাজ্য থেকে পলাতক মিস্টাক্লিসের মত!
আমি মৃতের মত বেচে থাকতে চাই না! আমি বেচে থাকতে চাই,
খোদার সাথে কথা বলতে চায়,
সেঐ মুসার মত!
আমি বেচে থাকতে চাই,
সাম্রাজ্যের মানুষের মন বিজেতা,
কিং সায়মনের মত!
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৫ রাত ২:৩৪
মমিনুল হক মমিন বলেছেন: এটি আমার প্রথম post, আশা করি আপনাদের ভাল লাগবে।