![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছাব্বিশটি বছর পার করলাম তবুও বুঝলাম
না - নারীরা কেমন হয়!
সমরেশ মজুমদার বিরাট এক বই লিখলেন,
নারীরা যেমন হয়।
নারীরা কেমন হয় জানতে চেষ্টা করলাম,
মনে হল, নারী ফুল হয়, নারী বাগান হয়,
নারী পুকুরের জল হয়, নারী খেত হয়, নারী,
নারীরা ঠিক কেমন যেন হয়!
এক বন্ধুকে জিগ্গাস করে ছিলাম, নারীরা কেমন হয়, ও বল্ল, নারী সোনার পুতুল হয়,
ভাল স্বার্থপর হয়, বৌ হয়, খুন হয়, আমি বল্লাম, নারী নারীই হয়, নারী প্রেম হয়, আর নারীরা বড্ড আপন হয়!
কেও একজন, চায়ের দোকানে ভীষণ তর্ক
জুড়ে দিয়েছিল, বলছিল, নারীরা ভীরু হয়, নারীরা পর হয়, নারীরা খনিকের জন্য হয়, নারীরা মায়াবী হয়, আমি বল্লাম, নারীরা প্রিতিলতা হয়, নারীরা প্রেমময়, নারীরা শিরিন হয়, নারীরা মমতাময়ী হয়, ওরা এমন যে বিস্বাস করতেই হয়!
একজন কবি বল্লেন, নারীরা ছলনাময়, নারীরা অভীমানী হয়, নারীরা কাব্যময়; আমি উত্তর দিলাম, নারী আমার মা হয়, নারী আমার শাসনকারী ধাত্রী হয়, নারী জীবন হয়, নারীর ছত্র ছায়া থেকে আমি বেরুতে পারীনা কিছুতেই, তারা আমার সমগ্র জীবন ময়!
সে দিন দেখা হল একজনের সাথে, খুব করে বোঝাতে চাইল, নারী কেমন হয়, আমি আবারো বিবভ্রান্ত হলাম, বুঝলাম, নারী এক সত্যিই বিশ্ময়!
©somewhere in net ltd.