![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার কথা যার কাছ থেকে শুনি,
তখন তাকে আমার কবি মনে হয়,
আমি তার মুখের দিকে তাকিয়ে থাকি!
যার মুখে তোমার প্রসংসা শুনি, তাকে
মোনে হয় তোমার প্রেমিক,
আমি মুগ্ধ হয়ে তার সামনে বসে থাকি!
যাকে তোমার ছবি আকতে দেখি,
তাকে মনে হয় ভিনসেন্ট ভানগগ,
তার ছবি মোনের দেয়ালে বাধাই করে রাখি!
যে সাইন বোর্ড এ তোমার নাম লেখা দেখি,
ওটা আমার মুখস্ত করা কবিতা বনে যায়,
বির বির করে আবৃতি করতে থাকি ওটা!
যে রাস্তায় তোমার পায়ের চিন্হ পরে,
ঐ রাস্তা আমার প্রিয় রাস্তার তালিকায় থাকে,
আমি ঘুরে ফিরে ঐ রাস্তা দিয়েই ঘুরতে থাকি একা!
ফুল কিনতে গিয়ে তোমার প্রিয় ফুলটাই কিনি, আমার কথা, পছন্দ, পোশাক সবকিছুতেই তোমার আধিপত্য চলছে বছরের পর বছর, তুমি আমাকে মুক্তির বদলে দিয়েছ বন্দিত্ব, আমি আর রঙ্গ রস সুর আলাদা করতে পারিনা, সব কিছুর একটি অর্থ, একই রুপ হয়ে মিশে গেছে
তোমার সাথে, শুধু তুমি মিশলেনা
এক বার, আমার সাথে-একশ কোটি বছরে!
©somewhere in net ltd.