![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই সময়টার অপেক্খায়
আমার এক কোটি হাত,
সেই সময়টার অপেক্খায়
আমার এক লক্খ চোখ,
সেই সময়টার অপেক্খায়
আমার এক সহস্র হ্নদয়,
যখন তুমি আমি সব
মিলে হয়ে যাব একাকার,
সব মিলে হয়ে যাব - আমরা!
আমাকে কেউ আমার নাম ধরে ডাকবে না,
আমাকে কেউ আমার ধর্ম পরিচয়ে ডাকবে না,
আমাকে কেউ আমার দেশের বলে ডাকবে না,
আমাকে কেউ সাদা বলে ডাকবে না,
আমাকে কেউ কালো বলে ডাকবে না!
আমাকে ডাকবে মানুষ বলে,
আমাকে ডাকবে মানুষের সন্তান বলে,
আমাকে ডাকবে মানুষ ধর্মীয় বলে,
আমাকে ডাকবে মানুষ দেশীয় বলে,
আমাকে ডাকবে মানুষ জাতীয় বলে,
আমার আচরণকে ডাকবে মানুষ আচরণ!
আমরা, আর আমি তুমি থাকবো না,
আমরা আর তোমার আমার পরিচয় খুজবোনা,
আমি তুমি মিলে খুজতে থাকব আমাদেরকে!
কারন
যে মানুষ নয়, সে কোন মানুষ নয়
যে মানুষ নয়, সে কোন মানুষের সন্তান নয়
যে মানুষ নয়, সে কোন ধর্মের নয়
যে মানুষ নয়, সে কোন দেশের নয়
যে মানুষ নয়, সে কোন জাতের নয়
যে মানুষ নয়, সে কোন আচরন ধারণ করেনা
তাই,
আমি যখন মানুষ হব-আমিও মানুষের হব;
আমি যখন মানুষ হব- আমিও মানুষের সন্তান হব;
আমি যখন মানুষ হব- আমিও ধার্মিক হব;
আমি যখন মানুষ হব- আমিও দেশের হব;
আমি যখন মানুষ হব- আমিও জাতীয় হব;
আমি যখন মানুষ হব- আমিও মানুষের মত আচরণ করব
ফলে,
আমরা মানুষ হলে- মানুষ থাকবে
আমরা মানুষ হলে- আমাদের জন্ম পরিচয় থাকবে
আমরা মানুষ হলে-আমাদের ধর্ম থাকবে
আমরা মানুষ হলে- আমাদের জাতীয়তা থাকবে
আমরা মানুষ হলে-আমাদের আচরণ শুধরে যাবে
©somewhere in net ltd.