নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মমিনুল হক মমিন

আমি মোঃ মোমিনুল হক, পিতঃ মোঃ আতাউল হক,মাঃ নুরুন্নাহার বেগম, থাকি সাভার, ঢাকাতে

মমিনুল হক মমিন › বিস্তারিত পোস্টঃ

তোমার

২০ শে মে, ২০১৫ রাত ১০:৫৪

যে দিন দূরে থাকার নেশা তোমাকে
ভীষণ ভাবে তারা করবে সে দিন-
আমি আর কিছুতেই তোমাকে
কাছে আনতে পারবোনা!
আমার প্রেমের ম্যাজিক নিঃশ্বেষ হবে,
আমার সঙ্গ স্বাদহীন লাগবে,
আমার গোলাপকে লাগবে বাসি গোলাপ,
আমার প্রতিটি শব্দ- শব্দ দূষনে পরীনত হবে!
আমার স্পর্ষে ঘীন ঘীন করবে গা,
যেমন চিৎকার কর দেখে তেলাপোকা,
আমার চুম্মন ও শরীরে মাছের আশটের মত
লালায় তোমার পারফিউম ফুরাবে গা গুলাবে, আমাকে তোমার আশেপাশে
আর কিছুতেই দেখতে চাইবে না,
সে দিন লজ্জা আর ঘৃনা,
আমিও চলে যাব বহুদূর,
আমি আর আসবনা, আর ফিরবো না ঘরে,
চলে যাব সেই দেশে -সেই খানে
যেখানে পোদ্দ ফুলের মাঝে
ব্রমর আর সর্প খেলা করে!
মুখে নেব হেমলকের গ্রান,
সকল প্রদিপ নিভভে, নিভে যাবে প্রান!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.