নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মমিনুল হক মমিন

আমি মোঃ মোমিনুল হক, পিতঃ মোঃ আতাউল হক,মাঃ নুরুন্নাহার বেগম, থাকি সাভার, ঢাকাতে

মমিনুল হক মমিন › বিস্তারিত পোস্টঃ

তুমি একটু ভাল করে তাকাও

২১ শে মে, ২০১৫ বিকাল ৪:২৭

তুমি একটু ভাল করে তাকাও,
তুমি একটু ভাল করে দেখ,
দেখবে-
আমার ভেতরেই আছে তোমার অন্ধ প্রেমিক,
আমার ভেতরেই আছে তোমার আদিম পুরুষ,
আমার ভেতরেই আছে তোমার কাঙ্খিত সুখ,
আমার ভেতরেই আছে তোমার সে পাগল প্রেম!
তুমি একটু ভাল করে তাকাও,
তুমি একটু ভাল করে দেখ,
দেখবে-
আমার ভেতর আছে তোমার আপন ঘর,
আমার ভেতর আছে তোমার সুখের সংসার,
আমার ভেতর আছে তোমার পুরো পরিবার,
আমার ভেতরেই আছে তোমার সব অধিকার!
তুমি একটু ভাল করে তাকাও,
তুমি একটু ভাল করে দেখ,
দেখবে-
আমার ভেতর আছে তোমার একটি নদী,
আমার ভেতর আছে তোমার সবুজ গ্রাম,
আমার ভেতর আছে তোমার সোনালী ধান খেত,
আমার ভেতর আছে তোমার সন্তান!
তুমি একটু ভাল করে দেখ,
তুমি একটু ভাল করে তাকাও,
দেখবে-
আমার ভেতর আছে কোচিং হোম,
আমার ভেতর আছে তোমার প্রিয় শিক্খক,
আমার ভেতর আছে তোমার বই কলম,
আমার ভেতরেই আছে তোমার এক্জাম!
তুমি একটু ভাল করে তাকাও,
তুমি একটু ভাল করে দেখ,
দেখবে-
আমার ভেতর আছে তোমার চেনা পথ,
আমার ভেতর আছে তোমার যানবাহন,
আমার ভেতর আছে তোমার পদচিন্হ,
আমার ভেতর আছে তোমার গন্তব্য!
তুমি একটু ভাল করে তাকাও,
তুমি একটু ভাল করে দেখ,
দেখবে-
আমার ভেতর আছে তোমার বাগান,
আমার ভেতর আছে ফুলের সুগন্ধ,
আমার ভেতর আছে মধু,
আমার ভেতর আছে রংধনুর সাত রং!
তুমি একটু ভাল করে তাকাও,
তুমি একটু ভাল করে দেখ,
দেখবে-
আমার ভেতর আছে সেই অদেখা সত্য,
আমার ভেতর আছে সেই ভোরের আলো,
আমার ভেতর আছে সেই দৃষ্টি,
আমার ভেতর আছে সেই স্বপ্ন সৃষ্টির!
তুমি একটু ভাল করে তাকাও,
তুমি একটু ভাল করে দেখ,
দেখবে-
আমার ভেতর আছে অমৃত কাব্য,
আমার ভেতর আছে সে গোপন কথা,
আমার ভেতরে আছে লুকায়িত ব্যাথা,
আমার ভেতর আছে সে দূর্লভ অপেক্খা!
তুমি একটু ভাল করে তাকাও,
তুমি একটু ভাল করে দেখ,
তারপর- তুমি আর কোথাও যাবে না!
তারপর -তুমি আর কিচ্ছু চাইবে না!
তারপর- আমাকে ছারা আর কিচ্ছু বুঝবে না!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৫ বিকাল ৪:৪৩

বাড্ডা ঢাকা বলেছেন: অসাধারণ লেখা পড়ে মুগ্ধ হলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.