![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দারিদ্রতা মানুষকে যে কতটা সম্মানহীন জীবন যাপন করতে বাধ্য করে তা হারে হারে টের পেলাম কিছু বেকার জীবন দেখে। কতটা মাথা নিচু করে চলতে হয়, মানুষের অন্যায় সমালোচনা মুখ বুজে সহ্য করতে হয়, কথায় দোষ, কাজে দোষ, চলাফেরায় দোষ, সব দোষ মাথায় নিয়ে মেয়ে মানুষের মত অবস্থা। মেয়েরাও এত অবহেলা পায়না, শারিরিক কারনে অনেক জায়গায় অনেক এক্সট্রা তোসামোদ পায়। সমাজে তাদের আলাদা একটা ভ্যালু আছে, এক জন বেকার ছেলের এই ভ্যালুটুকু নেই। চক্খু লজ্জায় সে সব রকম কাজো করতে পারে না, কাউকে কিছু বলতেও পারেনা। এ জন্ত্রনা মুখে বলে বোঝানো যাবে না, বেকারত্বের বোঝা জে কত বড় বোঝা তা যারা না বহন করেছে এরা বুঝবে না!
©somewhere in net ltd.