নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মমিনুল হক মমিন

আমি মোঃ মোমিনুল হক, পিতঃ মোঃ আতাউল হক,মাঃ নুরুন্নাহার বেগম, থাকি সাভার, ঢাকাতে

মমিনুল হক মমিন › বিস্তারিত পোস্টঃ

সুধাংশু চক্রবর্তী

২৪ শে মে, ২০১৫ সকাল ১১:২২

সুধাংশু চক্রবর্তী,
আপনার কবিতার ট্রেইন চলতে থাকুক ঝক ঝকিয়ে,
অন্তরা গুলো মিলিত থাকুক বোগির মত,
পাথরের উপর পাথর, তার উপর ধাতব রাস্তা, কথার ঘর্ষনে জ্বলে জ্বলে উঠুক অগ্নিস্ফুলিঙ্গ
এ কবিতার ট্রেইনে মানুষ থাকুক, অমানুষ থাকুক, জন্তু জানোয়ার থাকুক, মানুষের চিৎকার থাকুক, বস্তুর ওজন থাকুক-
থাকুক গন্তব্যের জন্য অপেক্খা।
সুধাংশু, আপনি ড্রাইভারের মত একা একা দুর্গম ভয়হীন ঝাকিময় রাস্তায়, মৃদু দুলুনি দিয়া দিয়া, স্টেয়ারিং ধরে চালাতেই থাকেন-
আমরা আছি পেছনের বগিতে, কেউ কেউ সুসজ্জিত কামরায়, কেউ মেঝেতে, কেউ চায়ের পেয়ালা নিয়ে, কেউ শিশু কোলে নিয়ে, কেউ কিছু বাদাম নিয়ে- আমরা আছি
আপনার সাথে আমরাও দেখতে দেখতে যাচ্ছি মোনরম দৃশ্য: গ্রাম মাঠ কৃষক ফসলের খেত, রাস্তার পাশে সারি সারি দোকান, ফলের বাগান, নদী পাখি- সব দেখতে দেখতে যাচ্ছি, সব কিছু পেরিয়ে আমাদের এই মহাকাব্যিক ট্রেন ছুটে চলেছে- ঝক ঝক
শব্দ করে হালকা দুলুনি দিয়ে, মাঝে মাঝে ধূয়া উড়িয়ে- আমরা ছুটে চলেছি এক সাথে!
নিউইয়র্ক, পশ্চিম বাংলা, ঢাকা সব আজ এক সাথে , পাশাপাশি বগিতে আমরা, সমস্ত পৃথি এখানে, এক সাথে- ভাষা, রং, রস, যৌবন, চাওয়া, পাওয়া, ক্লান্তি কান্না, ঘুম, জেগে ওঠা এক সাথে, কেউ কাওকে এতটুকু ডিসটার্ব করছেনা
আপনার আমাদের এই ট্রেনের কোন মালিক নেই, এখানে কোন মহাজন নেই, লাইনে দারাবার ধমক দেবার কেউ নেই, বমা ফাটাবার পরিকল্পনাও কেউ করছে না, আমরা ছুটে চলেছি দুরন্ত মেঘের মত, বজ্রপাত হচ্ছে আমাদের কাব্য ট্রেনের চাকায়, তবুও আমরা ভীত নই, আমরা খোশ গল্পে মগ্ন, কিছু সময়ের জন্য আমরা ভুলে গেছি আমাদের পরিচয়, আমাদের ধর্ম, আমাদের সম্প্রদায়, দেশ, ধনী ও গরীবের বিভাজন - বেশ ভালই আছি!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.