নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মমিনুল হক মমিন

আমি মোঃ মোমিনুল হক, পিতঃ মোঃ আতাউল হক,মাঃ নুরুন্নাহার বেগম, থাকি সাভার, ঢাকাতে

মমিনুল হক মমিন › বিস্তারিত পোস্টঃ

আমার ইচ্ছের পাখিকে যখন তুমি গুলি করে মারো

২২ শে জুন, ২০১৫ ভোর ৪:২১

আমার ইচ্ছের পাখিকে জখন তুমি গুলি করে করে মারো তখন তোমার কান্না পায়না?
তুমি হাস খুব করে আমিতো কিছু করতে পারিনা, আমার পান থেকে চুন খসলেই তুমি আমাকে ছারনা, তোমার প্রতিবাদে ভাঙ্গ দর্পণ, আমাকে দাও আরো কালিমা।

তোমার হাতের চুড়ি, নাক ফুল, কানের দুল,
কিছু গহনা রাখ ক্যাসকেটে,
অত যত্নে কখনো রাখিনি আমি,
আমার বাপ দাদার দেয়া দলিল টাকে।

ক্যামন হবে কার্পেট, বিছানার চাদর,
কোন রঙ্গের হবে পর্দার কাপড়;
সব খানে চলে তোমার আদেশ,
পাইক পেয়াদার মত খাটি মানি তোমার নির্দেশ।

সকালে রুটি রাত্রে সুপ আর দুপুরে দাও হালকা খাবার,
দিনের খাটুনি অফিস কায় কারবার,
আমি আর পারি না চলতেই থাকে তোমার
আমাকে শাষনে রাখার আবদার।
আমি আর পরিনা আর পারব না!
এবার বলছি শোন, এসব - আমি আর সহ্য করবোনা, এই নাও তোমার স্বাধীনতা, এই নাও তোমার নারী অধীকার, এই নাও তোমার শিশু অধিকার, এই নাও দেশ- আমি আর এ রাষ্ট চালাবো না!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৫ সকাল ৮:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো লেগেছে!! আশা করি, সামনে আরো ভালো লেখা পড়ব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.