নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মমিনুল হক মমিন

আমি মোঃ মোমিনুল হক, পিতঃ মোঃ আতাউল হক,মাঃ নুরুন্নাহার বেগম, থাকি সাভার, ঢাকাতে

মমিনুল হক মমিন › বিস্তারিত পোস্টঃ

আমি কিছু হায়েনার মুখ থেকে

২৫ শে জুন, ২০১৫ রাত ১২:০৫

আমি কিছু হায়েনার মুখ থেকে,
ফিরিয়ে এনেছি নিজেকে।
নখের আচর বসিয়ে খান্ত হয়েছে,
ওরা কামরাতে পারেনি আমাকে।

আমি কুকুরের মুখ থেকে,
ছিনিয়ে এনেছি আমার তাজা মাংস,
মেঝেতে পরতে দেইনি রক্তের দাগ,
কামরাতে গিয়ে অপমানিত হয়েছে।

কিছু শুয়োর ঘুরেছে আমার চারপাশে,
আর কেবল দূর্গন্ধ ছরিয়েছে,
আমার মলও জোটেনি ওদের কপালে,
শুধু জ্বীব নেড়ে তাকিয়ে তাকিয়ে দেখেছে।

বানোরেরা বদমাইশী করে,
নষ্ট করে দিতে এসেছিল আমার জীবন,
আমার ঘারে বসে আমাকেই স্বাসিয়েছে এত দিন,
ওদের টেনে হিছরে ঘার থেকে নামিয়েছি,
একটুও কাবু করতে পারেনি আমাকে।

কাকেরা বিস্ঠা দিয়ে ভরে ফেলতে চেয়েছিল - আমার উঠান, আমি ওদের বসতে দেইনি,
অপমান করে তাড়িয়ে দিয়েছি।

আমার লাশ নিয়ে খেলতে চেয়েছিল কিছু শকুন, আকাশে বজ্রপাত করিয়েছি,
বহু মাইল দূরে বসেছিল বহূক্খন,
তারপর যেতে হয়েছে ফিরে, অবসাদ আর ক্লান্তি মাখা মুখ নিয়ে!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.