নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Love the word LOVE

ব্ল্যাক ম্যান

ব্ল্যাক ম্যান › বিস্তারিত পোস্টঃ

একটু অভিমান আর মিথ্যা

১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৩

আর তো কোনো দিন আমাকে বলবা না ভালোবাসো, পরীক্ষার আগে আমার কিস চাইবা না, ঘুম থেকে উঠেই আমাকে কোনো দিন কল দিবা না, হঠাৎ মাঝ রাতে কল দিয়ে কান্না কাটি করবা না, ব্যাঙ কিংবা ট্রেনের আওয়াজ শুনতে চাইবা না, ঘুম আসতেছে না একটু বুকে ঘুমাই ও বলবা না, বলবা না কখন ঢাকা আসবা তুমি? আমাকে দেখতে মন চায় না? ...... একসাথে অনেক কিছু হারিয়ে ফেলেছি ।

তোমার এখন অনেক বড় হওয়া দরকার। আমি কি করলাম সেটা তোমার বিষয় না। দোয়া করি আল্লাহ পাক তোমাকে অনেক বড় করে তোলেন।

তোমার ঐ দিনের ব্যবহার আমি কোন দিন ই ভুলতে পারব না, কেউ পারত কি না তা ও জানি না।
তোমার তিন/চার মাসের টার্ক, আমার সাথে সপ্তাহে একদিন ও কথা না বলা (এমন কি আমার বিসিএস পরীক্ষার আগেও), তোমার ফ্রেন্ডদের সাথে ছবি তোলা , সেলফি তোলা, আমার ভবিষ্যৎ নিয়ে কিছু না বলা - সবকিছুই তুমি আমার ভালোর জন্যই করছ ।

কিন্তু আমি এসব মেনে নিতে পারি নাই, আমি এখন অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। ঐ দিন এর পর থেকে আমি সিগারেট ছাড়া চলতে পারি নাই।

তুমি দুজন না তিন জনের সাথে হাত ধরে ছবি তোলতেছ না সেলফি তোলতেছ কিছুই মনে হয় না, ফেসবুকে আমকে রেখে কয়জনের সাথে চেট কর, তোমার নাম দিয়ে সার্চ দিলেই ছেলেদের সাথে ছবি আর কমেন্ট কেন তা ও ভাবতে মন চায় না।
তুমি কিভাবে আমকে ছাড়া থাকতে পারো তা ও ভাবতে চায় না।

অনেক খারাপ হয়ে গেছি অনেক। সমস্যা নাই এখানে তোমার কোনো দোষ নেই।আর কেউ জানে না এ বিষয়ে। তোমাকে জানাইলাম কারণ তুমি এখান সব কিছু করতে পারো আমার কোনো সমস্যা নাই, তোমার ও কিছু সমস্যা হবে না।

ধরে নিলাম সবকিছু শুধু আমার জন্য করেছে যাতে আমি তোমার প্রতি জিলাস ফীল করি।
একমাত্র এটা ভাবলেই খুব ভালো লাগে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৩

বিপরীত বাক বলেছেন: আহা প্রেম। শুধু একা থাকা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.