নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজাইরা প্যাঁচাল কম পাড়ি

নতুন কোন সুখবর নাই

মনবাদশা

সান্তশিষ্ট নিরীহ প্রাণী

মনবাদশা › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন

০২ রা এপ্রিল, ২০১৪ ভোর ৫:৫৮

সবকিছু কবিতার মতই লাগে, কিন্তু কবিকে তার কবিতার মত লাগে না।

এক একজন কবি কি নিষ্ঠুর, কি পৈশাচিক, কি বর্বর!

শব্দগুলোকে ধুমরে মুচড়ে ছারখার করে ফেলে।

কি ক্ষতি হয়- যদি বলি তোমাকে ভালবাসি।

এই একটি স্পষ্ট কথা বলতে গিয়ে কবি কামড়ে থতলে ফেলেন কুরি টাকার কলম।

অতঃপর ছোট ছোট ভালবাসায় নিয়ে আসে পদ্মফুল।

পদ্মফুলের জৌলুসে অমর প্রেম।

কিন্তু নিস্প্রান কবি কিছুদিন পরেই ভুলে যান,

শব্দের ধর্ষণে তার প্রেমের কবিতাটি ছন্দ হারিয়ে ফেলছে।

পথ খুজতে থাকে কবি, নিরন্তর পথ, ভালবাসার পথ।

কারন কবি অনেক নিষ্ঠুর হয়। ভালবাসা থাকে না। সে ভালবাসে না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.