নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজাইরা প্যাঁচাল কম পাড়ি

নতুন কোন সুখবর নাই

মনবাদশা

সান্তশিষ্ট নিরীহ প্রাণী

মনবাদশা › বিস্তারিত পোস্টঃ

বন্ধু

১৯ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:৫০

"কোন বই হারিয়ে গেলে অন্য একটা বই কিনে সেটা REPLACE করা যায় ... বন্ধু হারিয়ে গেলে নতুন বন্ধু এসে জায়গাটা REPLACE করে দেয় ... একটা জিনিস মনে হয় কখনোই REPLACE করা যায় না !!

আজ এক্সামের সময় ফেসবুকে থাকলে কেউ নিষেধ করে না, শত বন্ধু-বান্ধবী দিয়েও আজ কোন কাজ হয় না

সকালের হাজারটা অ্যালার্ম পারে না ... "মায়ের ডাক" কে কখনোই কোন কিছু REPLACE করতে পারে না ... ঘুম ভাঙ্গানোর জন্য এর চেয়ে মধুর আর বিশ্বস্ত কিছু আর পৃথিবীতে নাই !!

হাজার রকমের খাবার আছে পৃথিবীতে ... কত রকমের বাবুর্চি, হোটেল আর রেস্টুরেন্ট ... সবচেয়ে দামী, সবচেয়ে সুস্বাদু খাবারটাও মায়ের হাতের রান্নাকে REPLACE করতে পারে না !!

নাপা, এইস, ফাস্ট - পৃথিবীর কোন প্যারাসিটামলই পারে না, পারবে না ... প্রচন্ড মাথা ব্যথার সময় মাথায় মায়ের হাতের স্পর্শ ... পৃথিবীর সবচেয়ে অতুলনীয় জিনিস ঐ স্পর্শ, ওই হাত !!

রাতে ঘুমানোর পর দরজায় উঁকি মেরে কেউ দেখে যাবে না, ছেলেটা বা মেয়েটা লাইট বন্ধ করে ঘুমালো কিনা ... মশারিটা টানালো কিনা ... কেউ না ... ঐ মা একজনই !!

... ... ...

কয়েক মাস ধরে মা কে দেখি না ... দোকানের চা তে চুমুক দেওয়ার সময় মনে পড়ে, আম্মার হাতের চা তে চিনি একটু বেশি হয় ... প্রচন্ড মাথা ব্যথার সময় মনে পড়ে ... ভার্সিটি থেকে ক্লান্ত হয়ে বাসায় ফেরার সময় মনে পড়ে, কেউ একজন ঠান্ডা পানি হাতে দাঁড়িয়ে থাকতো !! ইলেক্ট্রিসিটি চলে গেলে কেউ একজন হাত পাখা নিয়ে বাতাস করতো আর বলত বাবা ভাল করে পড় ।

পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাটাও সবচেয়ে অসুন্দর হয়ে যায় যদি মা কাছে না থাকে !!

পৃথিবীর সবচেয়ে অসুন্দর জায়গাটাও সুন্দর হয়ে যায়, যদি মা কাছে থাকে !!

আজ পকেট ভর্তি টাকা আছে, আশেপাশে অনেক সুখের উপকরন আছে কিন্তু আমার পুরো পৃথিবী জুড়ে যেই মানুষটা সেই মা পাশে নেই ।"

Like ·

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.