![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমেই বলে রাখি,মধ্যবিত্তের ভ্রমন। ঢাকা থেকে।স্ত্রী কখনও সমুদ্র দেখে নাই।এখন ছুটি ও নাই যে লম্বা ভ্রমনে যাব তাই দুই দিনের অফিসের ছুটিতে শুধু কক্সবাজার থেকে ঘুরে আসতে চাচ্ছি।
শুক্রবার রাতের গাড়িতে যেতে চাই আবার শনিবার রাতের গাড়িতে ফিরে রবিবারে অফিস।
বিস্তারিত জানালে খুশি হতাম।
*কোন বাস ভালো হবে সরাসরি কক্সবাজার?
*কোথায় হোটেলে উঠলে ভালো হবে?(মাঝারি খরচে)
*কোথায় কোথায় এই সময়ে ঘুরতে যেতে পারব?
*খাবার বিষয়ে ও জানা থাকলে জানাবেন?
***সব তথ্যের সাথে খরচটা জানাবেন যদি জানেন।এটি বেশি গুরুত্বপূর্ণ।
কৃতজ্ঞ থাকব।
ধন্যবাদ।
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:১৩
মনের আসল কথা বলেছেন: ধন্যবাদ ভাই।রিকশা বা বেবিওয়ালাদের তথ্যের জন্য ধন্যবাদ।সাহায্য নিব না ওদের।
জানাব ভাই।আমি চাচ্ছিলাম একবারে কক্সবাজার পৌছাতে।সময় কম,ঝামেলা ছাড়া বাসে একবারে।ট্রেন তারপর বাস এরকম হলে একটু ঝামেলা মনে হচ্ছে।
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:২১
এবিসি১০ বলেছেন: ঢাকা কক্সবাজার জার্নিতে সোহাগ, গ্রিন লাইন, সৌদিয়া এসআলম সিলেক্ট করতে পারেন।
কক্সবাজার প্রথম সি বিচের কাছে(সি বিচ বাসস্ট্যান্ড) হোটেল শৈবাল, মিডিয়া ইন্টারন্যাশনাল মাঝারি খরচে পাওয়া যাবে।
অথবা প্রথম আর নতুন সি বিচের মাঝামাঝি অনেক হোটেল আছে।
আর কক্সবাজার থেকে হিমছড়ি রিক্সায় ৩০০ টাকা নিতে পারে। মহেশখালি যেতে পারেন। আর ইনানি যেতে ৪০ কি.মি. এর শর্ট জার্নি।
ডিসিকক্সবাজারের ওয়েবসাইটে আগে সব তথ্য ছিলো, কিন্তু ওয়েবসাইট মেইনটেইনই করে না ওরা। ইনফো সব হাওয়া।
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৩১
মনের আসল কথা বলেছেন: ধন্যবাদ ভাই।অনেক কিছু জানালেন।
হোটেল সম্পর্কে ধারনা পেলাম।দুইটা জায়গা সম্পর্কে।আমার এক বন্ধু বলেছিল,কলাতলি বিচের কাছে উত্থে ,সে আর কিছু জানাতে পারল না।আমার তো ধারনা বেশি নাই।
হিমছরি,মহেশখালি জানলাম।ধন্যবাদ।
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:২৩
এবিসি১০ বলেছেন: কলাবাগান বাসস্ট্যান্ডে গেলে সবগুলো বাসকাউন্টারই পাবেন।
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৩৩
মনের আসল কথা বলেছেন: ওকে ভাই।জানতাম না।কলাবাগান বাসস্ট্যান্ড।
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৩৪
মনের আসল কথা বলেছেন: কেউ কষ্ট করে পরিপূর্ণ গাইডলাইন দিলে খুব উপকার হত।
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৩৪
মনের আসল কথা বলেছেন: আশা করি কেউ জবাব দিবেন।
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:০৬
পুংটা বলেছেন: আপনার আকুতি শুনে মনে হচ্ছে আপনি একজন দুর্ভাগা, যে আগে কখনও কক্সবাজার দেখেননি।
যাহোক... সামান্য সাহায্য আপনার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে করে দিলাম।
এই মুহুর্তে কক্সবাজার ফুল। যেকোন হেটেলের বুকিং ছাড়া যাওয়া মানে বেশ খানিকটা ঝামেলা মাথায় করে যাওয়া। তাছাড়া কোন ধরনের ডিসকাউন্ট মিলবে না। খুজে বের করুন কক্সবাজারে কোন বন্ধু বা পরিচিত কেউ আছে কি না। উনার সাহায্য নিন।
আপনি আপনার বাজেট বলেন নি.. তাই নির্দিষ্ট ভাবে কিছু বলতে সম্ভব না।
আপনার বউটি যদি ভ্রমণপ্রিয় হয়ে থাকেন তাহলে ঢাকা থেকে চট্টগ্রাম রাতের ট্রেনে চলে যান। ওখান থেকে ভোরের কোন একটি ভাল বাসে বা মাইক্রোতে কক্সবাজার। এই জার্নিটা মজার।
সাথে বড় ব্যাগ বহন না করাই ভাল। খুবই প্রয়োজন এমন কিছু নিয়ে নিন। সমুদ্রে গোসল করার কাপড় আলাদা নিন। সমুদ্রে নামার সময় খালি হাত-পা নিয়ে যান। টাকা, মোবাইল, স্যান্ডেল এসব নিয়ে কোথায় রাখবেন এই ভাবনায় আনন্দ মাটি হবে।
খাওয়ার জন্য অনেক হোটেল আছে। দাম যাচাই ও খাবার পরিবেশনের পর আবারো দাম যাচাই করে নেবেন। কারণ একপিচ মাছের দাম যদি হয় ১২০টাকা ওরা আপনাকে দুপিছ করে দিয়ে যাবে। যার দাম হবে ২৪০টাকা। নতুন বউয়ের সামনে লজ্জায় ঝগড়া করতে পারবেন না। আবার বিষয়টি মনের মধ্যে খচখচ করতে থাকবে।
বীচে বসে চুড়ি-মালা কিনবেন না। যা আপনি ৮০ টাকায় কিনবেন তা বাজারে ২০ টাকায় পাওয়া যায়। সন্ধ্যের পর বাজারে যেয়ে দাম শুনে নতুন বউয়ের সামনে নিজেকে গাধা মনে হবে।
সবার সাথে ভাল ব্যাবহার করবেন। কোন ধরনের ক্যাচালের মধ্যে যাবেন না।
প্রথম দিন হোটেলে ব্যাগ রেখেই সমুদ্রে নেমে যান। সমুদ্র থেকে ফিরে অবশ্যই গা থেকে লবন পানি ধুয়ে নেবেন। হোটেলে ফিরে খাবার খেয়ে তারপর রুমে রেস্ট করুন। ঘুম থেকে ফ্রেস হয়ে উঠে আবার সমুদ্রে যান। এবার দেখুন সমু্দ্রটা কত সুন্দর।
ফিরতি বাসের টিকিট কক্সবাজারে নেমেই করে নিন।
মানে রাখবেন কক্সবাজার আপনার পাছার মাংস সহ পকেট কেটে নেয়ার অপেক্ষায় আছে। তাই টাকা পয়সা বেশী করে নিয়ে যাবেন। অহেতুক শপিং করবেন না। রিক্সার থেকে ব্যাটারী রিক্সা ভাল হবে। দামদর করে নেবেন। অনেক ধরনের হোটেল আছে। ২ হাজার থেকে ১২/১৪ হাজার টাকা একরাত। অনেক ফ্লাট বাড়িতেও থাকতে পারবেন। তবে পরিস্কার পরিচ্ছন্নতা দেখে নেবেন। দামি হোটেল হলে সকালের নাস্তা ফ্রি পাবেন। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে নাস্তা করতে হবে। চেকআউট টাইমটা জেনে নিন। শুধুমাত্র ব্যাগ রেখে একরাতের ভাড়া যেন গুনতে না হয় সেটা খেয়াল রাখবেন। দরকার হলে ব্যাগ হোটেলের কাউন্টারে রেখে রুম ছেড়ে দিয়ে বেরিয়ে যান।
পরের দিন সকালে কক্সবাজার আপনার চেনা মনে হবে। এবার ঘুরতে যান। ইনানী পর্যন্ত গেলেই এদিকের সব মানে হিমছড়ি আর এর পরের ট্যুরিষ্ট পয়েন্ট গুলো দেখা হয়ে যাবে। মারমেইড ইকো রিসোর্ট এর ওখানে একটু সময় কাটাতে পারেন। ইনানীতে মজা করুন।
টাকা পয়সার কথা সবসময় পরিস্কার ভাবে বলুন। কোন ধরনের লজ্জা বা অবহেলার খেসারত দিতে হয়েছে অনেককে। বীচের খেলাধুলার মজা নিন। সমুদ্রে নামার নিয়ম মেনে চলুন।
অবশ্যই কক্সবাজার ভ্রমণের এই মধুর স্মৃতি ক্যামেরা বন্দি করে নিয়ে আসবেন।
পরিবেশ বান্ধব হোক আপনার ভ্রমণ।
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৩৩
মনের আসল কথা বলেছেন: ভাই আপনাকে কি বলে ধন্যবাদ দেয়া যায় বুঝতে পারতেছি না।আপনি এত কষ্ট করে এত কিছু জানালেন সেজন্য বিশেষ ধন্যবাদ।
আমি অতিরিক্ত বা সৌখিন খরচ করব না।তারপর ও যে খরচ হবে তাতো করবই।আমি গিয়েছি ভার্সিটি ট্যুরে।বউ জন্য জাওয়া।পরে সময় করে ঘুরে তো অবশ্যই যাব সেন্তমারতিন সহ।আপাতত বিভিন্ন কারনেই বউকে নিয়ে এরকম একটা ত্যুর দরকার এইসময়।আপনি অনেক সহায়তা করলেন।সরাসরি বলতে কি!!১০ হাজার বেশি খরচ করতে চাই না যেসব একদম মাস্ট (খাওয়া/থাকা/যাতায়াত) হবে কি????????।কেনাকাটা এর বাহিরে,ওটার হিসাব আলাদা।
ধন্যবাদ আপনার সাহায্যের জন্য
৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:১৭
চশমখোর বলেছেন: যদি এসি বাসে করে যেতে চান তবে সোহাগ,গ্রিনলাইন,সৌদিয়া এস আলম এগুলাই ভালো হবে।
আর নন এসি হলে শ্যামলি, ঈগল ভালো হবে।
লাবনী পয়েন্টের আশেপাশের হোটেলগুলোর ভাড়া একটু বেশি হয় তাই কলাতলী বিচের আশে পাশের যে কোন হোটেল দেখতে পারেন। আর আপনারা যাচ্ছেন ২ দিনের জন্য। যদি টাকা সেভ করতে চান তাহলে বিচ থেকে একটু দূরের হোটেল নেয়া ভালো কারন ঐগুলার ভাড়া একটু কম হয়।
হোটেলে ধুকে খাবারের দামটা জিজ্ঞেস করে নেয়া ভালো হবে। নাহলে মাথায় হাত পড়তে পারে।
আর ভুলেও শপিং করতে যাবেন না। সেম জিনিস ঢাকায়ও পাবেন। অনেকে শখ করে কিনে কিন্তু দেখা যায় দাম ঢাকার চেয়ে বেশিই পড়ে।
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৩৮
মনের আসল কথা বলেছেন: নন এসি।ধন্যবাদ।
হাঁটা দুরত্তে বিচ থেকে একটু দূরে কমে পাওয়া গেলে খারাপ হবে না।
অবশ্যই দাম আগে জিজ্ঞাস করে নিব।
শপিং বিষয়টা আমার হাতে কম।ঢাকা থেকে খারাপ কিন্তু তিনগুন দাম হলেও মেয়েরা মনে হয়,কক্সবাজারে কেনাটাকে পছন্দ করবে।
৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৪৩
সৈয়দ মো: তাহমী বলেছেন: ভাই, সাধারনত এসময় ৫০% ডিসকাউন্ট থাকে সব হোটেলে। কিন্তু ঈদের ছুটিতে সম্ভবত এখন পাবেন না। আশা করি পরের সপ্তাহে পাবেন।
বাস:
এসি: ভাড়া ১২০০-১৮০০ (কোয়ালিটি ভেদে)
সোহাগ, গ্রীন লাইন, সিল্ক লাইন, শ্যামলী, সৌদিয়া-এসআলম, বাগদাদ সহ আরো কয়েকটা।
নন এসি: ভাড়া ৫৫০-৬০০
শ্যামলী,হানিফ ভাল. এছাড়া মডার্ন, এস আলম, সৌদিয়া সহ অনেকগুলা।
কাউন্টার: গাবতলী, কল্যানপুর, কলাবাগান, সায়দাবাদ, আরামবাগ, ফকিরাপুল। যেখানে সুবিধা যান।
চাইলে ঢাকা থেকে ট্রেন এ চট্টগ্রাম গিয়ে সেখান থেকে বাসে যেতে পারেন। এক্ষেত্রে ট্রেনের ভাড়া ১৫০-৩৫০ টাকা (এসি-নন এসি)। ট্রেন স্টেশনের পাশেই বাস কাউন্টার আসে।
হোটেল:
ভাড়া ডবল রুম ৬০০-১০০০০ টাকা। আপনের যেটা ইচ্ছা।
তবে আপনার জন্য মনে হয় ৬০০-১০০০ এর মধ্যে ভাল হবে। একেবারে বিচের পাশে ভাড়া বেশি হবে। মেরিন প্লাজা, হানিমুন রিসোর্ট, সি ইন, সুগন্ধা, লাবনী, শৈবাল সহ কয়েকশ হোটেল আসে। শেষ ২টি পর্যটনের হোটেল। বাকিগুলা কলাতলী বিচের উপর। খাবারের জন্য ডায়মন্ড রেস্তারার নাম ডাক আসে, মোটামুটি সস্তা।
মহেশখালি যেতে প্রায় ৫০০ টকা খরচ হবে স্পিড বোটে। ইনানিতে শেয়ারে যেতে পারেন আবার ৫০০-৮০০ টাকা সিএনজিতে। হিমছড়ি যেতে শেয়ার অথবা ২০০-৫০০ (রিকসা-সিএনজি)। এছাড়া শহর ঘুড়েতে আরো ৩০০-৪০০ টাকা।
চলব না আরো ডিটেইল লাগব।
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:০৬
মনের আসল কথা বলেছেন:
বিশ্বাস করেন ,মন্তব্যে কি লিখব বুঝতেছি না।আমার জেরকম চাওয়া তার সবতাই বলতে গেলে দিয়েছেন।
বস অসংখ্য ধন্যবাদ বস।আর কিচ বলব।আপনার কি মনে হচ্ছে আরও কিছু লাগব???ঃ)
লাগলে দিএন
ধন্যবাদ ভাই
৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৪৭
পুংটা বলেছেন: খুজে বের করুন কক্সবাজারে কোন বন্ধু বা পরিচিত কেউ আছে কি না। উনার সাহায্য নিন। এতে করে আপনার সময় বেচে যাবে।
১০,০০০/- টাকায় দুদিন একরাত। হয়ে যাওয়ার কথা। খরচ হবে যাওয়া-আসা, হোটেল, আর খাবারে।
১০/১২ ঘন্টা বাসে বসে থাকার চেয়ে ভেঙ্গে ভেঙ্গে গেলে খরচ কম হবে। তাছাড়া রাস্তার যা অবস্থা..... ট্রেন খুবই ভাল। চট্টগ্রাম থেকে কক্সবাজারের রাস্তা ভাল।
চশমখোরের কথা মত হোটেল খুজে নিন।
বাকিটা পরিবেশ পরিচিতি সমাজ
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:০৮
মনের আসল কথা বলেছেন: কক্সবাজারে সেরকম কেউ নাই।যা করার আমাকেই করতে হবে।
আপনাদের পরামর্শ খুব কাজে দিবে।
অনেক ধন্যবাদ।আমাদের দুইজনের পক্ষ থেকেই ধন্যবাদ।
৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৪৭
সৈয়দ মো: তাহমী বলেছেন: @ পুংটা, মে-সেপ্টেম্বর কক্সবাজারে অফ সিজন। তাই এ সময় সব হোটেলে ৫০% ডিসকাউন্ট দেয়। ট্রাই মারতে পারেন। তাই আমি সাধরনত জুন-আগস্ট এর মধ্যে যাওয়ার চেষ্টা করি...........।
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:০৯
মনের আসল কথা বলেছেন: পাইলে তো লাভ ই হয়
১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৫৯
পুংটা বলেছেন: আমার জন্য কক্সবাজার সবসময়ই সুপার অপ সিজন... ওখানে আমার ঘর আছে
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:১০
মনের আসল কথা বলেছেন: অফসিজন মনে হচ্ছে ঝামেলামুক্ত
১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৫৯
সৈয়দ মো: তাহমী বলেছেন: ভাই ১০০০০ লাগবোনা..... টাকা বাচলে আমারে দিয়েন..আমিও ঘুইড়া আসুম........
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:১১
মনের আসল কথা বলেছেন: আসেন।আপনি ও ভাবিকে নিয়ে আমাদের সাথে ঘুরতে বের হন।
১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৫৬
সুলতান ব্লগস বলেছেন: ঘুইরা আইসা জানাইয়েন ভাই আমরাও যাব ভবিষ্যতে
১৩ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৪৭
মনের আসল কথা বলেছেন: ধন্যবাদ
১৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ২:১৭
সৈয়দ মো: তাহমী বলেছেন: ভাই কি ফিরেছেন........................??
১৩ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৪৬
মনের আসল কথা বলেছেন: জী ভাই।ব্লগে অনিয়মিত বোলে জানানো হয় নাই।পরে পোস্ট দিব একসাথে।
১৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫০
হিমেল রেজার বচন বলেছেন: পোস্ট, কমেন্টের ১০ বছর পরে ব্লগ পড়ে খরচাপাতির সস্তামী দেখে খুশিতে ডিগডিগা আমার মন
১৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫১
হিমেল রেজার বচন বলেছেন: পোস্ট, কমেন্টের ১০ বছর পরে ব্লগ পড়ে খরচাপাতির সস্তামী দেখে খুশিতে ডিগডিগা আমার মন
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:০৯
১১স্টার বলেছেন: বাসের খবর বলতে পারবো না অনেক আগে গিয়াছিলাম। তয় হোটেলে উঠার সময় কোন রিক্সা বা বেবীওয়ালার সাহাজ্য নিয়েন না কারন ওদের বিরাট একটা কমিশন আছে যা আপনার থেকে কেটে নিবে। অবশ্যই ভাটার সময় পানিতে নামবেন না। শুভ হোক আপনাদের যুগোল ভ্রমন। দেশে এসে আমি ও যাবো আপনি আপনার অভিজ্ঞতা আসার পর শেয়ার করবেন আশা করি। তয় রাতের ট্রেনে চিটাগং সেখান থেকে বাসে ও যেতে পারেন।