নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সাদামাটা জিবন জাপন করতে ভালবাসি

খুব সাদামাটা জিবন জাপন করতে ভালবাসি

monforing

খুব সাদামাটা জিবন জাপন করতে ভালবাসি

monforing › বিস্তারিত পোস্টঃ

ভালবেসে সখি নিভৃতে যতনে আমার নামটি লিখ তোমার মনের মন্দিরে

০৯ ই মে, ২০১৫ রাত ১২:৫৪

২৫ বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মজয়ন্তী। ১২৬৮ বঙ্গাব্দের এ দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। কোটি কোটি বাঙালির ভাষা, স্বপ্ন আর হৃদয়ের আবেগ স্পন্দিত করে তুলেছেন তার বিপুল সাহিত্যকর্মে। তার সৃষ্টির আলোয় আলোকিত বিশ্বজগৎ। তাইতো তিনি বিশ্বকবি।



বাংলা সাহিত্য ও সংস্কৃতির অনন্য রূপকার রবীন্দ্রনাথ। বাংলা ভাষা ও সাহিত্যকে তিনি প্রায় একক প্রচেষ্টায় বিশ্বসভায় অসামান্য মর্যাদার আসনে আসীন করেছেন। কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক, নাট্যকার, নাট্যাভিনেতা, সঙ্গীত রচয়িতা, সুরকার, গায়ক ও চিত্রশিল্পী হিসেবে দীর্ঘ ৮০ বছর ধরে সমৃদ্ধ করে গেছেন এ জাতিকে।



সাহিত্যের এমন কোনো শাখা নেই, যেখানে তিনি রবির আলো ছড়িয়ে দেন নি। তার তৈরি করা পথ ধরেই ভাষা ও সাহিত্যের প্রগতির পথে হেঁটেছেন ভবিষ্যতের অসংখ্য কবি-সাহিত্যিক। এজন্যই তিনি কবিগুরু।





ভালবেসে সখি নিভৃতে যতনে

আমার নামটি লিখ তোমার মনের মন্দিরে।



__কবিগুরু









আমার মাঝে তোমার লীলা হবে,

তাই তো আমি এসেছি এই ভবে।

এই ঘরে সব খুলে যাবে দ্বার,

ঘুচে যাবে সকল অহংকার,

আনন্দময় তোমার এ সংসার

আমার কিছু আর বাকি না রবে।



মরে গিয়ে বাঁচব আমি, তবে

আমার মাঝে তোমার লীলা হবে।

সব বাসনা যাবে আমার থেমে

মিলে গিয়ে তোমারি এক প্রেমে,

দুঃখসুখের বিচিত্র জীবনে

তুমি ছাড়া আর কিছু না রবে।



__কবিগুরু









যদি প্রেম দিল না প্রাণে

কেন ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে?

কেন তারার মালা গাঁথা,

কেন ফুলের শয়ন পাতা,

কেন দখিন হাওয়া গোপন কথা জানায় কানে কানে?।

যদি প্রেম দিলে না প্রাণে

কেন আকাশ তবে এমন চাওয়া চায় এ মুখের পানে?

তবে ক্ষণে ক্ষণে কেন

আমার হৃদয় পাগল হেন,

তরী সেই সাগরে ভাসায় যাহার কূল সে নাহি জানে?।



– রবীন্দ্রনাথ ঠাকুর









আমি তোমার বিরহে রহিব বিলীন

তোমাতে করিব বাস,

দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী...

দীর্ঘ বরষ মাস।

____রবীন্দ্রনাথ ঠাকুর____







তোমায় গান শোনাব

তাই তো আমায় জাগিয়ে রাখ

ওগো ঘুম-ভাঙানিয়া....তোমায় গান শোনাব ..

বুকে চমক দিয়ে তাই তো ডাক'

ওগো দুখজাগানিয়া, তোমায় গান শোনাব...........

___রবীন্দনাথ ঠাকুর









সখী, ভাবনা কাহারে বলে। সখী, যাতনা কাহারে বলে ।

তোমরা যে বলো দিবস-রজনী ‘ভালোবাসা’ ‘ভালোবাসা’—

সখী, ভালোবাসা কারে কয়! সে কি কেবলই যাতনাময় ।

সে কি কেবলই চোখের জল? সে কি কেবলই দুখের শ্বাস ?

____ রবীন্দ্রনাথ ঠাকুর







সার্থক জনম আমার জন্মেছি এই দেশে।

সার্থক জনম, মা গো, তোমায় ভালোবেসে ॥

জানি নে তোর ধনরতন আছে কি না রানীর মতন,

শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে ॥

কোন্ বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল,

কোন্ গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে।

আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো,

ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে ॥

-------রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৫ রাত ২:৪৩

সচেতনহ্যাপী বলেছেন: কোনো লাভ নেই।। সৃ আজ অন্তিম শয়ানে।।

২| ১১ ই মে, ২০১৫ রাত ৮:৫৯

monforing বলেছেন: ঠিক ই বলেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.