![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার: উর্বর (!) মস্তিক্ব থেকে সাহিত্য রচনা বা কিছু লিখার মত কোন গুণ মহান স্রষ্টা দিয়েছে বলে মনে হয় না। পৃথিবীতে ৩টা জিনিস বড় প্রিয়: ঘুম, দিবাস্বপ্ন, রোমান্টিকঘুম আমার প্রিয় বই: এডভ্যান্স কোয়ান্টাম মেকানিকস। (যেই বই ধরলে, কিছুক্ষনের মধ্যে ঘুম আসে। প্রিয় ব্যক্তি: রিপ ভ্যান আংকেল। কারণ আংকেল একটানা ২০বছর ঘুমাইয়া কাটাইছে। প্রিয় খাবার: ভাত। আল্লাহর কি রহমত ভাত খাবার পরই একটা ঘুমের আমেজ আসে। প্রিয় কাংখিত মুহুর্ত: সূর্যোদয়; যা এখনো দেখিনি। https://www.facebook.com/monzurul.shohel
জন্মের পর থেইকা এই বান্দা ধরার উপরেই আছে। প্রথম সন্তান হওয়ায়, বাবা-মার যেহেতু বাচ্চা মানুষ করার পূর্বাভিজ্ঞতা ছিলনা তাই তাহারা নির্দয় ভাবে আমার উপর দিয়াই সব এক্সপেরিমেন্ট চালাইতো। যতই রিওয়ার্ড করি ততই চোখে ঝাপসা মত ভেসে উঠে আমার সব দু:সহ স্মৃতি.......
সামান্য গা গরম, তাতেই মায়ের ত্রাহি চিত্তকার "ওষু..ধ....ধ"
আমারও শুরু হত জীবন বাচানোর চিৎকার "না.............না....."
বাবা দৌড়ে আসতেন.."কি??"
তারপর শুরু হত; জমে-মানুষে টানাটানি....মানে...অনভিজ্ঞ বাবা "আমারে চ্যাংদোলা করে চার হাত-পা ধরতো আর মায়ের হাতে থাকতো ওষুধের চামুম.....
"হা কর বলছি...হা কর"
আমিও চিৎকার করতাম "না........" আর এই সুযোগে মা ঢেলে দিত জঘন্য সব ওষধ.....আমি কোৎ করে বমি করে দিতাম। আবার চলতো এই টানাটানির পুন:প্রচার।
রাম ধরা: এই অত্যাচারের মধ্যে বেড়ে উঠা আমার মধ্যে অকালে যৌবন চলে আসল। মানে...ক্লাস সেভেন/এইটের সময়ই হিন্দি ফিল্মের ইশক্ জেগে উঠে.....বিপুল বিক্রমে...প্লাস বন্ধুরা বিপুল ভোটে....প্লাস...আরও বিপুল উৎসাহে.......আমার বন্ধু জহিরের (সে তখন এলাকার উঠতি ভাই) জজবার সহিত বলা স্লোগানে "দোস্ত তুই এগিয়ে যা, আমি আছি তোর পেছনে" । এহেন জনসমর্থন দেখিয়া....কোন এক রজণীতে রবীন্দ্রনাথ ভর করলেন এক কিশোরের ঘাড়ে.........অতএব....রচিত হইল সেই মহান কবিতা
"...............আমি তোমায় ভালোবাসি"
পরদিন; সমবিভ্যহারে কিশোর পিছু নেয় তার লায়িকার......স্কুল ফেরত বালিকা তখন কিছু গজ সামনে....বন্ধু জহির উত্তেজিত হয়ে বলে, "এই সুযোগ, তুই যা দোস্ত আমি আছি."
এগিয়ে গেলাম বীরদর্পে (কিন্তুক পদ ও হস্তযুগল এবং মাথাটা কিন্ঞিত ফাঁপা মনে হইতেছিল)
কোনমতে....গলা দিয়ে চি..চি...করে আওয়াজ বের হল..
লায়িকা বেণিদুলানো মাথা ঝাকা দিয়ে প্রশ্ন করলো...."কি বলবেন বলেন?" তাহার সখিরাও সন্ধিগ্ধ চোখে তাকিয়ে রইল...
কোনমতে চিঠিখানা তারা হাতে দিতেই.....তার ঝাঝালো
"এইটা কি? হ্যাঁ..."
তার সখিদের মধ্যে কে যেন বলে উঠলো..."ওমা....লেটার দিছে?. আল্লাহ."
"আপনার এত্তবড় সাহস...." ইহার পরে আমার মাথা আর কাজ করিতেছিলনা, সাহায্যের আশায় বন্ধু জহিরের উদ্দেশ্যে পেছন ফিরলাম...দেখি ভাই আগেই দৌড় দিছে....
ঐদিকে নায়িকা.....কি যেন বলছে আর তা দেখেই....বাংলার নায়ক (জনগন)..এগিয়ে আসবে কিনা ভাবছে ....।
ততক্ষনে আমার সকল 'ভাব-ভালোবাসা' বিলীন হইয়া গেছে....
মান-সুলেমান রক্ষার্থে বললাম..."থাক এইটা পড়তে হবেনা...."
"কিউ?" হিন্দি সিনেমার মত কিচ্ করে উঠলো.
"দরকার নাই আমার ভুল হইছে...স্যরি..." আমি তখন চোখে সরিষা গাছ দেখিতেছি, কারণ দুয়েকজন দূর হইতে ঘটনা অবলোক করিতেছে...
কিন্তুক আমার বেণিদুলানো লায়িকা......পার্ট লইয়া মিচকা হাসি দিয়া কয়...
"আপনার চিঠির উত্তর...আব্বুর মাধ্যমে আপনার আব্বুর কাছে দিয়ে দিব...হ্যাঁ?" এই বলিয়া......গা-দুলানো হাসি দিয়া তাহার সকল সখিদের লইয়া প্রস্থান হইল আর আমার ততক্ষনে.......এই নিষ্ঠুর দুনিয়ার প্রতি সকল মায়ামমতা উঠিয়া গেল....... কোন জাগতিক চিন্তাভাবনাই আমার তখন মাথায় রইল না....রইল শুধু আসন্ন বিপদের হাত থেকে মুক্তির জন্য নফল নামাজের ওযু করার কথা......সেই দিন আর পরর্বতী কয়টা দিনে মোট কত রাকাত নফল নামাজ পড়েছিলাম আজ আর মনে পড়ে না...
ধরার-উপর ওষুধ নাই: কেলাস টেনের বৎসর; মনে অকাল বৈরাগ্যের উ্দ্ভব হইল। পৃথিবীতে কেউ নাই কিছু নাই টাইপ.....সেই সময়ে আমাদের দেশে বিদু্ৎতের অবস্থা এমন শোচনীয় ছিল না। সে ছিল একটা সময় যখন রাতে কারেন্ট গেলে ছেলেমেয়েরা খুশিতে চিৎকার দিয়ে উঠতো, সবাই বাসার সামনের মাঠে চলে আসতো, জমতো আড্ডা........সেই সময়কালে আমার বন্ধুগণ সবাই সাবালাক হয়ে উঠলো...এবং তাহারা সিগারেট খাইতো....। আর রাতের বিদু্ৎবিহীন এই সময়টা হয়ে উঠতো তাহাদের সাধনার সময়; কোন একটা চিপা-চাপায় বসে তারা এই অমৃত স্বাদ আস্বাদন করতো আর আমি চেয়ে চেয়ে দেখতাম....উহুঁ অবশ্যই না কারণ আমি বড় হয়েছিনা। আমার ইচ্ছা হইছে আমি সিগারেট খাব আমার বাবার কি? আমি কি ডরাই না কি..ঐ টাকলুরে..? এমন একরাতে, বিদুৎহীন সময়ে.....আমাদের গোপন জায়গায় সবাই হাজির হয়ে সুখটান দিচ্ছে...বাট কোন হালার কাছে এক্সট্রা নাই....তার উপর এক হারামী আমারে কয় বাবু তুই আরেকটু কাছে আয় তাইলে আমি ধোয়া ছাড়লে তুই ঔটা টাইনা নিছ.....এহেন অপমান সহ্য করতে না পেরে...সিগারেট কিনতে গেলাম কাছেই এক কুলিংকর্ণারে।
"ভাই একটা সিগারেট দেনতো..." নিজেকে দোকানে জ্বলা মোমবাতির আলোর চেয়ে একটু অন্ধারে রেখে বললাম।
দোকানি সিগারেট দিতে দেরি হইতেছে দেখে বলে উঠলাম...
"কি হইল ভাই, একটা সিগারেট দেন...."
ভেতর থেকে আওয়াজ আসে....সাথে মানুষও বের হয়ে আসে...
"১টা কেন বদমাস..? পুরা প্যাকেট নে...আজ তোকে আমি সিগারেট খাওয়া
শিখামু....." চেম্বার থেকে আসার সময় কুলিংকর্ণারে কিছু কিনতে আসা পিতার রাগে লাল হওয়া মুখ মোমবাতির আলোয় দেখার আগেই আমি নাই............................এ্ই ধরা-এবং ধরা পরর্বতী রিমান্ডসেলের নির্যাতন জাতি অনেকদিন পিঠে বহন করিয়াছিল।....
০১ লা মার্চ, ২০১১ রাত ৯:৪৮
মন্জুরুল আলম বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ ভ্রাতা..
২| ০১ লা মার্চ, ২০১১ দুপুর ১২:৩৬
জাফর সািদক রুমী বলেছেন: মনে পড়ে গেলো আমার ফেলে আসা দিনের স্মৃতি
০১ লা মার্চ, ২০১১ রাত ৯:৫০
মন্জুরুল আলম বলেছেন: মনে পড়ে গেলে আপনিও লিখে ফেলুন...সেই সব বিষাধপূর্ন সব স্মৃতিকথা.....এবং আমাকে অবশ্যই দিবেন তার লিংক
৩| ০১ লা মার্চ, ২০১১ দুপুর ১২:৪৩
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: ভাই কিছু মনে নিয়েন না। জীবন চলার পথে ধরা খাওয়া সবারই কম বেশী থাকে। লেখা অতি উত্তম হইছে!!!
০১ লা মার্চ, ২০১১ রাত ৯:৫৩
মন্জুরুল আলম বলেছেন: আমি আপনি কিছু মনে নিলে কি আর না নিলেই বা কি? যাহারা আমাদের নিষ্ঠুরভাবে "ধরা'র উপর রাখলো তাদেরতো আর কিছুই করার নাই.........
প্রশংসার জন্য অসংখ্য ধন্যবাদ....
৪| ০১ লা মার্চ, ২০১১ দুপুর ১২:৪৪
জহুরুল ইসলাম স্ট্রীম বলেছেন: আরো আছেনি?
০১ লা মার্চ, ২০১১ রাত ৯:৫৬
মন্জুরুল আলম বলেছেন: দেখি বস্....সেইসকল অমলিন স্মৃতিকে টেনে তুলতে পারি.....
পড়ার জন্য ধন্যবাদ....
৫| ০১ লা মার্চ, ২০১১ দুপুর ১২:৫৮
দূর্যোধন বলেছেন:
দারুন হইছে উত্তম জাঝা !!!
০১ লা মার্চ, ২০১১ রাত ৯:৫৯
মন্জুরুল আলম বলেছেন: জ্বী বস্....অন্যের 'ধরা খাওয়া'টা আমাদের সবার কাছেই দারুন লাগে.....কিন্তুক যে 'ধরা'টা খায় সেই জানে..কি যাতনা বিষে...
আপনার মন্তব্যটা প্রেরণাদায়ক...
৬| ০১ লা মার্চ, ২০১১ দুপুর ১:০৫
শুকনা মরিচ বলেছেন: আহারে !! পুরাই ধরা !!
ধারাবাহিক হোক এটা - কি বলেন
০১ লা মার্চ, ২০১১ রাত ১০:০২
মন্জুরুল আলম বলেছেন: বস্, আমার মত আইলস্যার দ্বারা জীবনে কোন কিছুই ধারাবাহিক করা হইলনা। আর ইহার জন্য আমি ধারাবাহিক 'ধরা'র উপরে আছি.. .............
৭| ০১ লা মার্চ, ২০১১ দুপুর ১:২৩
বৃষ্টিধারা বলেছেন: হা হা হা
০১ লা মার্চ, ২০১১ রাত ১০:০৪
মন্জুরুল আলম বলেছেন: হা: হা: হা: কেমনে আপনি হাসেন ভইন?....
একটু মানবিক সহানুভূতি কি পাওয়া হপে না.....
৮| ০১ লা মার্চ, ২০১১ দুপুর ১:৫১
রেজোওয়ানা বলেছেন: আহারে
০১ লা মার্চ, ২০১১ রাত ১০:০৬
মন্জুরুল আলম বলেছেন: রেজোওয়ানা আপু???
আপনার 'ছোট্ট' এই 'আহারে' কথাটাও আমার মত অফলাইন ব্লগারের জন্য অনেক.....থাংকস্
৯| ০১ লা মার্চ, ২০১১ দুপুর ২:০১
ফাইরুজ বলেছেন:
০১ লা মার্চ, ২০১১ রাত ১০:০৯
মন্জুরুল আলম বলেছেন: 'বেশি হাসেনা ....দাত পলে যাবে কিন্তুক' আমার এক পিচকি ভাগ্নির ডায়লগ...
১০| ০১ লা মার্চ, ২০১১ দুপুর ২:০৬
মেমনন বলেছেন:
ভালো হয়েছে।
পরবর্তি ধরা খাওয়ার ঘটনাগুলি কবে পাব? অপেক্ষায় থেকে যেন আবার ধরা না খাই।
০১ লা মার্চ, ২০১১ রাত ১০:১১
মন্জুরুল আলম বলেছেন: ভায়া...আপনারে পড়ার জন্য এবং পড়া শেষে কষ্ট করে (আমিতো আলসেমি করে লগইন করিনা) মন্তব্য করার অন্তরের অন্ত:স্থল থেকে...ধণ্যবাদ...
১১| ০২ রা মার্চ, ২০১১ রাত ৩:৪৯
গরম কফি বলেছেন: জটিল হইসে মনা ভাই ....প্রত্যেকটা য্যন আমার জীবন থেইক্কা নেওয়া ।
০২ রা মার্চ, ২০১১ ভোর ৫:৩৮
মন্জুরুল আলম বলেছেন: আসেন ভাই বুকে বুক মিলাই..........জীবনটা মোটের উপর ধরা খেয়েই কাটাছি.....
১২| ০২ রা মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৪৭
আন্ধা পোলা বলেছেন: বালা লাইগলো.....কিন্তুক ছুডু ছুডু লাগে আর একটু বড় কইরা লেহেন........(মাগার ছুডু দেইহাই মনে অয় বেশি মজাক!!
)
০২ রা মার্চ, ২০১১ রাত ৮:৫০
মন্জুরুল আলম বলেছেন: জ্বি বস্ ছুডু'ই ভালা। আমার মত অনেক আইলসা আছে যারা বড় লেখা দেখলে সালাম দিয়া পালায়.....
১৩| ০২ রা মার্চ, ২০১১ রাত ৯:০০
অন্ধকারের রাজপুত্র বলেছেন: দারুন হইছে উত্তম জাঝা !!!
০২ রা মার্চ, ২০১১ রাত ৯:৩৩
মন্জুরুল আলম বলেছেন: জাঝা'র জন্য দারুন ধন্যবাদ
১৪| ০২ রা মার্চ, ২০১১ রাত ৯:১০
জগাই মাধব বলেছেন: পুরানো সেই দিনের কথা বলবি কেরে আয়..................................
০২ রা মার্চ, ২০১১ রাত ৯:৩৩
মন্জুরুল আলম বলেছেন: ....ও সে প্রাণের কথা........মন জুড়াবে তায়.......
১৫| ০২ রা মার্চ, ২০১১ রাত ৯:৩২
কুটুম পাখি বলেছেন: চমৎকার ছেলেবেলা ...
এমন ধরা ছেলেবেলা সবাই খায়।
আমি ও খেয়ে ছিলাম বড় ভাইয়ের শেইপিং রেজার মারিং করতে গিয়ে।
আপনি সেই মন্জুর ভাই না যার লেখা ''পেটকাটি চাদিয়াল''
০২ রা মার্চ, ২০১১ রাত ৯:৩৬
মন্জুরুল আলম বলেছেন: শেইপিং রেজার নিয়া আমিও ধরা খাইছিলাম...তবে বাপের টা চুরি করে (কেলাস সিক্সে) ইউজ করতে গিয়ে টয়লেটে পড়ে গেছিল...
১৬| ০২ রা মার্চ, ২০১১ রাত ১১:২০
এ.এ.এম বিপ্লব বলেছেন: +++++++++
০২ রা মার্চ, ২০১১ রাত ১১:৫৩
মন্জুরুল আলম বলেছেন: আপানাকেও প্লাস দিলাম পড়ার জন্য....
১৭| ০২ রা মার্চ, ২০১১ রাত ১১:২১
জীবন্মৃত০১ বলেছেন: হুপ হাপ...শেষ পর্যন্ত ধরা খাইলা বাপ!
০২ রা মার্চ, ২০১১ রাত ১১:৫৪
মন্জুরুল আলম বলেছেন: ধরা'র উপরেইতো আছিগো দাদা...
১৮| ১০ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:২৪
মিষ্টিগল্প বলেছেন: "তারপর শুরু হত; জমে-মানুষে টানাটানি" হাসি কম, কিন্তু আপনার লেখার ভঙ্গি দেখে না হেসে পারলাম কই। আরো লেখেন। ভাল লাগলো আপনার লেখা পড়ে।
১০ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:৫১
মন্জুরুল আলম বলেছেন: থ্যাংকু বস্.......আরে আপনার নিক ই তো 'মিষ্টিগল্প'
১৯| ১০ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:২৪
শোভন এক্স বলেছেন: "ওমা....লেটার দিছে?. আল্লাহ."
১০ ই এপ্রিল, ২০১১ রাত ৯:০৫
মন্জুরুল আলম বলেছেন: শোভন ভায়া অনেক থ্যাংকু......
২০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৯:৩৬
আর.হক বলেছেন: বহুদিন পরে পড়লাম.................
লেটারে কি লিখছিলেন?
আর সেই ব্যথা কি এখনো অনুভুত হয়?
০৫ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৩৪
মন্জুরুল আলম বলেছেন: কৈশোরে লেখা লেটারে আর কি লিখিব বস্...ইতং বিতং করে ইয়ে'র কথা লেখা ছাড়া?
সেই ব্যথা এখনো অনুভুত হয়...সেকি ভোলা যায়...
২১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৯:৫৯
ক্রন্দসী বলেছেন: হাাহাহাহাহাহাহাহাহাহাাাাহাহহাহাহাহাহাহাহাহাহা।ভাই আপনি কি কোন কোয়ার্টারে বড় হয়েছেন?
০৫ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৩৮
মন্জুরুল আলম বলেছেন: থ্যাংকু...
শুধু কোয়ার্টার না বিশাল স্টাফ কলোনীতে...আপনিও নিশ্চয় যানেন এগুলার অবস্থা....মজাই আলাদা....
২২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৫৫
bhondoami_nostotumi বলেছেন: জব্বর হইছে.....
০৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:০১
মন্জুরুল আলম বলেছেন: থ্যাংকস্ ভাই.....
২৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪৫
জানালার বাইরে বলেছেন: দারুন
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১১ দুপুর ১২:৩০
বিষন্ন পথিক বলেছেন:
চমৎকার বর্ননা ও রিপ্রেজেন্টেশন