![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বউ,
আজকে অনেক অনেক দিন পর তোমার কাছে চিঠি লিখতে বসেছি।
শেষ কবে চিঠি লিখেছি ঠিক মনে পড়ছে না। তবে আমি নিশ্চিত, সেটাও প্রায় ২-৩ বছর আগে, ২০০৭ কি ২০০৮ এর দিকে। এর পর আর কোনো চিঠি লিখা হয় নাই। দরকারী কিছু হয়ত ইমেইল করা করেছি, কিন্তু সেই সনাতনী চিঠিটা আর লিখা হয় নাই।
আমি জানি, আজকে তোমার খুব মন খারাপ। অনেক প্রিপারেশন নিয়েও ১৪ই ফেব্রুয়ারীর দিনটা তোমার সাথে থাকতে পারলাম না। মনে করলাম এই দিনটাতে তোমার সাথে থাকার থেকেও অন্যের প্রয়োজনটা বেশি হতে পারে, তাই চলে আসলাম। আসলে খুব দরকারী কাজে চলে এসেছি, তাও না, কিন্তু কাউকে দেওয়া কথা রাখতে তো হবে, তাই না? আমি জানি, তুমি খুব খুব মন খারাপ করেছো, আমাকে ক্ষমা করে দিও প্লিজ।
এইটা যাচ্ছে ২০১১, এই ভ্যালেন্টাইন্স ডে তে আমি তোমার সাথে নাই। ২০১০ এ ও ছিলাম না, ২০০৯ সালেও না, ২০০৮ সালেও ছিলাম না। ২০০৭ এ তোমার সাথে দেখা হয়েছিল সন্ধ্যার পর, তুমি ক্লাশ শেষ করে তোমার আপার বাসায় যাচ্ছিলে, আমরা গেলাম নিউ মার্কেটে, তোমাকে একটা হার্ট সাইনের বালিশ- কুশন কিনে দিলাম, তারপর তুমি চলে যাবে, তাই আমি তোমাকে বাসা পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে আসলাম। সব মিলিয়ে সর্বোচ্ছ ২ ঘন্টা একসাথে থাকে, বাসে নিউ মার্কেট থেকে তোমার বাসা যাওয়া পর্যন্ত।
আসলে আমরা দুইজনই একটা শুভদিন, শুভসময়ের অপেক্ষায় আছি। দুইজনই অনেক কষ্ট, অনেক কিছু ত্যাগ মেনে নিচ্ছি একটা উজ্জ্বল ভবিষ্যতের আশায়। কখনো কোনো কিছু মিস হলে নিজেদের সান্তনা দেই এই ভেবে, '' হয়ত এর থেকেও আরো ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে।'' আসলে আমরা নিজেরাও জানিনা আমাদের এই অপেক্ষাটা কবে শেষ হবে। আশা করি সৃষ্টিকর্তা আমাদের নিরাশ করবে না।
আজ যখন চলে আসছিলাম, তোমাকে বললাম, আমাদের সবদিনই ভ্যালেন্টাইন্স ডে, তাই আমাদের আলাদা করে কোনো দিবস পালন করার দরকার নাই। এটা কি নিজেকে সান্তনা দেওয়ার জন্য নয় কি?
মাঝপথে তুমি যখন ফোন করলে, খুব খারাপ লাগছিলো। মনে হচ্ছিলো, আমি তোমার সাথে অবিচার করেছি। আমার তো আগামীকাল তোমার সাথে থাকার কথা ছিলো? দায়িত্ববোধ বড়? নাকি প্রিয়জন, আবেগ বড়? আমি কি প্রিয়জনের আবেগকে পিছনে ফেলে দায়িত্ববোধটাকে মেনে নিলাম?
ভ্যালেন্সটাইন্স ডে বলে কোনো দিবস থাক আর নাই থাক, আমি তোমাকে ভালোবাসি, খুব খুব ভালোবাসি। হয়ত কোনো প্রমাণ দিতে পারবো না, তারপরও আবার বলবো, ভালোবাসি।
ভালো থেকো।
আমি
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:০৭
মনিহার বলেছেন: সবকিছু তো আর বলা যায় না, বলাও ঠিক না। আমার আগের পোস্টে আরো কিছু লিখা আছে বউকে নিয়ে, দেখলে বুঝতে পারবেন।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৫৩
পয়গম্বর বলেছেন: মন খারাপ করা অসম্ভব সুন্দর একটা চিঠি।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:২৪
মনিহার বলেছেন: ধন্যবাদ। আসলে এই চিঠি লিখতে গিয়ে আমার চোখে জল চলে এসেছিল। মনটা খুব খারাপ।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:০৯
নিভৃত নয়ন বলেছেন: আবেগ ভরা লেখা।ভাল লাগল ভাই।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:২৬
মনিহার বলেছেন: ধন্যবাদ।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৪৫
এ কে এম ওয়াছিয়ুন হালিম বলেছেন:
২২ শে ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২০
মনিহার বলেছেন:
???
৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩৯
মেঘ রাজকন্যা বলেছেন: অনেক সময় কিছু সরল স্বীকারোক্তির কাছে অনেক বড় বড় অপূর্ণতা হার মানে।অনেক সময় কিছু বড় বড় অপূর্ণতা আরো ভাল কিছুর জন্য অপেক্ষা করতে সাহস যোগায়। .....আপনাদের জন্য শুভকামনা রইল।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:৫৫
মনিহার বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:০৭
ঝটিকা বলেছেন: দূর ভাই, আপনি ভাল মানুষ না। একটা ভ্যালেনটাইনেও সাথে থাক্লেন না!!!!
০১ লা মার্চ, ২০১১ দুপুর ১২:৫৮
মনিহার বলেছেন: সবই কপাল। কি আর করা? দোয়া করবেন, যাতে পরের ভ্যালেন্টাইনে থাকতে পারি।
৭| ০১ লা মার্চ, ২০১১ রাত ৯:৩৩
শব্দ শুভ বলেছেন: মেঘ রাজকন্যা বলেছেন: অনেক সময় কিছু সরল স্বীকারোক্তির কাছে অনেক বড় বড় অপূর্ণতা হার মানে।অনেক সময় কিছু বড় বড় অপূর্ণতা আরো ভাল কিছুর জন্য অপেক্ষা করতে সাহস যোগায়। .....আপনাদের জন্য শুভকামনা রইল।
সহমত
০২ রা মার্চ, ২০১১ রাত ১:০৪
মনিহার বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৮| ০৫ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:০৩
সানজিদা হোসেন বলেছেন: ভাল লাগলো
০৮ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৫৮
মনিহার বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৫০
শূণ্য উপত্যকা বলেছেন: বুঝলাম না আপনারা কি একসাথে থাকেন না?